অনেক ভালোবাসি তোমাকে বাবা,,??steemCreated with Sketch.

in Incredible Indialast year

ছোটবেলা থেকে দেখছি বাবারা নিষ্ঠুর হয়, বাবারা পাষাণ হয়, ভালোবাসতে জানে না, কিন্তু যখন বাবার ছায়াটা মাথার উপর থেকে সরে যায় তখন বোঝা যায়,, বাবারা যতোটা ভালোবাসে আমাদের আর কেউ ভালোবাসতে পারে না।

1000010569.jpg

Source

বাবা প্রচন্ড রাগী হয় একটুও আদর দেখায় না, অথচ তার সন্তানের বিপদের সময় আর কেউ আগলে রাখতে পারেনা বাবার মতো করে,,?? বাবারা পাষাণ নয় কষ্ট তাদের হয়, সন্তানের মুখের দিকে তাকিয়ে রাগের চেহারার আড়ালে কষ্ট গুলো নিজের মনে সারাটা জীবন রেখে দেয়,,!!

বাবা নামের মানুষটা প্রচন্ড বোকা হয়, যে নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে সন্তানের ইচ্ছা কে পূরণ করে বেড়াই,,?? প্রতিটি ঈদে ছেলে-মেয়েদের কে নতুন জামা কাপড় কিনে দেয়,,?? অথচ নিজে একটি পাঞ্জাবি নিয়ে কয়েক টি ঈদ পার করে দেয়,,!!

বাবা নামের শব্দ টাই একটি শক্তি, যে সব সময় পাশে থাকলে সন্তানের মনে থাকে না কোন ভয়,,?? বাবা পাশে থাকলে তার হাত ধরে উত্তম সমুদ্র টা ও পাড়ি দেওয়া যায়,,?? যার ছাড়া মাথার উপরে থাকলে দুনিয়াটা অনেক সহজ হয়ে যায়,,? হাজারো মানুষের বিপক্ষে লড়ে যাওয়ার ক্ষমতা তার হয়,,!!

তাই বাবার অবস্থান কি সেটা বড় কথা নয়, বাবা বেঁচে থাকাটাই অনেক বড় কথা,,?? বাবা কখনো ভালোবাসি কথাটি বলে না নিরবে সন্তানকে ভালবেসে যায়,,?? আর সন্তানের সুখের মধ্যে নিজের সুখ খুঁজে বেড়াই,,!!

1000010570.jpg

Source

নিজে হাজার কষ্টের মধ্যে থাকলেও বাবা সন্তানের জন্য নিজের সুখ নিজের দুঃখ নিজের কষ্ট সব কিছু বিসর্জন দিতে পারে,,,?? এমন ত্যাগ স্বীকার শুধু একজন মানুষ করতে পারে,,?? আমাদের জীবনে তিনি হলো আমাদের বাবা,,?? আমাদের এই পৃথিবীতে কোন মানুষ আমাদের পাশে না থাকলেও,,?? শুধু একটি মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে থাকে সেটি আমাদের বাবা।

বাবা যদি পাশে থাকে তাহলে মনে হয় এই পুরো পৃথিবীটা আমরা জয় করে নিতে পারব,,?? তাই বাবা আমাদের একটি ছায়ার মতো,,? বাবা আমাদের সারা পৃথিবী জুড়ে ভালো একটি বন্ধু,,?? যে বন্ধু আমাদের পাশে থাকবে আমরা কখনো ভয় করে চলি না,,? ঠিক সেই বন্ধুর মতো বাবা আমাদের কারণ বাবা সন্তানের খারাপ সময় দেখে কখনো পিছে যায় না,,??

1000010572.jpg

Source

বাবা সব সময় সন্তানের পাশে থাকে সন্তানের যতো বড় সমস্যা হোক না কেনো,,??বাবা সেই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে,,??বাবা আমাদের যাদের বেঁচে আছে তারা অবশ্যই তাদের বাবাকে অনেক অনেক ভালোবাসবে,,,!আর যদি বাবাকে আমরা কখনো না বলে থাকি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তাদের জন্য এই লাইনটি,??

আজ তোমাকে বলতে চাই হয়নি কখনো বলা অনেক ভালোবাসি তোমায় বাবা,,?

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year (edited)

বাবা প্রচন্ড রাগী হয় একটুও আদর দেখায় না, অথচ তার সন্তানের বিপদের সময় আর কেউ আগলে রাখতে পারেনা বাবার মতো করে,,?? বাবারা পাষাণ নয় কষ্ট তাদের হয়, সন্তানের মুখের দিকে তাকিয়ে রাগের চেহারার আড়ালে কষ্ট গুলো নিজের মনে সারাটা জীবন রেখে দেয়,,!!

সত্যি আপনার পোস্ট টা পরে আমার বাবা কথা খুব মনে পরছে, আমি আমার বাবা কে খুব ভালোবাসি।মিস করি অনেক, কি আর করা যাবে, শশুর বাড়ি থাকি মন চাইলে ও যেতে পারি না সব সময় আমার বাবা আমাকে সব সময় মা বলে ডাকেন, আমি তার এক টা মেয়ে বিয়ে দিলে ও সেই আগের মত ভালো বাসেন আমাকে। আমাদের প্রতি টা মানুষের উচিত বাবা মা খেয়াল নেওয়া উচিত।

খুব ভালো লাগে আমার আপনার আজকে পোস্ট টা, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জন্য রইল অনেক অনেক শুভকামনা

 last year 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, বাবাকে নিয়ে পোস্ট করার জন্য।

আপনি বাবা কে নিয়ে অনেক কথাই বলেছেন, যেগুলো পড়তে আমার খুব ভালো লাগছিল। সব একদম বাস্তব কথা বলেছেন আপনি।। বাবারা নিষ্ঠুর হয়, কিন্তু নিজের ভালো না চেয়ে সন্তানের ভালো চায়। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়,, রোদের মধ্যে নিজে কাজ করে কিন্তু সন্তানকে যেতে দেয় না!! এটাই হল বাবার নিষ্ঠুর পরিচয়।

বাবা যে কি জিনিস যখন হারিয়ে যায় তখনই আমরা বুঝতে পারি। আর যখন কাছে থাকে তখন আমরা বাবার মর্মটা সঠিকভাবে বুঝতে পারি না। তাই আমাদের যাদের বাবা বেঁচে আছে। তাদেরকে সঠিক মর্যাদা দেওয়া, তাদের খেয়াল রাখা তারা কষ্ট আছে কিনা খোঁজ খবর রাখা, এটা প্রতিটি সন্তানের দায়িত্ব।

 last year 

আপনি বাবাকে নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করলেন।আপনার পোস্টটা পড়ে সত্যি আমার বাবার কথা খুব মনে পড়ে গেল। আপনে বাবাকে নিয়ে অনেক কথাই বলেছেন যেগুলো আমার পরে খুব ভালই লাগলো। বাবস মানে একটা বট গাছের ছায়া এই ছায়া নিয়ে আমরা বেঁচে থাকি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার আজকের পোস্টটা পড়ে থ্যাঙ্ক ইউ।

Loading...
 last year 

বাবা নামক শব্দ টা বট বৃক্ষের মতো হয়। নিজের ছেড়া জামা কাপড় পড়ে,,, আমাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসে। নিজে ছেঁড়া জুতা পড়ে,, আমাদের জন্য নতুন জুতা নিয়ে আসে। এ কথাগুলো কখনো আমরা চিন্তা করি না।

আর সেই বাবাকেই বৃদ্ধি হলে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া হয়। অথবা রাস্তায় ফেলে দিয়ে আসে,,, এমন কিছু দৃশ্য দেখলে তখন খুব খারাপ লাগে। কারণ যে বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে। সে বাবাকে আমরা সম্মান করতে জানিনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, বাবাকে নিয়ে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65921.21
ETH 2622.37
USDT 1.00
SBD 2.69