আজকে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার কিছু মুহূর্ত।
আজ শুক্রবার আজ ছিলো জুম্মার দিন, তাই সবাইকে জানাই জুম্মা মোবারক। বাহিরে থাকতে থাকতে জুম্মার দিন নামাজ পড়তে যাও অনেক কম হয়। কিন্তু আজ কাজ না থাকার জন্য। জুম্মার নামাজ আদায় করতে পেরে অনেক আনন্দিত আমি। শুক্রবার জুম্মার দিন আমাদের মুসলমানদের জন্য একটি হজের দিন। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়া ফরজ। গরিব মানুষের জন্য জুম্মার দিন একটি হজের দিনের চেয়ে কম নয়।
যাইহোক বাড়ি থাকতে জুম্মার নামাজ আদায় করার জন্য। যে কোন ভাবেই হোক শুক্র বারে সকাল সকাল চলে আসতাম বাড়ি। বাড়ি থাকতে যে সময়টি দিতে পারতাম এখন হয়তোবা সেই সময়টি দিতে পারি না। জানি না সৃষ্টিকর্তা কখনো আমাদের মাফ করবে কি না। তবে আজকে জুম্মার নামাজ আদায় করতে পেরে মনে অনেক শান্তি পেলো। কারণ অনেক দিন পরে জুম্মার নামাজ আদায় করতে পেরেছে আমি।
কালকে রাতে আমাদের পরিকল্পনা ছিলো আজকে আমরা জুম্মার নামাজ আদায় করতে যাবো। কিন্তু সকাল বেলা মামুন ভাই ও আরেক টি বড় ভাই কে বলেছিলাম তারা বলল যাবে না। কারণ তাদের এখানে কিছু কাজ করতে হবে আমাদের যেতে বলেন। যাই হোক আমি ও আরেক টি ভাই দুই জনে ফ্রেশ হয়ে রওনা দিয়েছিলাম নামাজ আদায় করতে যাওয়ার জন্য।
এই প্রজেক্টে আরো অনেক মানুষ ছিলো তারা নামাজ আদায় করতে যাচ্ছিল আজ। তাদের সাথে সাথে আমরাও যাচ্ছিলাম নামাজ আদায় করতে যাওয়ার জন্য। যাইহোক অবশেষে আমরা ধীরে ধীরে মসজিদে চলে যাই। সেখানে গিয়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছিল সে গুলো আমরা শুনছিলাম মনোযোগ সহকারে। ইমাম সাহেবের খুতবা শুনলেও নিজের মনে একটি শান্তি আসে। মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি এখন আমার কাছে সব সুখ আমার কাছে।
মসজিদের ভেতরে আজকে শুক্রবার অনেক মানুষ ছিলো তারা সবাই নামাজ আদায় করতে গিয়েছিল। যাই হোক নামাজ শেষ করে আমরা একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে একটি ছবি ধারণ করে দেখতে পেলাম সেখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। ঠান্ডা পানি অনেক মানুষ সেখানে গিয়ে খাচ্ছে । আমি আগে এসেছি এই মসজিদে কিন্তু আগে কখনো দেখিনি আমি। আমার সাথে যে ভাইটি ছিলো সে বলল তাই আজকে জানলাম আমি।
যাই হোক ঠান্ডা পানি খেতে কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। ঠান্ডা পানি খাওয়া দাওয়া শেষ করে ধীরে ধীরে রুমের দিকে আসছিলাম। আসার সময় সুন্দর একটি লাল টুকটুকি ফুলের দেখা পরলো চোখে। এই ফলটির ফটোগ্রাফি ও ধারণ করে নিয়েছিলাম যে ফুলটি দেখতে অসম্ভব সুন্দর। ফুল সব সময় সুন্দর হয়ে থাকে তবে যখন যে ফুলটি চোখের সামনে পড়ে। তখন সেই ফুলটি দেখতে অনেক ভালো লাগে।
তার আরেকটু সামনে যেতে না যেতেই দেখা পরলো আরেকটি ফুল। এই ফুলটি ছিলো গোলাপি রঙের হয়তোবা বাংলাদেশে ফুলটি সবার কাছে পরিচিত আছে। এই ফুল বাংলাদেশ এবং পৃথিবীর যে কোন দেশে দেখা যায়। এই ফুলটি আমি এর আগেও অনেক বার দেখেছি এবং ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে দিয়েছি। যাইহোক অবশেষে চলে আসলাম নিজেদের জায়গায়। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এভাবেই কেটে গেলো আজকের দিনে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মানুষ যখন কর্মব্যস্ত থাকে তখন নিজের স্বাধীনতা বলতে একদমই থাকে না আরেকজনের কথামতোই চলতে হয়।
শুক্রবার দিন আসলে যারা নামাজ পড়তে ভালোবাসে তাদের শুক্রবারের দিন বা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মনটা অনেক খারাপ হয়ে যায়।
শুনে ভালো লাগলো তেমনটা আপনারও নামাজ পড়লে সকল মানুষেরই মনে শান্তি অনুভব হয়।
ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন