ছোট ছোট জিনিস গুলো মানুষের জীবনে অনেক বড় সফলতা আনে।steemCreated with Sketch.

in Incredible Indialast year

ছোট ছোট জিনিস গুলো মানুষের জীবনে অনেক বড় সফলতা আনে। আমরা অনেক সময় আমাদের জীবনে ছোট জিনিস গুলো আমরা অবহেলা করে থাকি কিন্তু যারা ওই ছোট জিনিস গুলো খুবই যত্ন সহকারে রেখে দেয় বা ধরে রাখে তাদের জীবনে অনেক বড় একটি সফলতা চলে আশে।

1000006847.jpg

Source

সফলতা কখনো এক দিনে বা এক রাতে আশে না আমাদের ধীরে ধীরে সফলতা আনতে হয়, একটি গাছ আমরা যদি লাগি রাখি তাহলে কখনো সেই গাছটি এক রাতে বড় হয় না দীর্ঘ দিন অপেক্ষা করার পরে গাছটি বড় হয়।

ঠিক আমাদের জীবনে অপেক্ষা করতে হবে সফলতা আনতে গেলে ধৈর্য এবং পরিশ্রম দিয়ে বড় হতে হবে। এবং ছোট একটি জায়গায় পড়ে থাকলে সেই জায়গা থেকে একদিন ঠিক অনেক বড় হওয়া যায়।

যদি আমরা এক রাতে অনেক বড় হতে চাই তাহলে অনেক সময় আমাদের সামনে অনেক বিপদ আসতে পারে কিন্তু যদি ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাই তাহলে আমাদের সামনে অনেক কিছু ভালো থাকবে এবং অনেক বড় হওয়া যাবে অবশ্যই।

আমরা অনেক মানুষ দেখে থাকি তারা এক দিনে বড় হতে যায় একটি সময় আসে একদিনে অনেক বড় হতে গিয়ে আবার নিচে নেমে আসে কিন্তু যারা ধীরে ধীরে বড় হতে চাই তারা কখনো নিচে নামে না তারা অবশ্যই তার নিজের পরিশ্রম দিয়ে নিজের জায়গা অর্জন করে নাই।

কথায় আছে অধিক বেড়ে গেলে ঝাড়ে ভেঙে যায় যদি ধীরে ধীরে বেড়ে অনেক উপরে ওঠে তাহলে ঝড় সহ্য করার ক্ষমতা রাখে কিন্তু এক দিনে বড় হতে গেলে ঝড় যদি গায়ে এসে লাগে তাহলে সেই আঘাত সহ্য করা অনেক কঠিন হয়ে যায়।

1000006848.jpg

Source

কত মানুষ যেখানে আগে মজুরি দিয়ে কাজ করতো তারা সেখানে অনেক পরিশ্রম করে একটি সময় দেখা যায় সেই জায়গার মালিক হয়ে গিয়েছে শুধু তাদের পরিশ্রম দিয়ে সামনে এগিয়ে গিয়েছে।

যে কোনো একটি জিনিসের ভালো ভাবে বুঝতে পারলে সে জায়গা থেকে নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করা যায় কিন্তু না বুঝে যদি কখনো একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় তাহলে একটি সময় দেখা যায় সেই প্রতিষ্ঠান টি নষ্ট হয়ে যায়।

1000006849.jpg

Source

তাই আগে যে কোন একটি কাজ করার আগে ভেবে চিন্তে করা উচিত এবং নিজে সঠিক ভাবে বুঝে করা উচিত তাহলে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

যেকোনো একটি জায়গায় ভালোভাবে কাজ করে সেই জায়গা থেকে আমরা ভালো কোন ফল পেয়ে থাকি তাই ছোট ছোট কাজ থেকে আমরা সব সময় অনেক বড় কিছু পেয়ে থাকি কিন্তু বড় জায়গা থেকে ছোট জিনিসও অনেক সময় আসে না কিন্তু ছোট একটি জায়গা থেকে অনেক বড় কিছু আমরা পেয়ে থাকি।

তাই নিয়ে আমাদের খুশি থাকা উচিত এবং সামনে এগিয়ে যাওয়া উচিত একটি সময় দেখা যাবে অনেক বড় কিছু আমরা সেই জায়গা থেকে পেয়েছি।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনি, সফলতার ব্যাখ্যা খুব ভালোভাবেই আমাদের সামনে উপস্থাপনা করেছেন, আসলে কখনো রাতারাতি সফলতা আনা সম্ভব না দীর্ঘ সময় মেহনত করার পর সফলতা আসে, যেমন কৃষক জমিতে ধান চাষ করে বাড়ি আসলেই পরের দিন ওই ধান কাটতে যেতে পারে না লম্বা সময় তার পেছনে সময় ও পরিশ্রম ব্যয় করে তারপর ধান উৎপন্ন হয়। যথেষ্ট ধৈর্য, কষ্ট, পরিশ্রম, সবগুলো একত্রিত করে সফলতার একদিন দেখা যায়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল উপস্থাপনা করার জন্য।

 last year 

এই জিনিসটা আমাদের প্রতিটা মানুষের ভেতরে থাকা উচিত কখনো রাতারাতি বড়লোক হওয়া যায় না তার জন্য অধিক সময় লাগে এবং পরিশ্রম দেওয়া লাগে তারপরে আমরা যে কোন একটি সফলতার মুখ দেখতে পাই তাই আমাদের সবার উচিত ধীরে ধীরে সফলতার পেছনে যাওয়া।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার কষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ছোট ছোট কাজগুলো ভালো করে করলেই যে কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব। কাজ ছোট হোক কিংবা বড় সব কাজেরই গুরুত্ব দেওয়া উচিত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 last year 

কাজের গুরুত্ব না দিলে আমরা কখনো সেই কাজে মর্যাদা পাবো না সেই কাছ থেকে আমরা কখনো সফলতা পাবো না তাই আমাদের কতটা মানুষের কাজের গুরুত্ব দেওয়া উচিত। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা সব সময় আপনাদের ভালো এবং সুস্থতা দান করুক।

Loading...

প্রবাদ আছে, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যে ব্যক্তি পরিশ্রম করতে চায় না তার কাছে এটা অসম্ভব ব্যাপার।
সুন্দর এবং শিক্ষা মূলক পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74