সবচেয়ে সস্তায় ল্যাপটপ কিনতে চান?
সবচেয়ে সস্তায় ল্যাপটপ কিনতে চান? বাজারে এলো দুনিয়ার সবচেয়ে সস্তার ল্যাপটপ। তবে বাংলাদেশে মিলছে না এটি। ল্যাপটপটি কিনতে হলে আপনাকে যেতে হবে প্রতিবেশি দেশ ভারতে। সেখানে মাত্র ৯ হাজার রুপিতে বিক্রি হচ্ছে নতুন ল্যাপটপ।
ভারতের বাজারে কম দামের এই ল্যাপটপ দিচ্ছে আরডিপি নামের একটি প্রতিষ্ঠান। কয়েকমাস আগে থেকেই এটি বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন বাজারে আসার অপেক্ষার পালা।
১৪.১ ইঞ্চির স্ক্রিনের এই ল্যাপটপ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।
আরডিপি নামরে ওই প্রতিষ্ঠানের দাবি এটি হল ভারতের সবথেকে কমদামী ল্যাপটপ।
সস্তার এই ল্যাপটপটি আরডিপিকে বানাতে সাহায্য করেছে মাইক্রোসফট ও ইন্টেল।
মাত্র ১.৪কেজি ওজনের এই ল্যাপটপে আছে ৪ টি কোর, ৪টি থ্রেডস। এতে রয়েছে ১.৪৪ গিগা হার্জ বেস ক্লক, ১.৮ গিগা হার্জ টার্বো ক্লক ও ২ মেগা বাইট ক্যাশ।
ল্যাপটপে থাকছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি মেমোরি। এক্সপ্যান্ডেবল মেমরি ১২৮ জিবি।
এছাড়া স্বল্প মূল্যের এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে লি-পলিমার ব্যাটারি।
এই ল্যাপটপটির উৎপাদনকারী সংস্থা দাবি করছে এক চার্জে প্রায় সাড়ে ৮ ঘণ্টা ব্যাকআপ দেবে এই ল্যাপটপ।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজেড)
nice post .
This post has received a 4.42 % upvote from @morwhale thanks to: @kdjakirtgl.
Thank you kdjakirtgl for making a transfer to me for an upvote of 1.33% on this post!
Half of your bid goes to @budgets which funds growth projects for Steem like our top 25 posts on Steem!
The other half helps holders of Steem power earn about 60% APR on a delegation to me!
For help, will you please visit https://jerrybanfield.com/contact/ because I check my discord server daily?
To learn more about Steem, will you please use http://steem.guide/ because this URL forwards to my most recently updated complete Steem tutorial?