বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক ভ্রমণ ( প্রথম পর্ব)..

in CCSlast year


Hi friend's,
I am @rasel72. From #Bangladesh.



সময়ের অভাব এবং আর্থিক সংকটের কারণে কোথাও তেমন একটা বেড়াতে যাওয়া হয় না। বিশেষ করে দূরে কোথাও তো যাওয়াই হয় না। কয়েক দিন আগে পরিকল্পনা করে আমরা পাঁচ জন বন্ধু গিয়েছিলাম ঢাকাতে ঘুরতে। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরার চেষ্টটা করেছি। তার মধ্যে প্রথমো গিয়োছিলাম গাজীপুর ডুয়েট ক্যাম্পাস এবং পরের বার বঙ্গবন্ধুর শেখ মুজিব সাফারী পার্কে ঘুরতে। আজকো সাফারী পার্কে ঘুরতে যাওয়ার বিষয়ে কিছু মুহূর্ত শেয়ার করব৷ দিনটা ছিল শনিবার। আমরা দুপুরের পরে গাজীপুর থেকে রওনা হয়েছিলাম সাফারী পার্কে যাওয়ার জন্য৷ প্রথমে বাসে আমরা চৌরাস্তায় গিয়েছিলাম। এরপর সেখান থেকে বাসে সাফারী পার্কের গেটে গিয়ে নামলাম।


IMG_20230513_153610.jpg

IMG_20230513_153727.jpg

IMG_20230513_152403.jpg

IMG_20230513_152351.jpg


এরপর আমরা একটা অটোতে করে সাফারী পার্কের গেটে চলে গেলাম। এরপর প্রথমে আমরা টিকিট কাটতে গেলাম। মজার বিষয় হলো, টিকিট কাটতে গিয়ে দেখি যারা ছাত্র তাদের জন্য প্রবেশ মূল্য ১০ টাকা৷ তবে শর্ত হলো শিক্ষার্থী আইডি কার্ড দেখাতে হবে৷ জীবনের প্রথমবারের মতো শিক্ষার্থী আইডি কার্ড দিয়ে কোথাও আমি ঢুলতে পারলাম। আমাদের তিন জনের কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল বাকি দুইজনের কাছে ছিল না। এজন্য আমরা তিনজন ১০ টা এবং বাকি দুইজন ৫০ টাকা করে দিয়ে টিকিট কাটলাম। বেশ ভালো লাগছিল, প্রথমবারের মতো সময়ে, ছাত্র হওয়ার জন্য কোথাও সুযোগ সুবিধা পেলাম।


IMG_20230513_154040.jpg

IMG_20230513_153926.jpg

IMG_20230513_153813.jpg

IMG_20230513_153727.jpg


টিকিটটা কেটে নিয়ে আমরা মেইন গেটের দিকে চলে গেলাম। এরপর আমরা গেটে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম৷ ভিতরে গিয়ে আমরা প্রথমে পুরো সাফারী পার্কের মডেল চিত্র দেখে নিলাম৷ কোথায় কি আছে,।যাতে সকল জায়গা ঘুরে দেখতে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়। এরপর আমরা ভিতরের দিকে যেতে থাকলাম। ভিতরের দিকে যেতেই আমরা একটা জিনিস দেখে বেশ খারাপও লাগল আবার হাসিও পেলে। দেখলাম, গাছের আড়ালে একটা ছেলে ও মেয়ে খুবই ঘনিষ্ঠ হয়ে বসে আছে। আমাদের সমাজটা আজ কোথায় পৌঁছে গেছে, তা আর বলার মতো না।



পরে আবার ভাবলাম এটা বর্তমান সময়ের সাধারণ, বিষয়। হাসি পেলো এজন্য তারা মানুষকে কিছুই মনে করতেছে না। সবাই দেখতেছে, তাও যেনো তাদের লজ্জার কোনো কারণ, নেই। যাই হোক আমরা ভিতরের দিকে এগোতে থাকলাম। গেটের দিকে বেশ সুন্দর ভাবে গাছ দিয়ে সাজানো।



চলবে..........



আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আবারও আলোচনা হবে পার্কে ভ্রমণ নিয়ে৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার পরের পর্ব নিয়ে৷



সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 91905.77
ETH 3091.66
USDT 1.00
SBD 3.09