অন্য মানুষের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতিও চলে আসে।

in Incredible India2 months ago

অন্য মানুষের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতিও চলে আসে। সব সময় একটি কথা মনে রাখতে হবে। অন্য মানুষের আমি যদি ক্ষতি করতে যাই। তাহলে কোন না কোন সময় আমারও অনেক ক্ষতি হতে পারে। এই চিন্তা নিয়ে যদি আমরা চলতাম তাহলে আজ হয়তোবা আমাদের মধ্য অন্য মানুষের ক্ষতি করার চিন্তা মাথায় থাকতো না। অন্য মানুষের পথ আটকিয়ে নিজে ভালো ভাবে থাকবো এমন চিন্তা করলে ভুল ধারণা হবে।

বন্ধুরা আজ আমি আমার নিজের বসত ভিটার একটি ঘটনা শেয়ার করবো বলে উপস্থিত হয়েছি। একটি সময় ছিলো আমরা খুবই খারাপ সময়ের মধ্যেও গিয়েছি। আমাদের বসবাস করার জায়গায় সবার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে না। এবং অনেক মানুষ চিন্তা করত আমরা কখনো ভালো একটি পজিশনে যেতে পারবো না। যখন থেকে আমরা একটি বাড়ি তৈরি করার কাজ শুরু করলাম। তখন থেকে মানুষ জন যেনো আরও বেশি আমাদের পরে অত্যাচার করতে শুরু করলো।

আমরা দুটি ভাই বাবার বয়স হয়ে গিয়েছে কারো সাথে এখন ঝামেলা করার মতো ইচ্ছা তার নেই। আমরা দুটি ভাই দেশের বাহিরে থাকি বাবা কে একা পেয়ে অনেক মানুষ অনেক ভাবে পরিকল্পনা করেছে আমাদের কে আটকানোর চিন্তা নিয়ে। আমার বাবার মাঠে খুব বেশি জমি নাই আমরা বসবাস করি সাত কাটা জমির উপরে। এবং ঝামেলাটা সরু হয় রাস্তা নিয়ে। আসলে একটি জায়গায় বসবাস করতে গেলে সবারই রাস্তার প্রয়োজন হয়।

1000037385.jpgছবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেয়া হয়েছে।

কিন্তু এই রাস্তার জন্য অন্যায় ভাবে অন্য মানুষের জমি দখল করা ঠিক নয়। যদি ঝামেলা করার মতো কোন মানুষ আজ আমাদের বাড়ি থাকতো তাহলে হয়তো বা তারা জোর খাটাতে পারতো না। আমরা শুরু থেকে বলে এসেছি রাস্তা আমাদের সবারই প্রয়োজন। এবং সবাই অল্প কিছু করে জমি ছেড়ে দিয়ে তার উপর দিয়ে রাস্তা তৈরি করব। আমার ঘর তৈরি করার আগে সবাই রাজি হয়েছিল। যার জন্য আমরা সেখানে ঘর তৈরি করি। কারণ আমরা শান্তি ভাবে একটি রাস্তা তৈরি করতে পারছি এবং এই রাস্তা তৈরি হলে আমাদের কোন সমস্যা হবে না।

1000037382.jpgছবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেয়া হয়েছে।

যেহেতু এখন দুই ভাই বাহিরে আছি চিন্তা করেছিলাম ঘরের পাশ দিয়ে রাস্তার সাইড করে দেয়াল দিবো। কারণ আজ বাদে কাল আমাদের বাড়ি সন্তান হবে। এবং রাস্তার সাইডে বাড়ি থাকলে একটু সতর্ক ভাবে থাকতে হবে। আমি দেয়াল দেয়ার জন্য কিছু জায়গা রাখতে বলেছিলাম আমার আব্বু কে। এবং তিন হাতের মতো জায়গা ছেড়ে দিয়েছিলাম রাস্তার জন্য। কিন্তু এখন মানুষ দাবি করছে তারা জায়গা দিতে পারবে না তারা সম্পূর্ণ জায়গা নিয়ে নেবে আমাদের এখান থেকে।

1000037376.jpgছবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেয়া হয়েছে।

যারা আজ আমাদের সাথে এই অন্যায় কাজ করছে তারা রাজনৈতিক দলের সাথে জড়িয়ে আছে। তাদের ক্ষমতা আছে এখন তাদের বাড়ি অনেক ছেলে সন্তান আছে। তারা এক কথায় বলতে গেলে এখন ক্ষমতার জোরে আমাদের জমি দখল করতে চলে এসেছে। এবং আমাদের বাড়ি থেকে আরো তিনটা বাড়ি এক সাথে সব জায়গা দখল করার জন্য তারা প্রস্তুত নিয়ে ঘিরে দিয়েছে আমাদের বাড়ির সামনে।

1000037373.jpgছবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেয়া হয়েছে।

আসলে আমরা যখন ক্ষমতা পাই তখন ক্ষমতার বৈধ পথে ব্যবহার করার চিন্তা করি। এই ক্ষমতার বল বেশি দিন থাকে না তারা হয়তো বা ভুলে গিয়েছে। আজ তাদের ক্ষমতা আছে বলে তারা আমার বাড়ির সামনে ঘিরে দিতে পেরেছে। কিন্তু তারা ভুলে গিয়েছে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। আসলে আমাদের দেশে বা আমাদের সমাজে এমন মানুষ আমরা অনেক দেখতে পাই। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার সুযোগ বৈধ ভাবে কাজে লাগাতে চাই। এক শ্রেণীর মানুষ এই কাজ গুলো করে থাকে তারা কখনো সুখী হতে পারে না।

1000037342.jpgছবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেয়া হয়েছে।

আমরা তিন ঘর মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি আমরা ঘর ভেঙে হোক বা অন্য কিছু ভেঙে আলাদা রাস্তা তৈরি করব। কিন্তু তাদের কাছে মাথা নিচু করব না। কারণ তারা যদি ভালো ভাবে এসে আমাদের কাছে জায়গার চেয়ে তো এবং তারা তিন হাত জায়গা নিয়ে এবং অন্য সাইট দিয়ে তিন হাত জায়গা নিয়ে যদি রাস্তা তৈরি করত। তাহলে অনেক বড় রাস্তা হয়ে যেতো রাস্তা তাদের ও প্রয়োজন ছিলো তাহলে তারা কেনো জায়গা না দিয়ে আজ জোর করে আমাদের জমি দখল করতে আসে।

তারা জোর খাটাতে এসেছিল বলে আজ আমরা অন্য সাইট দিয়ে রাস্তা বের করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাদের কাছে হার মেনে যাবো না কারণ অন্যায়ের কাছে মাথা নিচু করার মতো মানুষ আমি না। আজ তাদের যদি আমরা জায়গা গুলো ছেড়ে দিই তাহলে ভবিষ্যতে আমাদের দেয়াল দেয়ার মতো কোন জায়গা থাকবে না। এবং আমাদের ঘরের কোন সৌন্দর্য থাকবে না। তারা যদি তাদের জায়গা এবং আমাদের জায়গা সমান ভাবে দিয়ে আজ রাস্তা তৈরি করতেন তাহলে আমাদের সবার সুবিধা হতো।

1000037357.jpgছবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেয়া হয়েছে।

রাস্তা আমাদের সবারই প্রয়োজন কিন্তু তাদের সব চেয়ে বেশি প্রয়োজন। এবং বর্তমান তাদের অবস্থা এখন খারাপ তারা রাস্তার দিতে চাচ্ছে। কিন্তু আমরা নিতে চাচ্ছি না কারণ তারা আজ ঘিরে দিয়েছে তাদের প্রয়োজন ছিলো না বলে। কিন্তু এখন তাদের প্রয়োজন বলে তারা রাস্তা নতুন ভাবে তৈরি করার পরিকল্পনা করছে আমাদের কাছে। তারা না ঘিরে দিয়ে যদি আমাদের ভালো ভাবে বলত তাহলে আমরা রাস্তা তৈরি করার জন্য যে কাজ করলে ভালো হতো অবশ্যই বলতাম।

তাই বলছি ক্ষমতার জোর সব সময় থাকে না। এবং নরম মানুষ পেয়ে তার ওপরে অন্যায় ভাবে ক্ষমতা দেখানোর চেষ্টা করা একদমই ভুল। একটি সময় এই অন্যায় ভাবে মানুষের পরে অত্যাচার করা নিজের উপরে চলে আসে। যা পরে তারা সহ্য করতে পারে না। তারা আজ অন্যায় ভাবে জমি দখল করতে এসে নিজেরাই বিপদে পড়ে আছে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63