দাঁতের গুরুত্ব নিয়ে কিছু কথাsteemCreated with Sketch.

in Incredible Indialast year

শরীরের প্রতিটা অঙ্গের গুরুত্ব আছে আর প্রতিটা অংশের কাজ ভাগ তবে, একটি মানুষের একটি শরীর সেই শরীরে বিভিন্ন অংশ দ্বারা গঠিত তবে প্রতিটা অংশের ই আলাদা আলাদা কাজের গুরুত্ব আছে। যেমন চোখের কাজ দেখা হাতের কাজের বিভিন্ন ধরনের উপকারিতা আছে তেমনি দাঁতের ও বিভিন্ন গুরুত্ব আছে, তাই আজ আমি আপনাদের মাঝে দাঁতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে চাই।

dentist-g639d48682_1280.jpg
Source

যে ব্যক্তির দাঁতের সমস্যায় ভুগতেছে সেই জানে দাঁতের গুরুত্ব কতটুকু আর আমাদের যাদের দাঁত ভালো আছে আমরা কিন্তু দাঁতের গুরুত্ব সম্পর্ক ততটা ধারণা রাখেনা আসলে যার কাছে যেটা আছে সে জিনিসের গুরুত্ব সে জানে না যার কাছে যে জিনিসটা নাই সেটার গুরুত্ব সে ব্যক্তি বুঝতে পারে।

smile-g9b34a5796_1280.jpg
Source

আমরা সাধারণত জানি যে দাঁতের গুরুত্ব খাদ্য চিবানো।

দাঁত খাদ্য হজমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেকোনো খাদ্য খাবার ছোট ছোট টুকরো হয় পরিণত করতে সহায়তা করে। যার ফলে আমাদের হজম করতে সহজ হয়।

সব খাদ্য তো আপনি যদি গিলে খান তাহলে সেটা স্বাদ আপনি জিব্বা দ্বারা গ্রহণ করতে পারবেন না এজন্য দাঁতই একমাত্র যে সে আপনার খাদ্যটাকে ভেঙে আপনার হজমের উপযোগী করে তৈরি করে দেয় এবং যার ফলে আপনার খাদ্যটা খুব সহজে হজম হয়ে যায়।

teeth-g0c2d13c33_1280.jpg
Source

আমাদের উচ্চারণ শুদ্ধ করার জন্য দাঁতের গুরুত্ব অনেক আপনার যদি গালের ভিতর দাঁত না থাকে তাহলে আপনি আপনার জিব্বা সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন না যার ফলে আপনি সঠিক শব্দ উচ্চারণ করতে পারবেন না এজন্য আমরা যে কথা বলি কথা বলার জন্য দাঁতের প্রয়োজন আছে বা সঠিক শব্দ ব্যবহারের জন্য দাঁতের প্রয়োজন অনেক বেশি।

আমরা যখন অনেক বেশি খুশি হয় তখন আমাদের হাসি দ্বারা আমরা মানুষের মাঝে প্রকাশ করি যে আমরা অনেক আনন্দিত ও খুশি কিন্তু যদি আপনার দাঁত না থাকে আপনি কিভাবে আপনার হাসিটা মানুষের মাঝে বহির প্রকাশ করবেন এজন্য আমি মনে করি যে আমাদের চেহারার সৌন্দর্যটা গঠন করে দাঁত দ্বারা যদি গালের ভিতর দাগ না থাকে আপনার মুখে যদি দাঁত না থাকে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।

আমাদের গালের ভেতর যে চোয়াল আছে এই চোওয়ালটাকে শক্তভাবে ধরে রাখার জন্য দাঁতের গুরুত্ব অনেক বেশি যদি দাত না থাকতো তাহলে কিভাবে চোয়ালের ক্ষয় রোধ করতেন দাঁত আছে বলেই আপনার চোয়ালের ক্ষয় রোধ করতে পারেন চোয়ালের উপর যদি কোন শক্ত হাড় বা মাংস চিবিয়ে খেতে যান তাহলে আপনার চলে আঘাত লাগবে সেটা প্রতিরোধ করে দাঁত ধর্ম মূলে আমাদের মুখের ও গালের সুসজ্জিত গঠন তৈরি করে রাখে দাঁত।

আমি যদি বলি যে আমাদের শরীরের জন্য পুষ্টি সরবর করে দাঁত তাহলে কথাটা ভুল হবে না কারণ শরীরের জন্য অনেক ধরনের পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজন আছে কিন্তু সে খাদ্যগুলো যদি আপনি ভালোভাবে না চিবিয়ে খেতে পারেন তাহলে সেই পুষ্টিগুলো আপনার শরীরের ভিতরে সরবরাহ করতে পারবে না এজন্য দাঁত অবশ্যই আপনার শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ।
20230708_194714-02-removebg-preview.png
আমরা যদি আমাদের জীবন ব্যবস্থাকে সুন্দর ও উজ্জ্বলভাবে দেখতে চায় তাহলে আমাদের দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন যেমন দাঁতের ক্ষয় দাঁতের ব্যথা দাঁত দিয়ে রক্তক্ষরণ এই ধরনের যদি আপনি সমস্যায় ভোগেন অবশ্যই অবিলম্বে আপনি চিকিৎসকের পরামর্শ নেন বিভিন্ন ডেন্টাল এর কাছে কে সমস্যাগুলো তাদের কাছে বিবরণ করেন এবং ডেন্টাল যে চিকিৎসা দেয় চিকিৎসা গুলো মেনে আপনার দাঁতের সমস্যার সমাধান করা উচিত আমি মনে করি।

সব মূলে একটা কথা বলব যে স্বাস্থ্য সকল সুখের মূল আমরা সবাই আমাদের স্বাস্থ্য থেকে খেয়াল রাখব শরীরের প্রতিটা অংশের খেয়াল রাখবো আপনার শরীরের প্রতিটা অংশই আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ব্লকটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

@aburihan1
Incredible India COMMUNITY DISCORD LINK:-

20230310_010729.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি দাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।আসলে শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ গুরুত্বপূর্ণ।তেমনি শরীরের প্রতি অঙ্গের মধ্যে দাতের গুরুত্ব অনেক। অনেক বলে দাত থাকতে দাতের মর্ম বুঝে না। আসল কথা দাত থাকতে দাতের যত্ন নিতে হবে। কারন যখন সমস্যা হয় তখন বুঝা যায়। এজন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি দাতের যত্ম নেওয়ার পাশাপাশি সকল অঙ্গ প্রঙ্গের যত্ন নেওয়া জরুরি। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন ভাই।

Loading...

@aburihan1 ভাই,

আপনি দাঁত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
বাস্তবে, শরীরের প্রতিটি উপাদানের মূল্য আছে। সুতরাং, দাঁত শরীরের গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনেকে দাবি করেন যে দাঁত থাকা মানে দাঁত কী তা বোঝার অভাব। দাঁত থাকতে হলে অবশ্যই দাঁতের যত্ন নিতে হবে।
অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করায় আপনাকে ধন্যবাদ।

 last year 

Thank you for your feedback

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74