অন্য মানুষ এসে অন্য আরেকটি মানুষের সংসার কখনো টিকিয়ে রাখতে পারে না।

in Incredible India6 months ago

এই জীবনে কিছু হারালে অনেক কিছু মেনে নিতে হয় কারণ একটি মানুষের জন্য হাজারো সমস্যা আমাদের জীবনে দেখা দিয়ে থাকে তখন অন্য একটি মানুষ আরেক টি মানুষের সংসার কখনো দেখে দিতে পারে না দুই দিন একটি মানুষ দেখা দিবে তিন দিন মানুষ দেখে দিবে কিন্তু কখনো তার কাছ থেকে সারা জীবনের আশা করলে হবে না।

1000021005.jpg Pexels

আমার আম্মা মারা যাওয়ার পরে আমার মেজো ফুফু কে আমরা রেখেছিলাম আমাদের বাড়ি এবং তাদের সব খরচ আমরা দিতে চেয়েছিলাম কিন্তু তারা কিছু দিন থেকে আবার আমাদের বাড়ি থেকে চলে যায় কারণ তাদের নিজেদের একটি সংসার আছে তাই অন্য মানুষের সংসার আরেক টি মানুষ এসে কখনো দেখা শোনা করতে পারে না।

পরিস্থিতির শিকার আমরা তাই আমাদের মাথা ঠান্ডা করে অনেক কিছু চিন্তা করতে হয়েছে আবার অনেক সময় মন খারাপ হয়ে গিয়েছে মাথা ঠিক ছিলো না কারণ এই সময়টা কতোটা ভয়ংকার এখন আমি ঠিক বুঝতে পারছি কখনো একটি ছেলে মেয়ে চাইবে না তার আব্বুকে আবার বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসবে যদি ছেলে মেয়েরা বড় হয়ে থাকে মা মারা গিয়েছে সেই টেনশন আবার বাবাকে দেখা শোনা করার জন্য একটি মানুষের প্রয়োজন তাও একটি টেনশন।

1000021006.jpgPexels

অবশেষে আমি এবং আমার ভাই একটি সিদ্ধান্ত নিলাম এভাবে তো আমাদের সংসার টিকবে না হয়তোবা আমরা দুই ভাই বাহিরে আছি কিন্তু বাড়ি আব্বু আছে তার দেখাশোনা করার জন্য একটি মানুষের খুবই প্রয়োজন তাই বড় ভাইকে বলে বড় ভাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা এবং মেয়ে আমার আম্মা পছন্দ করে গিয়েছিল তাদের সাথে আমরা কথা বলে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমরা গতো কালকে একটি সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্তটি হয়েছে কালকে যে রবিবার তার পরের রবিবারে বিয়ে হবে মোবাইলের মাধ্যমে।

বড় ভাই অন্য জায়গায় আছে এখন সে সামনের রবিবারে আমার এখানে আসবে এবং আশা করব বড় ভাইয়ের বিয়েতে কিছুটা আনন্দ অবশ্যই করবো এবং আমাদের যে ভাবি হবে তার সাথে কথা বলে বুঝতে পারলাম সে হয়তো বা আমার আব্বুকে খেয়াল রাখবে সে যদি তার নিজের বাবা মনে করে চলে তাহলে আমাদের সংসার আরো সুন্দর হবে যদি শ্বশুর মনে করে তাহলে সংসার আরো খারাপ হয়ে যাবে কারণ আজ বাবার মন অনেক খারাপ বাবার দেখাশোনা করার একটি মানুষ নেই যদি একটি বৌমা আসে বাবা তার নিজের মেয়ের মতো করে রাখবে।

1000021007.jpgPexels

বৌমার কাছে তার অনেক কিছু চাওয়া পাওয়া আছে সে যদি নিজের মেয়ে মনে করে চলে এবং বৌমা যদি নিজের আব্বু মনে করে চলে তাহলে হয়তোবা আমাদের সংসারের সুখ আবার ফিরে আসবে এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সেরকম একটি জীবন সঙ্গিনী আমার ভাইয়ের জীবনে দেয় এবং আমাদের সংসারের জন্য সবাই দোয়া রাখবেন এখানে শেষ করছি।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

ভাই শুনে ভালো লাগলো যে আপনি আপনার বড় ভাইকে বিয়ে করাবেন। এটি ভালো একটি সিদ্ধান্ত আমার মতে। যেহেতু আপনার বাসায় এখন দেখাশোনা করার মতো কেউ নেই। এখন একজন মেয়ে মানুষ আপনার সংসারে বিশেষ ভাবে প্রয়োজন।

আপনাদের সকলের জন্য দোয়া থাকলো ভাই। সবাই মিলে ভালো থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

Loading...
 6 months ago 

বর্তমান সময়ের মানুষের এই একটা সমস্যা। অন্যের পরিবার কিভাবে ধ্বংস করা যায়। সেই চিন্তা নিয়ে অনেকটাই উঠে পড়ে লেগেছে। আপনারা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই আপনার বড় ভাইয়ের বিয়ের মধ্যে আনন্দ করবেন। সেই আনন্দঘন মুহূর্ত আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত জীবনের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

কিছুদিন আগেই আপনার আম্মা মারা গিয়েছেন সেটা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি। এছাড়া এই বিষয়টা নিয়ে আপনি টিউটোরিয়াল ক্লাসেও কথা বলেছিলেন একদিন।

বুঝতে পারতেছি আপনারা একটা খুব বাজে সময়ের মাঝখান দিয়ে যাচ্ছেন।
একদিকে আপনার আব্বা অসুস্থ অন্যদিকে তাকে দেখাশোনা করার কোন মানুষ নেই।

এই অবস্থায় আপনারা আপনার বড় ভাইকে বিয়ে করাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি আপনার ভাবি এসে সংসারটাকে গুছিয়ে রাখবে এবং সেই সাথে আপনার বাবাকেও নিজের বাবা বলেই মনে করবে।
আপনাদের সব সমস্যা কেটে গিয়ে একটা সুন্দর পরিবার গড়ে উঠবে।
শুভকামনা রইল আপনাদের সবার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনি একদম বাস্তব কথা বলেছেন।। একজন মানুষ কখনো অন্য পরিবারের যেয়ে সবকিছু মানিয়ে নিয়ে থাকতে পারবে না এটা স্বাভাবিক।। আর শুনে ভালো লাগলো আপনার মায়ের পছন্দের মেয়ের সাথেই আপনার ভাইয়ের বিয়ে হবে।। আশা করি আপনাদের সকল সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে।।

 6 months ago 

হুটহাট ডিসিশন কখনো ভালো ফল আনতে পারে না। যাই করেন ভেবে চিনতে সবার পরামর্শ নিয়ে করেন। আশা করি আওনাদের সমস্যার সুন্দর সমাধান আসবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64