গোলাপ ফুলsteemCreated with Sketch.

in #flowerslast year

গোলাপ একটি সুপরিচিত ফুল। লাল গোলাপকে ভালবাসার প্রতীক করা হয়ে থাকে। গোলাপ ফুল বিভিন্ন জাতের হয়ে থাকে। গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। গোলাপ ফুল সারা বিশ্বের সব জায়গায় পাওয়া যায়। গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর। গোলাপ ফুলের গন্ধ অনেক সুন্দর৷ গোলাপ ফুল দিয়ে নানান ধরনের সুগন্ধি তৈরি করা হয়। এছাড়া গোলাপ ফুল দিয়ে গোলাপ জল তৈরি করা হয়। অনেকগুলা খোলা আছে যে গোলাপ ফুল গুলো গন্ধ হয় না। তবে অনেক গোলাপ ফুল আছে যেগুলো অনেক সুন্দর গন্ধ রয়েছে। গোলাপ ফুল অনেকে তাদের ভালোবাসার মানুষকে দিয়ে থাকে।

গোলাপ ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে। বিশেষ করে সাদা, লাল, গোলাপি, হুদুদ, সবুজ, কমলা ও কালো বর্ণের হয়৷ গোলাপ ফুলের পাতাগুলো সবুজ এবং খাঁজ কাটা হয়ে থাকে। এছাড়া গোলাপ ফুলের কান্ড কাটাযুক্ত হয়ে থাকে। গোলাপ ফুল ছোট, মাঝারি ও বড় হয়ে থাকে।

সারা পৃথিবীতে সব জায়গায় গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপ ফুল সবাই কম বেশি চিনে থাকেন। গোলাপ ফুল অনেক জায়গায় বাণিজ্যিক ভাবে চাষ করা হয়। আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় গোলাপ ফুল বাণিজ্যিক ভাবে চাষ করা হয়। গোলাপ ফুল বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয়।

20231022_170808.jpg

20231022_170807.jpg

20231022_170806.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96184.84
ETH 3331.18
USDT 1.00
SBD 3.21