Artificial flower photo

in #flower9 days ago
আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালো আছি ‌।আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমার ফুলের ফটোগ্রাফি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

20240619_180741.jpg

20240619_180736.jpg

20240619_180735.jpg

আমি কয়েক দিন আগে একটা ঢাকা ঘুরতে যাই কিছু ফুলের ফটোগ্রাফি করতে। ওখানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। ওখানে অন্য গুলো ফুল গাছ থেকে আমার একটা গাছ বেশি ভালো লাগে আমি ওই ফুল গাছটার ফটোগ্রাফি করলাম। আমার ফুলটা দেখে বেশি ভালো লাগলো । ফুলটির রংটা ও অনেক সুন্দর ছিল । ফুলটি অসাধারণ সুন্দর ছিল আমার কাছে চমৎকার সুন্দর লাগলো এ ফুল গাছটি ফুল। গাছটি আমার ভীষণ ভালো লাগে।

ফুল গাছটির পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অতিরিক্ত সুন্দর লাগছিল এ ফুলগাছটি। ফুল গাছটি আকার আকৃতি অনেক সুন্দর ছিল। এ ফুলটার আশ পাশটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল । আমি এ ফুলটির অনেক বার ফটোগ্রাফি করলাম আমার কাছে দারুণ লেগেছে এ ফুলটি। আমার চোখ জুড়ে গেছে এ ফুলটি দেখে আমার কাছে ভালো লাগছিল।

আমি এ ফুল গাছটি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আমার কাছে এত বেশি ভালো লাগলো আমি এ ফুল গাছটি অনেক বার ফটোগ্রাফি করছি। এ ফুলটি ফটোগ্রাফি তে অনেক বেশি সুন্দর আসছিল । এ ফুল গাছটি অসাধারণ সুন্দর লেগেছে । আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে । আমার কাছে এত বেশি ভালো লাগলো আমি বলে বুঝাতে পারবো।

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@arhossain99
অবস্থানবাংলাদেশ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার পরিচয়


আমার নাম আনোয়ার রহমান।আমি বাংলাদেশের চিটাগং বিভাগে বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।! আমি হ্রদয়, ওমানে বসবাসকারী একজন নিবেদিত কম্পিউটার দোকানদার। আমার প্রযুক্তি এবং ভ্রমণ উভয়ের প্রতিই আবেগ আছে এবং আমি ব্লগিং এর মাধ্যমে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আমার ভ্রমণের সাম্প্রতিক কারিগরি টিপস বা গল্পই হোক না কেন, আমি আমার পাঠকদের জন্য আকর্ষণীয় এবং দরকারী সামগ্রী সরবরাহ করার লক্ষ্য রাখি।কঠোর পরিশ্রম করা এবং নতুন জায়গা অন্বেষণ করা আমাকে অনুপ্রাণিত করে।আমি আমার অনন্য দৃষ্টিকোণ থেকে অন্তর্দৃষ্টি এবং গল্প অফার করে প্রযুক্তি এবং ভ্রমণের জগতের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আমার সাথে যোগ দিন।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60934.92
ETH 3379.12
USDT 1.00
SBD 2.48