হলুদ রঙের ফুলের ফটোগ্রাফি।

in Incredible India11 months ago

হলুদ রঙের ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর এই হলুদ রঙ্গের ফুল ছোট ছোট গাছ এবং ছোট ছোট ফুল দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, এই হলুদ রঙের ফুলের নাম Galphimia gracilis ফুল এবং Galphimia gracilis ফুল এই ফুলটি প্রতিটা মানুষের বাড়ি অনেক দেখা যায় মালয়েশিয়ার ভেতরে।

1000005517.jpg

1000005515.jpg

1000005516.jpg

Galphimia gracilis ফুল এবং এর গাছ গুলো খুবই ছোট ছোট হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর দেখায় ফুল গুলো ফুটে থাকলে মনে হয় সব সময় হাসি ঝরে পড়ছে।

1000005513.jpg

1000005514.jpg

1000005512.jpg

ফুল গুলি দেখতে আমার কাছে অনেক সুন্দর দেখাচ্ছিল তাই তার বেশ কয়েকটি ছবি তুলে আজ আপনাদের মাঝে শেয়ার করা আশা করব ছবি গুলো দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

1000005510.jpg

1000005514.jpg

1000005511.jpg

ফুল আমরা সবাই ভালোবাসি এবং ফুল প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমাদের প্রতিটা মানুষের কাছে অনেক ভালো লাগে এবং ফুল দেখলে ক্যামেরায় বন্দি করতে আরো বেশি ভালো লাগে।

Galphimia gracilis ফুলের পাশাপাশি লাইফ স্টাইল কিছু কথা পোস্টের মাধ্যমে শেয়ার করা।

1000004702.jpg

ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে খুশি থাকার অভ্যাস করতে হবে জীবনে তাহলে সব সময় হাসি খুশি ভাবে বেঁচে থাকা যাবে। ছোট্ট ছোট্ট উপহার নিয়ে বেঁচে থাকার আনন্দ এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়।

  • সব সময় অল্প জিনিস নিয়ে খুশি থাকা ভালো অনেক বড় জিনিস আশা করলে হয়তোবা মনে অনেক আঘাত পেতে পারে পরিবার বা অনেক কাছের মানুষের কাছ থেকে ছোট জিনিস আশা করলে সেই আশা টি সব সময় পূরণ হয়ে যায় কিন্তু যখন অধিক বড় আশা পরিবার বা আপনজন মানুষের কাছ থেকে আমরা আশা করি তখন সেই জিনিস টি পূরণ না করতে পারলে মনে অনেক আঘাত লাগে আমাদের।

তাই সব সময় ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকাটা ভালো আমরা অনেক সময় আমাদের বাবার কাছে অনেক বড় একটি জিনিসের আবদার করে থাকি হয়তোবা আমার বাবার সেই জিনিসটি দেওয়ার সামর্থ্য না থাকলে আমার মনে তখন অনেক কষ্ট পাবে বা আমি যদি আমার খুব কাছের মানুষের কাছে কোন একটি বড় জিনিস চেয়ে থাকি সেই জিনিসটা সে পূরণ না করতে পারলে আমার মনে হয় কষ্ট লাগবে তাই ছোট জিনিস আবদার করলে সব সময় সেই আবদার গুলো আমরা সাথে সাথে পেয়ে যাবো।

এবং ছোট্ট জিনিস নিয়ে খুশি থাকার অভ্যাস থাকলে জীবনে কখনো দুঃখ কষ্ট অনুভূতি অনুভব হবে না কারণ আপনার অভ্যাস হয়ে গিয়েছে ছোট জিনিস নিয়ে খুশি থাকা কিন্তু যদি অনেক বড় জিনিস সব সময় আশা করা যায় এবং একটি সময় আসে সেই আশা টি পূরণ না হলে মনে অনেক আঘাত লাগে।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 11 months ago 

আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ। এখানে অনেক ফুলই অচেনা, কিন্তু তবুও ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছে। আর এরকম ফুলের সমারোহ দেখতে আসলেই ভাল লাগে। অনেক ধন্যবাদ আপনাকে এই ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে পছন্দ হয়েছে এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টে সাপোর্ট করার জন্য।

 11 months ago 

হলুদ রঙের ফুল গুলো দেখতে আসলে অনেক সুন্দর, হলুদ রঙের ফুল অনেক কম দেখা যায়, তবে মালয়েশিয়াতে এই ফুলগুলো অহরহ দেখতে পাই। ফুলের সৌন্দর্য দেখলে আসলেই মনের ভেতর অন্যরকম ফিলিংস আসে আর নিজেদের মনোভাব গুলো প্রকাশ হয়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য, ভালো থাকবেন।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে আপনি ঠিক বলেছেন হলুদ রঙ্গের ফুল আমরা খুবই কম দেখতে পাই কিন্তু মালয়েশিয়ার ভেতরে অনেক জায়গায় আমরা এই ফুল দেখতে পাই এবং ফুলের সৌন্দর্য দেখলে মনের ভেতরে অন্যরকম ফিলিংস সৃষ্টি হয়ে যায় এই কথাগুলো একদম ঠিক। আমার ফটোগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে আমার কাছেও অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য।

Galphimia gracilis ফুল সম্পর্কে নতুন জানলাম এটি আমার অপরিচিত তবে মালেশিয়ায় জনপ্রিয় জেনে ভালো লাগলো। সত্যি বলতে অপূর্ব সুন্দর হলুদ রঙের ছোট ছোট এই ফুলগুলো। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আরো সুন্দর করে তাদের রূপ প্রকাশিত হয়েছে। লাইফস্টাইল সম্পর্কেও বেশ কিছু তথ্য শেয়ার করেছেন সত্যি বলতে আমাদের সবারই উচিত নিজের যা আছে তা নিয়েই তুষ্ট থাকা। নিজেকে অল্পতেই সন্তুষ্ট করার অভ্যাস গড়ে তুললে জীবনের অনেক হতাশা দূর হয়ে যাবে মানসিক শান্তি আসবে।

 11 months ago 

আমার পোস্টটি খুবই মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং Galphimia gracilis ফুল সম্পর্কে নতুন জানলেন এটা শুনে খুবই ভালো লাগলো এবং এটা সত্য কথা মালেশিয়ায় জনপ্রিয় ফুল কারণ এই ফুল আমি সব জায়গায় অধিক ভাবে দেখেছি যাই হোক সুন্দর মন্তব্য আমার পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 months ago (edited)

হলুদ ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর। আর এই ফুল সম্পর্কে সত্যিই নতুন করে জানা। তবে যাই হোক না কেন এই ফুলগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল।

আর এটা অবশ্য ঠিক সব সময় অল্পতেই খুশি থাকা উচিত কারণ সামর্থের বাইরে কোন কিছু আশা করলে সব সময় কষ্ট পেতে হয় এজন্য যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকা উচিত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুলের ফটোগ্রাফির পাশাপাশি লাইফ স্টাইল সম্পর্কে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি খুবই মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য এবং আমরা জীবনে অল্পতে যদি সব সময় খুশি হই তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে এবং অল্পতে খুশি হওয়া সবচেয়ে আনন্দের একটি বিষয় কারণ যে জিনিসটা আমাদের সামর্থের বাহিরে চলে যায় তখন আমাদের মনে কষ্ট দিয়ে যায় কারণ সেই জিনিসটা আমরা পূরণ করতে পারি না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61536.69
ETH 3445.53
USDT 1.00
SBD 2.50