আজকে সেফটি মিটিং হওয়ার মুহূর্ত এবং তার বিষয়ে কিছু কথা।

in Incredible India18 days ago

হ্যালো বন্ধুরা, আবারো আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেফটি মিটিং হওয়ার সময় ঘটে যাওয়া কিছু কথা। আসলে আমি মালয়েশিয়াতে এসেছি দেখতে দেখতে দুইটি বছর চলে গেলো। তবে আজকে সেফটি মিটিং যে ভাবে হয়েছে আমি কখনো এমন ভাবে হওয়া দেখেনি। আজকে ঘটে যাওয়া দিনটি আমার মনে থাকবে বহুদিন বলে মনে হয়। কারণ সেফটি মিটিং এতোটা কঠিন হয়ে থাকে আমার জানা ছিলো না।

1000034192.jpg

আসলে সেফটি মিটিং এর আগেও অনেক বার হয়েছে। হয়তোবা আমি আপনাদের মাঝে একদিন শেয়ার করেছিলাম আমাদের সেফটি মিটিং এর কথা। তবে আজকের সেফটি মিটিং ছিলো অন্যদিনের ছাড়া ভিন্ন। যা আমরা কখনো ভাবতে পারিনি এমন ভাবে সেফটি মিটিং অনুষ্ঠিত হবে।

1000034101.jpg

যাই হোক প্রথম থেকে শুরু করি, সকাল বেলা কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যখন আমাদের কপালার রুমে চলে আসি তখন কপালা বলছিল মিটিং আছে। আসলে যেদিন মিটিং থাকে সেদিন আমরা কোন ভাবে দেরি করি না। যাই হোক মিটিং এর জন্য আমরা কাজ করি এক সাথে সাত জন সবাই চলে গিয়ে ছিলাম। সেখানে গিয়ে প্রতিদিন আমাদের ঘাসের উপরে বসে থাকতে হয়। আজকে ও ঠিক ঘাসের উপরে গিয়ে বসে পড়লাম। কারণ বসে থেকে অনেক কথা শুনতে হয় যেখানে এক থেকে দুই ঘন্টা সময় চলে যায়।

1000034102.jpg

আমি মালয়েশিয়ার ভাষা খুব ভালো জানি না। তবে মানুষ যা বলে তা কিছুটা অনুভব করতে পারি। এবং বুঝতে পারি তবে সঠিক ভাবে বলতে পারি না। যাইহোক প্রতি দিন শুধু আমাদের এখানে প্রজেক্টে যে দায়িত্ব আছে সে হেলমেট এবং সেফটি জুতা পরার কথা বলেন। আজকে দেখতে পেলাম সেই সেফটি এখানে নেই। সে অন্য আরেক টি জায়গায় গিয়েছে এবং এখানে আরো দুইজন সেফটি নতুন নিয়ে এসেছে। যে দুইজন এসেছে তারা দুইজন অনেক দায়িত্বশীল।

1000034103.jpg

অন্য একটি মহিলা সেফটি এখানে ছিলো সেও হয়তোবা দুই থেকে তিন দিনের মধ্য তাদের কে কাজ বুঝিয়ে এখান থেকে চলে যাবে। এবং যারা নতুন এসেছে তারা সর্ব প্রথম খেয়াল করে দেখলো আমরা যারা কাজ করি এক সাথে আরো বিভিন্ন মানুষ বিভিন্ন দেশের তারা সবার সামনে বিড়ি সিগারেট খাচ্ছে।

1000034109.jpg

যেটি নতুন সেফটি দের একদম পছন্দ ছিলো না। এবং যে কয়জন বিডি সিগারেট খাচ্ছিল তাদের কে সবাইকে আলাদা ভাবে ডেকে বকাবকি করেছে। তার পাশা পাশি আজ সবাইকে বলে দিয়েছে যদি সেফটি জুতা এবং হেলমেট না ব্যবহার করে কেউ। তাহলে ধরতে পারলে কাজ থেকে একদম বের করে দিবে। আসলে সেফটি কিন্তু আমাদের ভালোর জন্য এই কথা গুলো বলছে। কিন্তু আসলে আমরা আমাদের নিজেদের ভালোটা বোঝি না। যদি ওপর থেকে কোন কিছু আমাদের শরীরের ওপরে এসে আঘাত করে। তাহলে হেলমেট থাকলে হেলমেটের উপরে পড়লে অনেকটা উপকার আমরা সেখান থেকে পেয়ে থাকি।

1000034107.jpg

এবং অনেক উপর থেকে ছোট্ট একটি জিনিস যদি আমাদের শরীরের উপরে এসে পরে। তখন মনে হয় অনেক ভারী কিছু আমাদের শরীরে এসে আঘাত করেছে। সেফটি সব সময় বলে হেলমেট ব্যবহার করুন। কিন্তু আমরা কিছু মানুষ হেলমেট মাথায় না দিয়ে কাজ করি। যার জন্য আজকে বলছে যদি এমন ভাবে চলে। এবং ধরতে পারলে এই প্রজেক্টে কাজ করতে দেব না। এখানে কারোর কিছু বলার থাকবে না। এবং কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না।

1000034100.jpg

এবং আরো একটি ভিন্ন দেখলাম সবাইকে দাঁড় করিয়ে কিছু সময় ব্যায়াম করিয়ে নিলো। যেটা এর আগে আমি কখনো দেখিনি। এবং যে সকল মানুষ এখানে কাজ করে। এবং প্রত্যেকটা দলের একটি করে দায়িত্বে মানুষ আছে যারা। তাদের কাছে একটি করে কাগজ দিয়েছে সবার নাম সেখানে লিখে নিয়েছে। আমাদের নামও সেখানে লিখে দিতে হয়েছিল।

1000034110.jpg

এবং কতো জন মানুষ কি কি কাজ করে সেখানে বলতে হয়েছে। এবং আরো অনেক কথা বলেছে যে কথা সব আমি ভালো ভাবে বুঝতে পারিনি।যার জন্য আরো কিছু বলতে পারছি না। আরো অনেক ধরনের সতর্ক করার জন্য আমাদের কথা বলেছে। তার পাশাপাশি ময়লা আবর্জানা যে গুলো আমাদের চলার পথে হয়ে থাকে। সেগুলো একটি কন্টেইনার দিয়েছে তার ভেতরে রাখতে বলেছে। এবং যদি কোন মানুষের ছবি তুলে কেউ রাখতে পারে তাহলে তাকে ৫০০ রিংগিত জরিমানা করা হবে।

1000034112.jpg

আজকে সেফটি মিটিং অনেক করা হলেও আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ আমরা কিছু কিছু মানুষ আছি নিজেদের ভালো নিজেরা বুঝিনা। এবং নিজেরা দায়িত্ব হারিয়ে ফেলি যেটা আমাদের করা উচিত। সর্ব প্রথম বলবো আমরা যেখানে বসবাস করি সেখানে নোংরা পরিবেশ আমরা করে থাকি। কারণ আমরা যদি একটু দায়িত্ব নিয়ে নিজের কাজ গুলো সঠিক ভাবে পালন করতাম তাহলে আমাদের আশে পাশে আর নোংরা পরিবেশ থাকতো না।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 17 days ago 

আমি এতদিন প্রবাসীদের সেফটি মিটিং মোবাইলে দেখেছি এবং আজকে আপনি সেফটি মিটিং এর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, আমার কাছে অনেক ভালো লাগলো এবং আপনার জন্য শুভকামনা রইল সবসময় যেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন।

 17 days ago 

আমি জানি প্রবাস জীবন মানেই হাজারো রকমের কষ্ট। তবে যেকোন কাজ করার সময় আগে নিজের সেফটি দরকার। আজকে আপনাদের কোম্পানিতে সেফটি মেয়ে মিটিং হয়েছে। আগে অনেক কিছু জানতাম তবে আজকে আপনার ফটোগ্রাফি দেখে সেফটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।
দোয়াকরি, আপনার প্রবাস জীবন ভালোভাবে কাটুক।

গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 16 days ago 

আসলে অনেক সময় অনেক কিছুর পরিবর্তন হয়ে থাকে আজ আপনাদের মিটিং ও তেমনই পরিবর্তন ভাবি হয়েছিল যা আপনার অনেকদিন মনে থাকবে।। আর হ্যাঁ একেক জন একেক ভাবে কথা বলবে বা বুঝাবে এটাই স্বাভাবিক।।

 15 days ago 

আমি মালয়েশিয়াতে আশা পর্যন্ত এখনো এমন মিটিং দেখেনি যেটা এখানে প্রথম দেখলাম এবং সেফটি পরিবর্তন হয়ে গিয়েছে নতুন সেফটি এসেছে তাদের কার্যক্রম গুলো দেখে অনেক ভালো লেগেছে এবং মনে হল তারা সততার সাথে কাজ করে এবং আমাদেরকেও অনেক সতর্ক হয়ে কাজ করতে হবে।

 15 days ago 

মাঝে মাঝে পরিবর্তন হলে নতুন নতুন অভিজ্ঞতা হয় আর এটা যে কোন ক্ষেত্রে।। আজকাল সততা নিয়ে কাজ করে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর শুনে ভালো লাগলো এখন যারা রয়েছে তারা সততা নিয়ে কাজ করবে।। আর যারা সততা নিয়ে কাজ করে তারা সবাইকে সৎ পরামর্শ দেয়।।

 15 days ago 

হতে চায় ক্ষেত্রেই সেফটি মেন্টেন করা আমাদের জন্যই ভালো কেন না সেফটি জড়িয়ে আছে আমাদের জীবনের সাথে। যেকোনো ঝুঁকিপূর্ণ কাজে সেফটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে যত সতর্কতার সাথে কাজ করে সে তত ছেপে থাকতে পারে।

বিপদ কখন কোথায় কার কিভাবে হবে তা কখনো কেউ বলতে পারে না তাই যদি আমরা আমাদের জীবনকে ভালবাসি তাহলে অবশ্যই একজন ব্যক্তির সেফটি মেনটেন করা খুবই জরুরী। আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়াতে সেফটি সম্পর্কে আমাদের অবগত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60681.54
ETH 3358.73
USDT 1.00
SBD 2.49