জীবন থেকে যে দিনটি চলে যাচ্ছে, সামনে যেনো সমস্যা আরো ধীরে ধীরে আসছে।

in Incredible India5 months ago

আমরা সবাই একটি কথা সব সময় বলে থাকি বিবাদ যখন আসে তখন চারিদিক থেকে বিবাদ চলে আসে, ঠিক সংসারে যখন অভাব আসে তখন সবদিক থেকে অভাব এসে যায়, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে এখন আমি যাচ্ছি যে কথা বলে কাউকে বোঝাতে পারবো না, আপনারা সবাই অবগত আছেন যে বেশ কিছু দিন আগে ঘরের কাজে হাত দিয়ে ছিলাম, সেখানে আমার প্রায় খরচ হয়ে গিয়েছে ১১ থেকে ১২ লাখ এর উপরে, একই সাথে বড় ভাই কে বাড়িতে পাঠাতে হচ্ছে, তাকে সামনের মাসে বাড়ি না পাঠাতে পারলে এখনো দুই বছর পরে বাড়ি যেতে হবে।

1000027438.jpg

টুকিটাকি দিনা ও হয়ে গিয়েছে যা আমার একার পক্ষে এখন দেওয়া সম্ভব নয়, তার পাশা পাশি কাজের অবস্থা দিন দিন যেনো খারাপ হয়ে যাচ্ছে, সারা মাস কাজ করে ভালো টাকা ইনকাম করছিলাম ওভারটাইম দিয়ে, কিন্তু এই মাসে এমন একটি অবস্থা এসে গিয়েছে যে ওভারটাইম হচ্ছে না, তার পাশা পাশি ছুটি ও দিয়ে দিলো। কাজের অবস্থা বর্তমানে অনেক টা খারাপ যার জন্য আমাদের সবাইকে ছুটি দিয়ে দিলো, এ মুহূর্তে আমার এই ছুটির কোনো প্রয়োজন ছিলো না।

তিন দিন ছুটি কাটানোর জন্য এবং ওভার টাইম না থাকার জন্য এখন চিন্তা মাথার উপরে চলে এসেছে, বাংলাদেশে আমার পরিবারে দুইজন মানুষ আছে তাদের অল্প টাকার খরচে হয়ে যায়, কিন্তু চারিদিকে যে দিনা করে ফেলেছি তারা তো আর শুনবে না, সব মিলিয়ে এখন পারিবারিক ভাবে অনেক চিন্তায় পড়ে আছি, আসলে সমস্যা যখন আসে তখন চারিদিক দিয়ে আসে।

1000027440.jpg

এই মুহূর্তে যদি কাজের সমস্যা না হতো আবার বড় ভাই যদি বাড়ি না যেতো তাহলে এই সমস্যার মধ্য দিয়ে যেতাম না, বড় ভাই এখান থেকে কিছু দিন পরে যদি বাড়ি যেতে পারত তাহলে হয়তোবা এই সমস্যার মুখে আমরা পড়তাম না। কিন্তু তাকে সামনের মাসে বাড়ি না পাঠাতে পারলে এখনো দুই বছর বা তিন বছর অপেক্ষা করতে হবে। সব দিক দিয়ে বিবেচনা করে এখন তাকে আমাদের বাড়ি পাঠানো লাগবে। ওদিকে নিজের বাড়িও বাপ এবং ভাবি চিন্তায় আছে তার চেয়ে বেশি চিন্তায় আছি আমি এবং আমার ভাই।

কাজের সমস্যা না হলে পরিবারে এই সমস্যা গুলো দেখা দিতো না, বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ যা কাজ আছে তার চেয়ে বেশি বাংলাদেশ থেকে লোক মালয়েশিয়া ডুকছে। আমাদের কাজ ছিলো তিন থেকে চারজনের সেখানে আমরা এখন মানুষ আছি ৯ জন। যার জন্য আমাদের ও কাজের সমস্যা দেখা দিয়েছে। আমাদের বস টেন্ডার জমা দিয়েছিল কিন্তু টেন্ডার এখন ও পাস হয়নি জানি না সেই টেন্ডার কবে পাস হবে, এবং আমাদের ভালো ভাবে কাজ কবে হবে। সামনে মাসে বড় ভাই বাড়ি যাবে তার কাছে কিছু জিনিস কিনে দেবো তেমন টাকা ও এখন বর্তমানে আমাদের নেই।

1000027439.jpg

সব মিলিয়ে এখন অনেক মানসিক টেনশনে পড়ে আছি আসলে সমস্যা যখন আসে এভাবে মনে হয় সমস্যা গুলো চলে আসে, এখান থেকে বেশ কিছু দিন আগে নিজের শরীরের ওপর দিয়ে যাচ্ছিল কিছু দিন পরপর নিজের শরীর খারাপ হচ্ছিল কিন্তু এখন সৃষ্টি কর্তা নিজের শরীর ভালো রেখেছে কিন্তু কাজের দিক দিয়ে সমস্যা হয়ে গেছে। সব মিলিয়ে বেশ কিছু মাস ধরে ভালো ভাবে টাকা বাড়ি না পাঠানোর জন্য আর ও সমস্যা হয়ে গিয়েছে। যেকোনো একটি কাজ করতে হলে ভেবে চিন্তে করাই উচিত এটা আমরা সবাই জানি। আমরা যে ধারণা করেছিলাম সেই ধারণা সবকিছু ভুল হয়ে গেলো । সৃষ্টিকর্তা সহায় থাকলে ইনশাল্লাহ সব কিছু আবার ঠিক হয়ে যাবে আগের মতো।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 5 months ago 

একটা কথা আছে না যায় দিন ভালো আসে দিন খারাপ, এখন হচ্ছে তেমনি অবস্থা। যতদিন যাচ্ছে পরিস্থিতি তত আমাদের অনুকূলের বাহিরে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করেও নিজেদের সমস্যাগুলো কোনমতেই সমাধান করতে পারছি না। তবে আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তা'আলা চাইলে সবকিছু ঠিক করে দেবেন। ধন্যবাদ নিজের মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভরসা রাখুন সবকিছু ঠিক হয়ে যাবে।

 5 months ago 

আপনি আপনার পোষ্টের ভিতরে যে সমস্যার কথাগুলো শেয়ার করছেন সেগুলো আসলেই চিন্তা দায়ক। তো আমি একটি কথাই বলবো আপনি বেশি চিন্তিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন সবকিছু ঠিক হয়ে যাবে, আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লাগে ভালো থাকবে আপনি।

 5 months ago 

মাঝে মাঝে আমাদের সবারই খারাপ সময় আসে। আর যখন খারাপ সময় আসে তখন চারদিক থেকেই আসে। মালয়েশিয়ার অবস্থা বেশ খারাপ, মালয়েশিয়ারই না পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থাই বেশ খারাপ।
আর এর প্রভাব পড়ছে আমাদের সবার জীবনে। বিশেষ করে যারা প্রবাসে আছে তাদের জীবনে আরও বেশি প্রভাব পড়ছে।

তারপরও আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহই সব ঠিক করে দিবে।
আমাদের সবার সাথে শেয়ার করে ভালো করেছেন এতে করে মনটা কিছুটা হলেও হালকা হবে।

ভালো থাকুন সবসময় এই দোয়াই করি।

 5 months ago 

দিন যতই যাবে সামনে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এটাই জীবন ভাই মানুষ কখনও স্থির ভাবে সুখি থাকতে পারে না একটার পর একটা আপদ বিপদ লেগেই আছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 5 months ago 

জীবনে চলার পথে ভালো এবং খারাপ দুটি সময় আসবে। খারাপ সময়ের অভিজ্ঞতা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলেই ভাই আপনি একদম ঠিক বলেছেন যখন বিপদ আসে চারদিক থেকে বিপদ আসে।

আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন ইনশাআল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে।

 5 months ago 

জীবনে খারাপ সময়ে ধৈর্য্য ধরলে ভালো সময় অবশ্যই আসবে। আমার একটা মামা মালয়েশিয়ায় থাকে। অন্যের অধীনে কাজ করলে নিজের স্বাধীনতা বলে কিছু থাকে না। আপনি অনেক খারাপ সময়ের দিয়ে যাচ্ছেন এটা জেনে খারাপ লাগলো। ধৈর্য্য ধরুন সব ঠিক হয়ে যাবে।।

  • ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 64019.81
ETH 2644.93
USDT 1.00
SBD 2.84