Colourful Flower

in #colour2 months ago

কি খরব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন। আমি ও আল্লাহর দোয়ায় ভালো আছি। আপনাদের মন মানসিকতা ভালো ঠিক রাখার একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতেছি যাচ্ছি। আপনাদের যদি অনেক বেশি ভালো লাগে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

WhatsApp Image 2024-06-30 at 11.58.32 AM.jpeg

WhatsApp Image 2024-06-30 at 11.58.34 AM.jpeg

WhatsApp Image 2024-06-30 at 11.58.35 AM.jpeg

আমি কয়েক দিন আগে আমাদের বাড়ির কিছু ছেলে মেয়েদের কে নিয়ে একটা পিকনিক করার আয়েজন করি কিছু খাওয়ার দাওয়ার কিছু বাকি ছিল সে গুলো আনতে তারা আমাকে বাজারে পাঠায় আমি বাজারে গিয়ে বাজার করতেছি। তার পর দোকানের পাশে সুন্দর একটা ফুল গাছ আমি দেখতে পাই। এত বশি সুন্দর ছিলযে আমি তাড়াতাড়ি করে গাছটার ফটোগ্রাফি করে ফেলি ।

আমি দোকানদার জিজ্ঞেস করতেছিলাম এ গাছটা কে এখানে রোপন করছে এটা অনেক সুন্দর । আর তিনি বলতেছে আমি এখানে কিনে এনে লাগাইছি আমার। কাছে ভালো লেগেছিল বলে আর আমি বলতেছি আমার হুম অনেক সুন্দর এ ফুল গাছটি দোকানদার বলতেছে এটি আমার পছন্দ একটা গাছটি আমি এটির কত দেখা শুনা করি।

ওনি বলতেছে সব সময় পানি দি ওনার কাছে সেবা যত্ন করতে ভালো লাগে। আর আমি বলছি আমার কাছে ও এসব করতে ভালো লাগে। আমি সেখান থেকে বাজার নিয়ে এনে ছেলে মেয়ে গুলো কে এ ফুল গাছটির ফটোগ্রাফি দেখায় তাদের কাছে এত ভালো লাগলো।

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অধিক অপেক্ষা বসে আছি। সবাই ভালো থাকবেন । আসসালামু আলাইকুম।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@arhossain99
অবস্থানবাংলাদেশ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার পরিচয়


আমার নাম আনোয়ার রহমান।আমি বাংলাদেশের চিটাগং বিভাগে বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।! আমি হ্রদয়, ওমানে বসবাসকারী একজন নিবেদিত কম্পিউটার দোকানদার। আমার প্রযুক্তি এবং ভ্রমণ উভয়ের প্রতিই আবেগ আছে এবং আমি ব্লগিং এর মাধ্যমে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আমার ভ্রমণের সাম্প্রতিক কারিগরি টিপস বা গল্পই হোক না কেন, আমি আমার পাঠকদের জন্য আকর্ষণীয় এবং দরকারী সামগ্রী সরবরাহ করার লক্ষ্য রাখি।কঠোর পরিশ্রম করা এবং নতুন জায়গা অন্বেষণ করা আমাকে অনুপ্রাণিত করে।আমি আমার অনন্য দৃষ্টিকোণ থেকে অন্তর্দৃষ্টি এবং গল্প অফার করে প্রযুক্তি এবং ভ্রমণের জগতের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আমার সাথে যোগ দিন।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.46
ETH 2409.96
USDT 1.00
SBD 2.42