Photohraphy

in #different2 months ago

সবার ভালো থাকা সুস্থ থাকা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লক তো বন্ধুরা শুরু করে আসসালামুয়ালাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করতে যাচ্ছে আমার আজকের কথোপকথন। আশা করছি আপনাদের আজকের কথোপকথন ভালো লাগতে পারে তো চলুন শুরু করি।

1720850653633958862454089623894.jpg

আসলে এ কি আর বলব অনেক কথাই তো বলা হয় তবুও মাঝে মাঝে বলার বাকি থেকে যায় তবুও একটা কথাই বলবো যে মানুষ আসলে মরণশীল যে একটা সময় মানুষকে মরতেই হবে এই কথাটা সবাইকে মানতে হবে এবং মানতে ভদ্র সবাই। সবাই সবার মত সুস্থ কামনা করে বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে।

তবুও মানুষের মধ্যে অহংকার হতাশা দুর্দান্তি এবং হত্যা মানবতার অভাবে হত্যা মানবতা ঘুম অনেক কিছু। দিন দিন অর্থনৈতিক চাহিদা মানুষের মেটানোর জন্য অনেক বেশি দাম হয়ে উঠছে জিনিসপত্রের এবং মানুষ। অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে এবং প্রতিনিয়ত মানুষের ভেজাল খাচ্ছে ভেজাল দিয়ে মানুষের জীবন করছে।

একটা বাচ্চাও তার পরিপূর্ণ চাহিদা পাচ্ছে না এবং বাচ্চা খেলার মত মাঠ পাচ্ছে না এদিক থেকে বিভিন্ন জায়গাতে ঘরবাড়ি উঠে ওদিক দিয়ে অনেক সমস্যা হচ্ছে। এসব কিছু আপনাদের সবাইকে বুঝতে হবে এবং এটা বুঝে শুনে একটা এবাদত নিতে হবে।

আর কোথাও কি বলব আজকের মত বিদায় নিতে হবে কারণ এই সময় আসলে সব কিছু ভেঙ্গে বলা এবং সবার সামনে তুলে ধরা সম্ভব নয় তাই এখানে বিদায় নিতে হচ্ছে।।আগামীতে অন্য কোন কিছু নিয়ে আসব তাই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@arhossain99
অবস্থানবাংলাদেশ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার পরিচয়


আমার নাম আনোয়ার রহমান।আমি বাংলাদেশের চিটাগং বিভাগে বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।! আমি হ্রদয়, ওমানে বসবাসকারী একজন নিবেদিত কম্পিউটার দোকানদার। আমার প্রযুক্তি এবং ভ্রমণ উভয়ের প্রতিই আবেগ আছে এবং আমি ব্লগিং এর মাধ্যমে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আমার ভ্রমণের সাম্প্রতিক কারিগরি টিপস বা গল্পই হোক না কেন, আমি আমার পাঠকদের জন্য আকর্ষণীয় এবং দরকারী সামগ্রী সরবরাহ করার লক্ষ্য রাখি।কঠোর পরিশ্রম করা এবং নতুন জায়গা অন্বেষণ করা আমাকে অনুপ্রাণিত করে।আমি আমার অনন্য দৃষ্টিকোণ থেকে অন্তর্দৃষ্টি এবং গল্প অফার করে প্রযুক্তি এবং ভ্রমণের জগতের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আমার সাথে যোগ দিন।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Do you live in the Chittagong district of Bangladesh or in Hraday, Oman...? You claim both.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63597.74
ETH 2476.06
USDT 1.00
SBD 2.53