কিছু মাছের ফটোগ্রাফি।

in Incredible India3 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি। অনেক দিন পরে আজ আপনাদের মাঝে কিছু মাছের ফটোগ্রাফি তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। আমি মালয়েশিয়ার কম বেশি মাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। আর আমাদের বাংলাদেশের কিছু পরিচিত মাছের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

1000038790.jpg

1000038791.jpg

প্রথম মাছটি মনে হলো দেখে কিছুটা বাংলাদেশের চিতল মাছের মতো কিন্তু এটি চিতল মাছ নয়। এই মাছটি মালয়েশিয়ার মাছ মাছ খেতে অনেক সুস্বাদু। আমি যখন প্রথম দেখেছিলাম এই মাছটি আমি মনে করেছিলাম চিতল মাছ। কিন্তু আমার ধারণা ছিলো ভুল যখন ছবি ধারণ করেছিলাম আমার একটি বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম এই মাছের নাম। কিন্তু এখন লেখার সময় সঠিক ভাবে সেই মাছের নামটি আমি বলতে পারছি না। কারণ এখন আর আমার মনে নেই।

1000038782.jpg

1000038784.jpg

যাই হোক মাছটি দেখতে অনেক সুন্দর ছিলো এবং মাছ আমি খেতে অনেক বেশি ভালোবাসি। দ্বিতীয় মাছটি অনেক মানুষ পরিচিত আছে এই মাছটি রুই মাছ বলা হয়ে থাকে আমাদের বাংলাদেশে ।মালয়েশিয়াতে কি বলা হয়ে থাকে আমি জানি না। আপনারা এখন কম বেশি অনেকেই জানেন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের প্রবাসী অনেক মানুষ আছে। যার জন্য বাংলাদেশের মাছ গুলো মালয়েশিয়াতে অনেক দেখা যায়।

1000038780.jpg

1000038781.jpg

1000038785.jpg

এবং অনেক বাংলাদেশী ভাইয়েরা মালয়েশিয়াতে বাংলাদেশের মাছ চাষ করে থাকেন। কারণ একজন বাঙালি জানে বাঙালি মাছ কি কি এবং বাংলাদেশের মানুষেরা পছন্দ করে কি ধরনের মাছ। যার জন্য অনেক বাংলাদেশী ভাই আছে এই মালয়েশিয়াতে তারা মালয়েশিয়ায় বসে বাংলাদেশের মাছ চাষ করছে। তারাও কিন্তু প্রবাসী তারাও যে কোনো একটি ব্যবসা নিয়ে বসে আছে মালয়েশিয়াতে। যাহোক রুই মাছ গুলো দেখতে অনেক বড় এবং এই মাছ গুলো দেখে আমি অনেক আনন্দিত ছিলাম কারণ মাছ গুলো দেখতে আমার কাছে ভালো লাগছিল।

এবং আরো একটি মাছ ছিলো সেখানে কাতলা মাছ কাতলা মাছ বাংলাদেশের অনেক পরিচিত একটি মাছ। এবং যে কোনো পুকুরে বাংলাদেশে কাতলা মাছ দেখা যায়। এবং কাতলা মাছ অনেক বড় বড় আমরা দেখে থাকি সেই তুলনায় এই মাছটি অনেক ছোট। কিন্তু দেখতে আমার কাছে ভালই লাগছিল কারণ এটা আমাদের বাংলাদেশে অনেক পরিচিত একটি মাছ। যখন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের মাছ আমি দেখতে পাই তখন আমি সত্যি আনন্দিত অনুভব করি।

যে জিনিস গুলো আমার বাংলাদেশে আছে সেই জিনিস গুলো এই দূর প্রবাসে বসে দেখতে পেলে কার না ভালো লাগবে। কারণ আমাদের বাংলাদেশের জিনিস খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে। এবং আমরা অনেক খাদ্য মিস করি এই দূর প্রবাসে বসে‌। কিন্তু যখন বাংলাদেশের কোন খাদ্য খাবার এই মালয়েশিয়াতে দেখতে পাই তখন আনন্দ তো হবেই।

যাহোক বন্ধুরা মাছের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আমি আশা রাখি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 months ago 

আপনার মাছের ফটোগ্রাফি গুলি খুব সুন্দর লাগছে। যদিও আমি মাছ খুব একটা চিনি না। তাও প্রথম মাসটা দেখে মনে হচ্ছে পমপ্লেট মাছ। নামটা ঠিক নাও হতে পারে। কিন্তু আমাদের গ্রামের বাড়িতে পুকুর আছে সেখানেও মাছ চাষ করা হয়। আপনার সুন্দর পোস্ট করে খুব ভালো লাগলো।

 3 months ago 

অনেক জায়গায় মাছ চাষ করা হয়ে থাকে তবে আমিও সঠিক এই প্রথম মাছের নাম জানি‌না এবং সত্য কথা বলতে আমি বাংলাদেশের থাকতে কখনো এই মাছ দেখিনি মালয়েশিয়ায় এসে আমি প্রথম দেখেছি এবং বাংলাদেশে এমনই ধরনের কিছু মাছ আছে যা চিতল মাছ বলা হয়ে থাকে। যাই হোক সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

সত্যি বলতে সামুদ্রিক মাছ আমার অনেক প্রিয়। প্রথম ছবির মাছটি যতদুর মনে হচ্ছে রূপচাঁদা মাছের মতো দেখতে তবে নিশ্চিত হয়ে বলতে পারছি না। বাঙ্গালিকে মাছে ভাতে বাঙ্গালি বলা হয়। রুই মাছ সকের প্রিয় একটা মাছ। ভালো লাগলো আপনার মাছের ফটোগ্রাফিমূলক পোস্ট।

 3 months ago 

খুব সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আসলে রূপচাঁদা মাছ আমাদের এখানেও দেখা যায় এবং রূপ চাঁদা মাছ আমি ভালো ভাবে চিনি এটি রূপচাঁদা মাছ নয় তবে এই মাছের নাম আমি সঠিক জানিনা যা হোক ভালো এবং সুস্থ থাকবেন।

 3 months ago 

আপনি আজকে কিছু দেশি মাছ সহ রূপচাঁদা মাছের ফটোগ্রাফি করছেন। মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালির ভাত যেন মুখে ওঠে না।

মার্কেটে গিয়ে আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ই মাছের কিছু ছবি আমাদের কাছে শেয়ার করছে। আপনার প্রত্যেকটা ছবি খুব লাগছে।

 3 months ago 

মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি এবং এটি একদমই ঠিক কথা বলেছেন আপনি মাছ ছাড়া বাঙ্গালীদের ভাত মুখে ওঠে না। এবং সত্যিই আমি অনেক বেশি মাছ পছন্দ করি অনেক মানুষের খাওয়া দাওয়া দিক থেকে অনেক কিছু পছন্দ থাকে তবে আমি মাছ একটু বেশি পছন্দ করি।

 3 months ago 

মাছ এমন একটি খাবার যেটা খেয়ে মানুষের অবহেলা লাগে না প্রতিদিন মাংস খেলে যেমন মাংসের ক্ষতি অনিয়া সৃষ্টি হয় মাছ তার যে ঠিক করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের যথাযথ একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

প্রথম মাছটা আমার কাছে কিছুটা অপরিচিত লাগতেছিল তাছাড়া সবগুলো মাছে বাংলাদেশে পাওয়া যায়।। আপনারা মালয়েশিয়ায় থাকেন সেখানে বাংলাদেশী সব ধরনের জিনিস পাওয়া যায় দেখে ভালো লাগে কারণ বাঙালি খাবার খেতে বেশ ভালো লাগে।।

 3 months ago 

আমিও প্রথম মাছের নামটি সঠিক ভাবে জানি না এবং আমি সত্যিই আনন্দিত অনুভব করি যখন আমার বাংলাদেশের কোন জিনিস এখানে আমি দেখতে পাই। এবং অন্য যে মাছগুলো আছে এই মাছগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পরিচিত।

 3 months ago 

এত কষ্টের মাঝেও বাংলাদেশি কোনো জিনিস দেখলে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগে। আসলে বাইরের দেশে অনেক রকমের মাছ থাকে যেগুলো আমাদের কাছে পরিচিত।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76781.75
ETH 3131.82
USDT 1.00
SBD 2.65