অনাকাঙ্ক্ষিত ফসলের মাঠে ভ্রমণ। Unexpected tour to crop land.

in Nature & Agriculture2 days ago

আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আমি @sabbirakib..একজন প্রকৃতিপ্রেমী। নিজে সরাসরি কৃষির সাথে জড়িত না হলেও চাষাবাদ আমার খুব পছন্দের একটি কাজ। বর্তমানে একটি ফার্মেসিতে কাজ করি। সেদিন ফার্মেসির একটি কাজে পাশের এলাকায় গিয়েছিলাম। যাওয়ার পথে একটি শাকসবজির ক্ষেত দেখতে পেলাম।

IMG_20240727_183813_992.jpg

সেখানে বহু রকমের শাক ও সবজির চাষ করা হচ্ছে। আসলে, বর্তমানে যে এলাকায় থাকি তার বেশিরভাগই লালমাটির এলাকা। এখানে ঠিক কি কি রকমের শাক ও সবজি চাষ হয় তা বলা মুশকিল। কিন্তু সেই ক্ষেতে বহু রকমের শাক সবজি দেখে ভালো লাগলো।

IMG_20240727_183755_515.jpg

এগুলো হচ্ছে পাটের শাক। ঠিক অপর পাশে রয়েছে সুপরিচিত লাল শাক।

IMG_20240727_183810_773.jpg

IMG_20240727_183844_940.jpg

সেখানে আমি বেশকিছু নিড়ানো জমিও দেখেছি৷ সেখানে হয়ত আরও শাক সবজি চাষ করা হবে ভবিষ্যতে।

IMG_20240727_183827_707.jpg

IMG_20240727_183819_360.jpg

সবশেষে আসার পথে নিজের একটা সেল্ফি নিয়েছিলাম। বাইরে গেলে আমি মাস্ক পরে যাই বেশিরভাগ সময়। তখন মাস্কটা খুলতে মনেছিলোনা। যাইহোক।

IMG_20240727_183918_134.jpg


আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 66086.05
ETH 3299.97
USDT 1.00
SBD 2.70