সারাটি দিন কষ্ট করেছিলাম তার মাঝে ভালো সময়ের কিছু মুহূর্ত।

in Incredible India10 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম,, আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন,, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তাই তো আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।

1000017570.jpg

আজকের পোস্ট কাজের মধ্য থেকে কিছুটা ভালো সময়ের মুহূর্ত,, প্রতিদিনের মতো সকালে উঠে গোসল করে কিছু না খেয়ে চলে গেলাম কাজের মাঠে,, আমাদের প্রতিদিন ডিউটি শুরু হয় আটটার সময়,, ঠিক টাইম মতো কাজে চলে যেতে হয় তাই আজ ঠিক আটটার সময় কাজে চলে যাই।

1000017575.jpg

সমস্যা হয়েছিল সেই নিচের তলা থেকে ২০ তলা পর্যন্ত আজ পায়ে হেঁটে যেতে হয়েছিল,, কারণ আজকের লিফট নষ্ট হয়ে যায়,, লিফট নষ্ট হয়ে যাওয়ার কারণে পায়ে হেঁটে যেতে হলো ২০ তলা পর্যন্ত,, অনেক ওপরে হেঁটে গিয়েছিলাম যার জন্য অনেক কষ্ট হয়ে যায়, এবং যাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দেয়ার কারণে আরো শরীর ক্লান্ত হয়ে পড়ে।

1000017576.jpg

কিন্তু কিছু করার নাই কাজ শুরু করতে হলো, তার কিছু সময় পরে একটি ছবি ধারণ করেছিলাম আমি,, আমার একটি ভাইকে দিয়ে,, এবং যখন আমাদের রেস্ট টাইম আসলো তখন আমরা যারা কাজ করেছিলাম তাদের সাথে একটি আনন্দ মুহূর্তর ছবি ধারণ করেছিলাম।

1000017571.jpg

আসলে সারাদিন কাজের মধ্যে থাকা পড়ে আমাদের ,,কিন্তু আমরা যারা এক সাথে কাজ করি তাদের সাথে যখন হাসি মজা করা হয় তখন সব ক্লান্ত দূর হয়ে যায়,, আজ একটি ভাইয়ের সাথে এবং আমার একটি ভাইপোর সাথে অনেক সময় বসে গল্প করছিলাম ,,, এবং অনেক মজাও করছিলাম তখন এই ছবি কয়টি ধারণ করে নিয়েছিলাম যা অনেক ভালো লাগছিল আমার এবং আজ ক্লান্ত দূর হয়ে যায়।

1000017574.jpg

বিদেশে আমরা যাদের সাথে কাজ করি তাদের কে হয়তো বা আমরা সঠিক ভাবে জানি না বা চিনি না,,, আবার অনেক মানুষের সাথে আমাদের বাংলাদেশে থাকতে পরিচয় থাকে,, এই অজানা মানুষদের সাথে আমাদের নিজেদের পরিবারের মানুষ বলে মনে করতে হয়,, রাগ অভিমান যা কিছু থাকুক না কেনো দিন শেষে সব কিছু ভুলে যেতে হয়।

কারণ সব সময় একটি কথা মনে রাখতে হয় আমি আজকে ভালো আছি কালকে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তারাই আমার পাশে থাকবে আমার পরিবারের মানুষ কখনো আমার পাশে থাকবে না। তাই তাদের সাথে সব সময় ভালো ব্যবহার এবং ভালোভাবে চলতে হয়,, যখন অনেক মানুষ একসাথে থাকে তখন বিভিন্ন ধরনের কথা কিন্তু হয়ে থাকে,, কিন্তু সব কথা ধরতে গেলে আমাদের জীবন চলবে না।

তাই আমাদের মধ্যে অনেক সমস্যা হয় আবার সবকিছু সন্ধ্যার পরে ঠিক হয়ে যায়,, মিলেমিশে থাকার মজাটাই আলাদা,, এবং বিদেশ বাড়ি সব সময় একটি কথা মনে রাখতে হবে,, অচেনা মানুষকে অনেক আপন করে নিতে হবে,, কারণ তাদের সাথে আমরা যে কয়দিন বিদেশ থাকবো তাদের সাথে দিন পার করব,, তাই তাদেরকে আপন করে নেয়াটা আমাদের উত্তম,, এবং তাদের সাথে আমরা যদি সব সময় খারাপ ব্যবহার বা ঝামেলা করে থাকি তাহলে আমার একটু সমস্যা হলে কিন্তু তারা আমার পাশে এসে দাঁড়াবে না।

বন্ধুরা আজ এখানে শেষ করছি এবং সবাই একটি কথা মনে রাখবেন মানুষের সাথে মিলেমিশে থাকাটা আমাদের জন্য অনেক ভালো ছাড়া খারাপ হবে না।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

কুড়ি তলা পর্যন্ত আপনাকে পায়ে হেঁটে উঠতে হয়েছে, এটা খুবই কষ্টকর ব্যাপার। তার ওপর আপনি আবার কিছু না খেয়ে গেছেন। এটা সত্যি কথা কাজের মধ্যে সঙ্গী-সাথীদের সাথে হাসি-তামাশা করলে ক্লান্তি অনেকটাই দূর হয়। বিদেশে থাকলে অবশ্যই অচেনা মানুষকে আপন করে নিতে হয়, কারণ আপনার বিপদে-আপদে তারাই আপনাকে দেখবে। ভালো থাকবেন, এই শুভকামনা রইলো।

 9 months ago 

জি ভাই যখন পায়ে হেটে যায় তখন অনেক কষ্ট হয়ে যায় এবং মনে হয় বাড়ি চলে যাই কাজ বাদ দিয়ে কিন্তু আবার ভাবি অনেক টাকা দিয়ে এই বিদেশে এসেছি সব কথা ভেবে মনটা আবার থেকে যায় এই বিদেশে। এবং বিদেশে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়ে যায় তাদের সাথে একটি নিজের পরিবারের মত সম্পর্ক আমাদের হয়ে যায় এবং তাদের সাথে আমরা সবসময় চেষ্টা করি ভালোভাবে চলার জন্য। সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।

 10 months ago 

আসলে প্রবাসী জীবন টাই অনেক কন্টের। কঠোর পরিশ্রম করতে হয়। তাছাড়া নিজের কাজ গুলো ও নিজেকেই করতে হবে। তারপর
যখন সহকর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ সময়।তা অবশ্যই খুব ভালো লাগে। আপনি কনস্ট্রাকশনের কাজ করেন ওখানে।এটি খুব কঠিন কাজ। দোয়া করি যেন
ভালো থাকেন সব সময়। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার আনন্দ ময় মূহুর্ত গুলো ভাগ করে নেওয়ার জন্য।আপনি সকাল বেলা না খেয়ে কাজে চলে গেছেন।আর আপনাদের কাজে ৮ টার ভিতরে গিয়ে জয়েন করতে হয় আর আপনি সেটি সঠিক ভাবে করেছেন।আর শুনে খারাপ লাগলো যে আপনি ২০ তলায় হেঁটে উঠেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 9 months ago 

আমার পুরো পোস্টে পড়ে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ। এবং আমাদের কাজের টাইম একটি নির্ধারিত করা আছে তাই আটটার সময় গিয়ে আমাদের জয়েন্ট দিতে হয়। মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় তখন আমি না খেয়ে চলে যায়। ২০ তলায় হেঁটে উঠেছি তখন খুবই কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু রোজগার করতে গেলে একটু কষ্ট করতেই হচ্ছে ভাই।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাটানো সকল মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সকালে না খেয়ে কাজে গেলেন কারণ সকাল আটটার দিকে কাজে জয়েন্ট করতেও হয় এবং আপনি সেই সঠিকভাবে করেছেন। ২০ তলায় কাজ ছিল তোর ২০ তলা হেঁটে আপনি উঠেছেন আসলে এটা অনেক কষ্টদায়ক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাটানো সে ভালো মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করলেন থ্যাঙ্ক ইউ

 9 months ago 

এটা সত্যিই অনেক কষ্টদায়ক কিন্তু কাজ করতে হলে এটা আমাদের মেনে নিতে হবে তাই মাঝে মাঝে যখন লিফট খারাপ হয়ে যায় বা লিফট না চলে তখন পায়ে হেঁটে অবশ্যই আমাদের যেতে হবে কাজের জায়গায়।

আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

Loading...
 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এত কষ্টের মাঝে কিছু আনন্দের ছবি বা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনি ঠিকই বলেছেন। পরিবারের কেউ না হলেও তাদের পরিবার ভাবতে হয় কারণ ,আজ আপনি ভালো আছেন কাল হয়তো বা অসুস্থ হয়ে যেতে পারেন তখন তারা আপনাকে দেখবে,

আজ আপনার কাজের মাঝে ২০ তলা পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়েছে সত্যি এটা খুবই কষ্ট কর একটি কাজ এরপরে, কোন বিশ্রাম না পেয়ে কাজে শুরু করছেন তবে ,এটা সত্যি আমাদের কাজের মাঝে আনন্দ দরকার আছে এতে আমাদের মনটা ভালো হয়ে যায় ধন্যবাদ আপনাকে ।

 9 months ago 

সারাদিন পরিশ্রম করলেও যখন একটু কাজের মধ্যে আমরা সময় পাই তখন যদি কিছু হাসির কথা বলা হয় সবাই মিলে তখন মনটা অনেক ভালো হয়ে যায়। সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

ঠিক বলেছেন ভাই বিদেশে থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে আজকে হয়তো সুস্থ কিন্তু কাল অসুস্থ হয়ে যেতে পারেন তখন তারাই আপনাদের পাশে এসে দাড়াবে এবং সাহায্য করবে ৷ তাদের সাথে মিলেমিশে থাকা খুবই গুরুত্বপূর্ণ আমরা বলে মনে করি ৷ যাই হোক ভাই সারাদিন কষ্টের পর ভালে মুহূর্ত পার করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 9 months ago 

জানিনা কতটুকু তাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি কিন্তু নিজের জায়গা থেকে সর্বদাই চেষ্টা করি তাদের সাথে ভালোভাবে মেশার জন্য এবং চলার জন্য। এবং আমি সব সময় চেষ্টা করি তারা যেন আমার কোন ব্যবহারে কষ্ট না পাই তাই তাদের সাথে সব সময় আমি ভালোভাবে চলতে চাই।

আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্যও শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।

 10 months ago 

প্রবাস জীবন অত্যন্ত কষ্টের। তার মাঝে আপনার কষ্ট আরো বেড়ে গেল লিফট নষ্ট হয়ে যাওয়ার কারণে। আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় হলো এই জন্য। আর আপনি একদম ঠিক কথাই বলেছেন যে বিপদে পড়লে আত্মীয়-স্বজনের থেকে প্রতিবেশী আগে এসে পৌঁছায়। প্রবাসে থাকলে নানা দেশের নানা জাতির মানুষের সাথে সাক্ষাৎ হয়। অনেক কিছু জানা যায়। ভালো মন্দের মানুষের সাথে নানা ধরনের অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে। আপনি সারাদিনই অত্যন্ত পরিশ্রমের কাজ করেন। তারপরও হাসি খুশি থাকার চেষ্টা করেন। এটিই সবচেয়ে বড় কথা। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65678.25
ETH 2669.38
USDT 1.00
SBD 2.88