Incredible India monthly contest July| Share which three things bring a smile to your face and why?
সর্বপ্রথম আমি এই কমিউনিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের মাঝে এত ভালো একটা বিষয় নিয়ে কনটেস্ট উপস্থাপন করেছে।
যে কোন তিনটি কারণে আপনার মুখে হাসি আসে আসলে হাসি কিন্তু মানুষের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ কারণ হাসির মাধ্যমে আমাদের অনুভূতির আত্মপ্রকাশ পায়।
আমরা যদি খুবই আনন্দ উপলব্ধি করে তাহলে কিন্তু আমাদের সে আনন্দ উপলব্ধির আত্মপ্রকাশ হাসির মাধ্যমে প্রকাশ হয় আবার যখন মানুষ খারাপ সময় অতিক্রম করে বা দুঃখের মধ্যে বা কোন দুর্ঘটনা শেখায় তখনও কিন্তু আমাদের সেই আত্মপ্রকাশ কান্নার মাধ্যমে হয় এজন্য মানুষের আত্মপ্রকাশ আমি মনে করি যে হাসিও কান্নার মাধ্যমে হয়।
আমাদের আজকের মূল বিষয়বস্তু আমার মুখে কোন তিনটি কারণে হাসি আসে এবং কেন সে বিষয়ে আলোচনা করব।
আমার পিতা-মাতার মুখে হাসি দেখে আমার মনে অনেক ভালো লাগে এবং সেই আত্মপ্রকাশ টা আমার মুখে এসে দাঁড়ায় অবশ্যই পিতা মাতার মুখে হাসি দেখে আমার মুখে হাসি ফুটে ওঠে। তার অনেকগুলো কারণ আছে মানুষের জীবন কখনো এক ধারায় প্রবাহিত হয় না মানুষের জীবনে অনেক উঠানামা চলে যেমন নদীতে যেমন জোয়ার ভাটা হয় ঠিক মানুষের জীবনেও আমার মনে হয় তেমনটাই জোয়ার ভাটার স্বরূপ বয়ে যায়।
আমরা যখন আর্থিকভাবে অনেক পড়ে গিয়েছিলাম তখন অনেক মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করত যে এরা কিভাবে এদের সংসার বা পরিবারকে উপরের দিকে নিয়ে আসবে এদের দ্বারা কোন কিছু করা সম্ভব হবে না সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজ আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আসতে পেরেছি। আর যে মানুষগুলো আমাদেরকে নিয়ে উপহাস করত আজ তারা তাদের বাড়ির কোন অনুষ্ঠান বা সমাজের কোন ভালো কাজের জন্য বা উন্নয়নমূলক কাজের জন্য আমার আব্বু আম্মুকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায় তখনই আমার মনের ভিতরে বা আমার মুখে হাসি চলে আসে এই মানুষগুলোই তো আমাদেরকে নিয়ে উপহাস করত।
হয়তোবা আমরা অনেকে দেখতে পাই যে অনেক মানুষ তাদের আপনজন বা পরিজনের কাছ থেকে অপমানিত হওয়ার পরও তাদের সুখ-দুঃখের খোঁজ খবর নেয় তাদের বিপদের সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করে তার মনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে তাদের সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করে পৃথিবীতে এমন মানুষের আমার মনে হয় অভাব নেই আর এগুলোকেই আমি মানুষ হিসেবে গণ্য করে কারণ তাদের সেই অপমানের কথাগুলো ভুলে গিয়ে তাদের বিপদের সময় পাশে এসেই আগে সেই মানুষগুলো দাঁড়ায় এগুলো দেখেই আমার মনে তা আমার মুখে হাসি চলে আসে।
যখন কোন শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তিকে সম্মান করে বিনয়ের সাথে তার সাথে ব্যবহার করে তাকে শ্রদ্ধা করে তখনই আমার মনে বা আমার মুখে আসে চলে আসে যে তার শিক্ষার কি মর্যাদা থাকলো তার যে অবস্থান সে অবস্থান থেকে সে কি পেল যে একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্যবান ব্যক্তি কেন সম্মান করতে হচ্ছে এটা দেখে আমার মুখে হাসি চলে আসে।
আপনি কি কখনও অন্যদের মুখে হাসি আনার কারণ হয়েছেন? গল্প শেয়ার করুন যদি আপনি একই করেন.
জানিনা এই জীবনে কোন ভালো কাজ করেছি কিনা তবে আমার ভালো মনে পড়ে এখান থেকে তিন বছর আগে যে কোন এক ব্যক্তি আমার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিল এবং সেটা আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করছিলাম সে ব্যক্তিটি তার একটা বড় ধরনের সমস্যার কথা আমার সাথে বলছিল এবং সেই সমস্যাটা আমি সমাধান এনে দিয়েছিলাম অর্থ নিয়ে তার সংসার জীবনে প্রভাব ফেলে ছিল অল্প কিছু অর্থ, সে অর্থটা দিয়ে আমি থাকে সহযোগিতা করছিলাম ওই সময়। পরবর্তীতে সে অনেক সুখে আছে আর সর্বদা সে আমার শুভ কামনা করে বা কুশল মঙ্গল কামনা করে মাঝেমধ্যে যখন সে আমার কাছে ফোন দেয় এবং তার সংসারের কথা বলে তখনই আমার মনে হয় যে না আমি কারোর মুখে হাসি ফোটানোর একটু চেষ্টা করেছি হয়তোবা সেটা সার্থক হয়েছে।
আমার ব্লক দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই ,,,আপনি কাউকে তার বিপদের সময় সাহায্য করেছেন! এইটাই একজন মানুষের ধর্ম হওয়া উচিত!
আজকাল তো এমন মানুষ সচারচর দেখাই যায় না,,, স্বার্থ শেষ তো তার সাথে সম্পর্কও শেষ!!!