বড় ভাই বাড়ি যাওয়ার উপলক্ষে কিছু শপিং করার মুহূর্ত (চতুর্থ পর্ব )

in Incredible India27 days ago

বড় ভাই বাড়ি যাওয়ার উপলক্ষে কিছু শপিং করার মুহূর্ত চতুর্থ পর্ব আপনাদের সবাইকে স্বাগতম।

1000033351.jpg

গতো পর্বে বলেছিলাম চকলেট নিয়ে ছিলাম কিছুটা, এবং সেখানে আর একটু সামনে যেতে না যেতেই কিছু চকলেট ছিলো ,যে গুলো মামুন ভাই তার বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য নিয়েছিল, চকলেট গুলোর দাম খুব বেশি ছিলো না, তবে মামুন ভাই দশ প্যাকেট চকলেট নিয়েছিল সেখান থেকে। চকলেট এর দাম ছিলো মালয়েশিয়ার রিঙ্গিত আট রিঙ্গিত। যা বাংলা টাকা হিসাব করলে ২০০ টাকা। এবং স্টিম হিসাব করলে ৬ স্টিম। এবং চকলেট গুলো ছিলো সব প্যাকেট চকলেট।

1000031235.jpg

1000031232.jpg

যাই হোক সেখান থেকে ফিরে আসার সময় আরো একটু ঘোরাঘুরি করছিলাম। তার আশে পাশে দেখছিলাম বেশ সুন্দর পরিবেশ ছিলো। এবং আরো অনেক জিনিস ছিলো মনে হয়েছিল সব দোকান ধরে নিয়ে যেতে পারলে ভালো হতো। মনে চাইলে তো আর সব কিছু নিয়ে আসা সম্ভব না। এটা বিদেশ এবং এখানে টাকার প্রয়োজন আছে অনেক বেশি।

1000031222.jpg

যাইহোক আমরা তারপরে এবার গিয়ে ছিলাম চশমা দেখার জন্য। আসলে আমি কিন্তু চশমা খুব বেশি ব্যবহার করি না। নিজের কাছেই যেনো কেমন একটি লাগে এবং অভ্যাস নয়। তবে মামুন ভাই বলছিল বড় ভাই এতো দিন পরে বাড়ি যাবে। তাই একটি চশমা নিয়ে যেতে এবং চোখে দিয়ে যেতে। সেখানে গিয়ে আমরা তিন ভাই চশমা দেখছিলাম এবং চশমা চোখে দিয়ে কয়টি ছবি ও ধারণ করেছিলাম যে ছবিটি আপনাদের মাঝে রইল।

1000031228.jpg

1000031227.jpg

যাইহোক অবশেষে দুইটি চশমা আমাদের পছন্দ হয়ে যায় ভেবে ছিলাম আমি একটি নেবো, এবং আমার বড় ভাই বলছিল আমার একটি চশমা নেয়ার জন্য যেটা আমার পছন্দ হয়েছে। কিন্তু ভাবলাম চশমা নিয়ে কোথা ও তো যাওয়া হয় না তাহলে কি করব। তাই ভাবলাম না নেবো না কারণ যদি কোথাও ঘুরতে যেতে পারতাম তাহলে চশমা নিলে হতো‌। কিন্তু কোথাও তো যেতে পারি না চশমা নিয়ে আর কি করবো কাকে দেখাবো।

1000031230.jpg

যাই হোক বড় ভাইয়ের জন্য একটি চশমা আমরা সেখান থেকে নিয়ে ছিলাম যার মূল্য ছিলো মালয়েশিয়ার দশ রিঙ্গিত। যার মূল্য ছিল বাংলা টাকা ২৫০ টাকা। এবং স্টিম এর দাম হিসাব করলে ৮ স্টিম হবে। যাই হোক সেখান থেকে আমরা একটি চশমা নিয়েছি। এবং তিন ভাই এক সাথে মিলে কয়েক টি ছবি ও ধারণ করেছি তাতে আমাদের টাকা উঠে গিয়েছে।

তারপরে ভাবলাম আরো কিছু আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। যে গুলো আমার নিজের কাজে লাগবে। তাই সেখান থেকে আরেকটু সামনে যেতে না যেতেই দেখতে পেলাম কাপড় কাঁচা পাউডার। এ গুলো তো আমাদের সব মানুষের কাজে লাগে। এবং বিশেষ করে আমাদের একটু বেশি কাজে লাগে। কারণ আমাদের জামা প্যান্ট একটু বেশি নোংরা হয়ে যায়। কারণ সারাদিন পরিশ্রম করার পরে জামা প্যান্ট অনেক নোংরা হয়ে যায়। যে গুলো প্রতি দিনের তা প্রতি দিন ধুয়ে দিতে হয়।

1000031234.jpg

এখানে জামা প্যান্ট কাঁচা পাউডারের মূল্য ১৬ রিঙ্গিত বাহিরে এমনই দাম নিয়ে থাকে। কিন্তু এখানে এমন দাম কিছু বুঝতে পারলাম না। কারণ এখানে একটু দাম কমে থাকা উচিত ছিলো। কিন্তু কি আর করার বাহিরে গেলে ও এমন দাম নাই। তাই এখান থেকে পাঁচ কেজি ওজনের একটি পাউডার আমি নিয়ে ছিলাম। যার মূল্য মালয়েশিয়ার রিঙ্গিত ১৬ রিঙ্গিত, এবং যার মূল্য বাংলাদেশের টাকা হিসাব করলে চারশতো টাকা। এবং স্টিম হবে ১৩.৫ স্টিম।

যাইহোক বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি এবং ইনশাল্লাহ গতকালকে শেষ পর্বে আপনারা জানতে পারবেন আরো অনেক কিছু বাজার ছিলো ‌যে গুলো করে আমরা রুমে চলে আসি। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

আপনি আজ শপিং করার মুহুর্ত নিয়ে আরেকটা পর্ব নিয়ে হাজির হয়েছেন। বিগত পোস্টগুলোতে আপনারা অনেক কিছু কিনেছিলেন সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছিলেন। আমি যখন প্রথম প্রথম চশমা পড়তাম তখন খুবই বিরক্তিকর লাগতো। তবে যেহেতু চোখে সমস্যা ছিলো তাই বাধ্য হয়ে দিতে হতো কিন্তু এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

Loading...
 23 days ago 

বড় ভাইয়ের বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে শপিং করার চতুর্থ পর্ব উপস্থাপনা করেছেন বিগত পর্বগুলো আমরা দেখেছি যে অনেক ছোট ছোট জিনিস কিনেছে এবং সেই সাথে সাথে তার দাম গুলো অনেক জায়গায় উল্লেখ করেছেন।

বেশি ভালো লাগলো আপনার শপিং করার পরবর্তী পড়ে আগামী পর্ব পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

 23 days ago 

আমরা অনেক আগের বিগত পোস্টেই অবগত হয়েছি। আপনার বড় ভাই বাংলাদেশে আসবে। সেই উপলক্ষে শপিং করার চতুর্থ পর্ব শেয়ার করেছেন। আপনি ঠিকই বলেছেন নিজের পরিবারের জন্য মনে হয় পুরো দোকানটা নিয়ে যেতে ইচ্ছে হয়। কিন্তু এর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। যাইহোক, আপনাদের তিনজনকেই চশমা পরে বেশ ভালো লাগছিল।

 20 days ago 

ভাই আপনার ছবিতে শেয়ার করা চকলেটের ফটোগ্রাফি দেখে লোভ লেগে গেল। মোটামুটি চশমা সহ অন্যান্য জিনিস আপনারা ওখান থেকে নিয়েছেন। তবে আমি বলব আপনারা হুইল পাউডার খুব কম দামেই পেয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশের ২ কেজি একটা হুইল পাউডার কিনতে গেলে ৩৫০ টাকা নেয়। সেখানে ৫ কেজি ৪০০ টাকা দিয়ে নিয়েছেন। এটা তো বেশ ভালো কথা। অসংখ্য ধন্যবাদ বড় ভাই দেশে আসার আগে মার্কেট করার মুহূর্তগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 61388.83
ETH 3379.71
USDT 1.00
SBD 2.49