You are viewing a single comment's thread from:

RE: আজকে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার কিছু মুহূর্ত।

in Incredible India5 months ago

মানুষ যখন কর্মব্যস্ত থাকে তখন নিজের স্বাধীনতা বলতে একদমই থাকে না আরেকজনের কথামতোই চলতে হয়।

শুক্রবার দিন আসলে যারা নামাজ পড়তে ভালোবাসে তাদের শুক্রবারের দিন বা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মনটা অনেক খারাপ হয়ে যায়।

শুনে ভালো লাগলো তেমনটা আপনারও নামাজ পড়লে সকল মানুষেরই মনে শান্তি অনুভব হয়।

ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

Sort:  
 5 months ago 

একদমই তাই নামাজ পড়লে আমাদের মনে অন্যরকম একটি শান্তি আসে এবং দুশ্চিন্তা সবকিছু নিমেষে চলে যায়। আসলে এখন বাহিরে আছি এবং অন্য মানুষের এখানে কাজ করি নিজের মতো করে কোথাও যেতে পারি না ছুটি ছিলো তাই জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলাম এবং এটা আমার কাছে ভালো লাগার একটি বিষয় ছিলো এবং আমি জুম্মার নামাজ আদায় করতে পেরে আনন্দিত ছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 76797.85
ETH 1489.38
USDT 1.00
SBD 0.77