Today my mobile photographysteemCreated with Sketch.

in Incredible India11 months ago

মানুষকে যেমন চেহারা দিয়ে বিবেচনা করা যায় না ঠিক তেমনি ফুলেরও ঘ্রাণ দিয়ে বিবেচনা করা যায় না ফুলের সৌন্দর্যটাই মূল মাধুর্য।

20230706_005648.jpg

এই পৃথিবীতে অনেক ফুল আছে যার কোন জ্ঞান নাই তবে তার সৌন্দর্য পরিপূর্ণতা ভাবে আছে আর সেই সৌন্দর্যগুলো দেখার জন্য মানুষের মন থেকে একটি চোখের প্রয়োজন আছে তা না হলে সেই সৌন্দর্যগুলো কখনো আমাদের চোখের সামনে আসবে না।

বর্তমানে আমি প্রতিনিয়ত বাহিরে কাজের জন্য যাচ্ছি এবং বাহিরে যখন ঘোরাফেরা করা হয় তখন অবশ্যই আপনার চোখের সামনে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপিত হয় সেগুলোর ভেতর থেকে সর্বদা আমি যেটা আমার কাছে ভালো লাগে আর সময় সাপেক্ষে সবগুলো সংগ্রহ করতে পারে না কিন্তু যেটা সময় পায় এবং ভালোলাগে নিজের কাছে সেটা সংগ্রহ করার চেষ্টা করি সংগ্রহ করেছে সেই ফটোগ্রাফি সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই।

IMG20230705115006.jpg

IMG20230705115017.jpg

IMG20230705115032.jpg

IMG20230705115021.jpg

IMG20230705115030.jpg

IMG20230705115010.jpg

Ruellia tuberosa

এই ফুলটা দেখতে খুবই সুন্দর এই ফুলের রং বেগুনি রুয়েলিয়া, ফুলটি ধাতব নীল থেকে বেগুনি, খুব লোভনীয় তাই না? 7.2 থেকে 7.6 সেমি ব্যাস সহ মোট 5টি পাপড়ি রয়েছে, এই ফুলের প্রতিশব্দটি রুয়েলিয়া ব্রিটোনিয়ানা দ্বারা পিন করা হয়েছে। খুবই সজ্জিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন হয়ে আছে দেখে মনে হচ্ছে কেউ যেন এই ফুলটিকে কোন পিন দিয়ে আবদ্ধ করে রেখেছে যখন এই ভুলটি রৌদ্রের মাঝে হেসে বেড়াই তখন আরো এটা সৌন্দর্য বৃদ্ধি পায়।

IMG20230705115121.jpg

IMG20230705115124.jpg

IMG20230705115127.jpg

IMG20230705115203.jpg

IMG20230705115204.jpg

IMG20230705115214.jpg

ফুলের গাছ গুলো দেখতে কিছুটা ঘাসের মত আমি তো প্রথমে দেখে মনে করছিলাম হয়তোবা কোন ঘাসের ফুল হবে পরে দেখে না এটা আসলে খুবই ব্যতিক্রমী একটি ফুল।

একই জায়গায় দাঁড়িয়ে আরো কিছু ফটোগ্রাফি সংগ্রহ করছিলাম হয়তো সেগুলোর নাম আমি জানিনা তবে কিছু গাছের পাতাও দেখতে খুবই সুন্দর জমায় ফুলের প্রশংসা করি কিন্তু কিছু গাছ আছে সেগুলো ফুলের সমান নয় দাঁড়ায় থেকে কোন অংশ কম নয়।
IMG20230705115216.jpg

IMG20230705115211.jpg
এই গাছের ফুল কেমন হয় আমি সেটা সঠিক জানিনা কিন্তু এই গাছের কছি পাতা গুলো খুবই সুন্দর জমাই দেখা যায় যখন পুরনো পাতা ছেড়ে দিয়ে কচি পাতা বাইর হয় আমার মনে হয় এটা সৌন্দর্য তখনই বেশি বৃদ্ধি পায় সাথে সাথে ফলগুলো দেখতে খুবই সুন্দর জমায় সাদা রঙের ফলগুলো মানুষের দৃষ্টি শক্তি তার দিকে কেড়ে নিয়ে যায়।

প্রথমে দেখে আমি হয়তো মনে করেছিলাম যে কোন খাওয়ার ফল হবে মনে হয় কিন্তু পরে দেখি না এটা সৌন্দর্যময় ফল আমার মনে হয় এটা মানুষের খাওয়ার উপযোগী নয় তবে সৌন্দর্যের কোন দিক থেকে কমতি নাই।

আমি বাহিরে এক জায়গায় কাজে গিয়েছিলাম সেখান থেকে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

DeviceName
Androidoppo A95
Camera4.71 Mm, f/1.0, (iso100)
LocationMalaysia 🇲🇾🇲🇾🇲🇾
Short by@aburihan
@aburihan1
Incredible India COMMUNITY DISCORD LINK:-

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 11 months ago 

আপনি বিভিন্ন ফুলের ফটোগ্রাফির সৌন্দর্যের পাশাপাশি গাছের পাতার সৌন্দর্য বর্ণনা করেছেন। আসলে ঠিক বলেছেন ফুলের আলাদা সৌন্দর্য্য আছে। কিন্তু ফুলের পাশাপাশি এমন অনেক গাছের পাতা আছে, সেগুলোও কিন্তু গাছের থেকেও অনেক সুন্দর যেমন আপনি সেই কথা গুলো আপনার পোস্টে শেয়ার করেছেন।যেমন গাছে যখন কচি পাতা গজায় তা দেখতে অনেক সুন্দর লাগে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69081.21
ETH 3809.03
USDT 1.00
SBD 3.50