অনলাইনে নাসি গোরিং অর্ডার দেয়ার মুহূর্ত।

in Incredible India6 months ago

মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যায় যে ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকি না। আজ ঠিক আমার সাথেও তাই হয়েছে। দুপুরে কাজ করে এসে খাওয়া-দাওয়ার সময় রুমে আসি। এসে দুই থেকে তিন মিনিট বসেছিলাম কারণ অতিরিক্ত গরম লাগছিল। সেখান থেকে উঠে আমি চলে যাই হাত মুখ ধোয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে পাক ঘরে খাওয়ার জন্য চলে গেলাম।

1000036979.jpg

সেখানে গিয়ে দেখতে পেলাম তরকারি নষ্ট হয়ে গিয়েছে। আসলে অতিরিক্ত গরম পড়ার জন্য তরকারি খারাপ হয়ে যায়। একবার ভাবছিলাম ক্যান্টিন থেকে গিয়ে ডিম নিয়ে এসে খেয়ে যাবো। কিন্তু এই গরমে শুধু ডিম খেয়ে আবার কাজে গেলে অনেকটা খারাপ লাগবে শরীর। এবং মামুন ভাইয়ের শরীরটাও খুব বেশি ভালো নয়। গতকালকে কিছু রান্না করিনি আমি যা রান্না করেছিলাম সে গুলো সে খেয়েছিল।

1000036914.jpg

এবং যেহেতু দুই ভাই খেতে হবে তাই ডিম দিয়ে শুধু খেতে ইচ্ছা করছিল না। সারাদিন পরিশ্রম করে এসে শুধু ডিম দিয়ে খেয়ে আবার কাজে যাবো আমার কাছে যেটা সম্ভব নয়। কি করবো কিছু ভেবে পাচ্ছিলাম না তখন মামুন ভাইয়ের কাছে গিয়ে বললাম তরকারি নষ্ট হয়ে গিয়েছে। সে আমাকে বলল তাহলে নাসি গোরিং অর্ডার দিবো। আমি তাকে বললাম দিয়ে দে অন্তত কিছু খেয়ে গেলে ভালো লাগবে।

1000036913.jpg

যাই হোক মামুন ভাই অনলাইনে নাসি গোরিং অর্ডার দিয়ে দিলো। এবং দুই থেকে তিন মিনিট পরে আমাকে সে গেটের সামনে যেতে বলল। আমি তার কথা মতো গেটের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম একটি ইন্দোনেশিয়া মহিলা বসে আছে। সে আমাকে বলছিল অনলাইনে জিনিস আসবে কি না। তারমানে সেও বসেছিল অনলাইনে জিনিসের অর্ডার দিয়েছিল তার জিনিস নিয়ে আসছে।

1000036912.jpg

আমি তখন বললাম হ্যাঁ আমার খাবার আসছে এবং মামুন ভাই দেখলাম তখন আমার কাছে ফোন দিলো।এবং গাড়ির নাম্বার বলে দিয়েছিল এই গাড়িতে আসবেন। প্রথম বলেছিল বড় গাড়িতে আসবে কিন্তু অনেক পরে আবার ফোন দিয়ে বলল মোটর বাইকে আসছে। যাহোক যখন বড় গাড়ির কথা বলেছিল তখন একটি ঘটনা ঘটে যায়। বড় একটি গাড়ি নিয়ে অনলাইনের জিনিস দিতে এসেছে আমাদের এখানে। এবং সে আমাকে দেখে মনে করেছিল আমি মনে হয় জিনিস নেয়ার জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি।

1000036916.jpg

এবং আমি তো দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছি সে এসে আমার কাছে জিনিসের বাক্স দিতে গেলো। আমি তখন বলছিলাম এটা কি নাসি গোরিং সে বলল না। সে নিয়ে এসেছিল ফ্যান আমি তাকে বললাম এটি আমার না। যাহোক সে তখন বলল তাহলে কি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস। তখন তাকেও বলতে হলো নাসি গোরিং নেয়ার জন্য আমি গেটের সামনে এসেছি।

1000036917.jpg

যাহোক তার সাথে কথা বলতে বলতে দেখতে পেলাম আমাদের খাবার চলে এসেছে বাইকে। এবং সে এসে আমার নাম জিজ্ঞাসা করছিল। তখন আমি বললাম আল মামুন। কারণ যে অ্যাপস দিয়ে অর্ডার দেয়া হয়েছে সেখানে আল মামুন ভাই এর নাম ছিলো। যাই হোক সে আমার চেনার জন্য নাম জিজ্ঞাসা করছিল এবং যেহেতু ওই আইডির নাম আমাকে বলতে হবে তাই আমি আল মামুন পরিচয় দিয়েছিলাম।

1000036920.jpg

1000036921.jpg

এবং দেখতে পেলাম সাথে আরো আছে দুই টি ঠান্ডা দেখে তো আরো বেশি ভালো লাগলো। আমি কিন্তু এর আগে বাহিরে ক্যান্টিনে গিয়ে নাসি গোরিং খাওয়ার মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আজ তুলে ধরলাম অনলাইনে অর্ডার দেয়া নাসি গোরিং অবশ্যই বাইরের ক্যান্টিনে যে দাম রাখে তাছাড়া একটু দাম বেশি পড়ে যায় অনলাইনে। তবে এটি আমার কাছে অনেক ভালো লাগছে কারণ বিপদের সময় আমাদের এই অনলাইনে অর্ডার দেওয়া কাজে লাগে।

1000036918.jpg

1000036922.jpg

নাসি গোরিং কিন্তু আমার অনেক ভালো লাগে এবং আমি যখন বাইরে যাই তখন নাসি গোরিং খেয়ে আসি। কিন্তু এই দুই দিন হলো অনলাইনে অর্ডার দিয়ে খেলাম। কিন্তু সেই দিন আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারিনি। কিন্তু আজকে এই মুহূর্ত টি তুলে ধরলাম।যাই হোক আপনাদের কাছে ভালো লাগবে বলে আমি আশা রাখি।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

গরমের সময় এই যে একটা সমস্যা তরকারি রেখে দিলে সেটা নষ্ট হয়ে যায় যদি ফ্রিজে রাখা যায় তাহলে ভালো থাকে।। ভালো কাজ করেছেন অনলাইনে খাবার অর্ডার দিয়ে আর হ্যাঁ অনেক সময় এরকম ভুল হয় একজনের অর্ডারের পণ্য অন্যজনকে দেওয়া।।

 5 months ago 

আসলে ভাই মালয়েশিয়াতে সব সময় কমবেশি গরম থাকে কিন্তু হঠাৎ করে তরকারি নষ্ট হয়ে যাওয়াতে সত্যি মনে মনে রাগ হয়েছিল আবার খারাপও লাগছিল কারণ কাজ শেষে এসে যখন তরকারি নষ্ট দেখলাম তখন সত্যি আমার খারাপ লেগে যায়। এবং এই অনলাইনের বিষয়টি আমার কাছে আসলে অনেক ভালো লেগেছিল কারণ এটি আমাদের বিপদের বন্ধু।

Loading...
 5 months ago (edited)

মালয়েশিয়াতে ফুড পান্ডা খুব প্রচলিত একটি অ্যাপ যার মধ্যে হইতে আমরা সহজেই খাবার অর্ডার দিতে পারি। আর এদের খাবারের মান ও খুবই ভালো বিশেষ করে যারা সার্ভিস দেয় তাদের ব্যবহার অমায়িক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনলাইনের খাবারের অর্ডার দেওয়ার খুব সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ‌।

 5 months ago 

একদমই তাই ভাই এদের ব্যবহার অনেক সুন্দর এবং সুন্দর বলেই তো মানুষের মাঝে তারা চলাফেরা করতে পারে এবং অনলাইনে খাবার অর্ডার দেয়ার বিষয়টি আমার কাছে সত্যি ভালো লাগার বিষয় ছিল কারণ বিপদের সময় আমরা যখন তখন অনলাইনে অর্ডার দিয়ে খাবার নিয়ে আসতে পারি।

 5 months ago 

এটা আমার মাথায় ছিল না একদম ঠিক তাই বিপদের সময় যেকোনো মুহূর্তে যে কোন জায়গায় অনলাইনে খাওয়ার অর্ডার দিলে পৌঁছে যায়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 99024.83
ETH 3475.09
USDT 1.00
SBD 3.20