অনেক পুরাতন একটি স্মৃতি।

in Incredible India2 months ago (edited)

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, আমি ও সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছি, এবং সাথে আছে আপনাদের দোয়া ভালো তো অবশ্যই আছি, যাইহোক বন্ধুরা আজ অনেক পুরাতন একটি স্মৃতি তুলে ধরবো আপনাদের মাঝে, সালের কথা আমার মনে নেই, কিন্তু এতো টুকু মনে আছে ৯ থেকে ১০ সালের মধ্য হবে এই ছবিটি ধারণ করেছিলাম আমার পরিবার নিয়ে।

1000029851.jpg ছবিটি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নেওয়া হয়েছে।

বড় ভাইয়ের সর্ব প্রথম বিদেশ যাওয়ার কথা ছিলো লিবিয়া, সংসারে অভাব ছিলো যার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছিল বড় ভাইকে বাহিরের দেশে পাঠিয়ে দেওয়া হবে, তাই বড় ভাই বাইরে যাওয়ার আগে আমি এবং আব্বু আম্মু ভাইয়া এক সাথে গিয়ে ছিলাম একটি স্মৃতি হিসেবে ছবি রাখার জন্য, কিন্তু এখান থেকে দুই দিন আগে ভাবি ছবি গুলো দেখে মোবাইলে ধারণ করে নিয়েছিল এবং সেই ছবি গুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাই ভাবলাম আজ আপনাদের মাঝে সেই ছবি এবং সেই পুরনো দিনের স্মৃতি শেয়ার করা যায়।

1000029866.jpg

Pexels

আসলে যে বছরে বিদেশ যাওয়ার কথা ছিলো আমরা পড়ে গিয়ে ছিলাম একটি চিটার দালালের পাল্লায়, মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা এবং তার ওপরে পড়ে গিয়েছিলাম তখন একটি চিটার দালালের কাছে, সেখান থেকে আমাদের সংসারে আরো বেশি অভাব চলে আসে তবে ভালোই ছিলাম তখন কারণ পরিবারে তখন সবাই ছিলাম আমরা, কিন্তু আজ একটি মানুষ কম আছে আমাদের মাঝে, মায়ের স্মৃতি যতো দিন বেঁচে থাকব ততদিন থাকবে আমার সাথে, কিন্তু যখন মায়ের কথা মনে পড়ে তখন নিজের চোখে চলে আসে অঝোরে পানি।

একটি সময় ছিলো দুমুঠো ভাত খাওয়ার মতো সামর্থ্য আমাদের ছিলো না, মা নিজে না খেয়ে আমাদের কে খেতে দিয়েছে, কিন্তু যখন আমরা নিজেরা রোজগার করে বাবা-মাকে খেতে দেবো ঠিক সেই সময় মা আজ আমাদের মাঝে নেই, যাইহোক বন্ধুরা যখন মায়ের কোনো কথা আপনাদের মাঝে শেয়ার করি তখন নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায়। মানুষটি হয়তোবা আজ আমাদের মাঝে নেই কিন্তু যতোদিন আমি বাঁচবো তার কথা মনে করে যাবো কারণ তিনি তো আমার মা।

1000029867.jpg

Pexels

বড় ভাই লিবিয়ায় যেতে পারল না কারণ একটি চিটার দালালের কাছে পড়ে গিয়েছিলাম তারপরে আমরা অন্য একটি দালালের মাধ্যমে যোগাযোগ করে বড় ভাইকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিলাম, দিয়েছিলাম বলতে আমি তো দেইনি দিয়েছিল আমার আব্বু, আমি তখন অনেক ছোট ছিলাম বড় ভাই বিদেশ যাওয়ার আগে আমি চলে গিয়েছিলাম ঢাকাতে সেখানে গিয়ে আমি ২ বছর থেকে আবার বাড়ি চলে আসি, কারণ বাবা-মায়ের ভালো লাগতো না দুটি সন্তান দুইটি বাহিরে তাই আমাকে বাড়ি নিয়ে গিয়েছিল।

আমি বাড়ি যাওয়ার পরে আম্মু মাঝে মাঝে এই ছবিটি বের করে দেখতো, এবং আমি তখন আম্মুর সাথে অনেক রহস্য করতাম হাসির কথা বলতাম, আম্মু হাসি দিতো এবং অনেক কথাই বলতো, এই ছবিটি আজ অনেক দিন পরে দেখে নিজের কাছে অনেক খারাপ লাগছিল, কিন্তু ছবিটি আজ স্মৃতি হয়ে আছে, মানুষটি আমার কাছে নেই মারা গিয়েছে, কিন্তু কষ্টের ব্যাপার তার পাশে থাকতে পারলাম না মোবাইলের মাধ্যমে তার কবরে মাটি দেওয়া দেখেছি এটি বড় কষ্ট ছিলো আমাদের দুটি ভাইয়ের।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last month 

ভাই একটা কথা মনে রাখবেন মানুষ চিরকাল বাচে না সবাইকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে ৷ আজকে আপনাদের মাঝে একজন নেই যিনি হলেন আপনার "মা"🧡 আর হ্যা মা থাকাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারন মা না থাকলে পুরো দুনিয়া স্বার্থপর লাগে ৷ যাই হোক ভাই মন খারাপ করবেন না সবসময় নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন ৷ আমি ইশ্বরের কাছে প্রার্থনা করি মা যেন খুব ভালো থাকেন ৷

 last month 

জি ভাই একদম সত্য কথা বলেছেন মা ছাড়া মনে হয় পুরো দুনিয়া টাই স্বার্থপর সন্তানের ভালো সন্তানের সব আবদার পূরণ করার জন্য একটি মা কতটা কষ্ট করে সেটা আমরা মা যখন থাকে না তখন অনুভব করতে পারি, এবং যতদিন বাঁচবো মায়ের স্মৃতি আমাদের জীবনে থেকে যাবে, মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আম্মার জন্য দোয়া রেখেছেন এটা দেখে আমি অনেক খুশি হয়েছি এবং ভালো লাগছে।

 last month 

বাংলাদেশের অনেক মানুষ দালালের খপ্পড়ে পড়ে বিপদে পড়ে। আপ্নিও সেরকম বিপদে পড়েছিলেন। আসলে অনেক স্বপ্ন নিয়ে মানুষ বিদেশ যেতে চায়, আর এই সুযোগ টা কাজে লাগায় কিছু দালাল।

আপনার এই ছবিটাকে ঘিরে অনেক স্মৃতি জমা, তার কিছু আজকে শেয়ার করেছেন। ভালো লাগলো।

 last month 

জি ভাই বাংলাদেশে এমন দালাল আমরা অনেক দেখতে পারি তারা মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে মানুষকে বিপদের মুখে ফেলে দেয় একটি মানুষ অনেক স্বপ্ন নিয়ে এই বিদেশে আসার চিন্তা করে এবং অনেক পরিশ্রমের টাকা দিয়ে বিদেশ আসে সেই টাকা যদি দালাল খেয়ে ফেলে তখন অনেক কষ্ট হয়।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 last month 

আপনার বাবা দেখতে অনেকটা আপনার মত। আপনার মা আপনার বড় ভাইয়ের মতো। যেটা আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারলাম। আসলে বাবা মা কখনোই কারো এই পৃথিবীতে সারা জীবন থাকে না। তাদের সময় হলে সবাই চলে যায়। আপনার মা ও চলে গেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করে।

সংসারের অভাবে কিন্তু বাংলাদেশের অনেক ছেলে প্রবাসে পাড়ি জমায়। আপনার ভাইয়ের প্রথম অবস্থায় লিবিয়া যাওয়ার বিষয়টা অনেকটা খারাপ লাগলো। আসলে দালালের চক্করে পড়লে মাঝে মাঝে দেখা যায় ভালো হয়, আবার মাঝে মাঝে খারাপ। যাইহোক পরবর্তীতে আপনার ভাই মালয়েশিয়ায় গিয়েছে। বর্তমানে ভালো অবস্থানে আছে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ পুরনো স্মৃতি নিয়ে এত সুন্দর একটা লেখা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

জানি না আমি দেখতে আব্বুর মতো হয়েছে কি না তবে এটা সত্য যে আমার বড় ভাই আম্মুর মতো হয়েছে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আম্মার জন্য দোয়া রাখার জন্য, সৃষ্টিকর্তা আপনার দোয়া কবুল করুক আমিও সেই প্রার্থনা করি, আসলে দালালের চক্করে অনেক মানুষ পড়ে যায়, তার ভেতরে আমরাও একটি সময় দালালের চক্করে পড়ে গিয়েছিলাম, যার জন্য আমাদের সংসারে অনেক অভাব চলে আসে।

খুবই সুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।

Hello 👋

Memories are part of life. Decade later when we take visuals of the Memories, takes us back in time. In the end, the experience of our lifetime is somewhere captured in those pictures. The significance of our life and loved ones is good time which we created.

 last month 

হয়তো আপনার মা এখন আর বেঁচে নেই। কিন্তু মায়ের স্মৃতিগুলো কখনো ভুলার মত নয়। যতদিন বেঁচে থাকবেন মায়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকবেন।
মায়ের শেষ সময় মাটি টাও নিজ হাতে দিতে পারেনি। এটার থেকে বড় কষ্ট আর হতে পারে না।
পুরনো দিনের কিছু স্মৃতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54