Some fair photogarphy

in #beautiful2 months ago

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রাসূলের রহমতে অনেক অনেক ভাল আছি ভাল আছি আপনাদের মাঝে অটোগ্রাফি পরিশেষে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কথা আসলে বেশি না বলে যেটা কাজের কথা সেখানে ফিরে যায়।
20220524_122932.jpg
আমি চেষ্টা করি একেক সময় একেক কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে আর ধারাবাহিকতাও বজায় রাখতে সেই হিসেবে আজকে এই ফটোগ্রাফিগুলো চোখে পড়ল তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এটা মূলত পার্কের ফটোগ্রাফি আর পার্কে সবাই করতে ভালোবাসে তাই আমিও ঘুরে এ ফটোগ্রাফি গুলো তুললাম শেয়ার করলাম এখন।
20220524_122938.jpg
সবার ভাললাগা মন্দ লেখা থাকতে পারে আর সেটা জানাতেও পারে এতে করে কারো মাইন্ড হওয়ার কিছু নেই এবং মাইন্ড করার কিছু নেই যেহেতু এটা একেকজনের একেক রকম ফটোগ্রাফি পছন্দের তাই যে কেউ যেভাবেই অবশ্য মন্তব্য করে জানাতে পারবেন ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে।

কথা আর কি বলবো আপাতত এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ। তবে বিদায় লগ্নে আবার একটা কথা বলবা আগামীতে ভিন্ন কিছু নিয়ে আসবো সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন ধন্যবাদ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@arhossain99
অবস্থানবাংলাদেশ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার পরিচয়


আমার নাম আনোয়ার রহমান।আমি বাংলাদেশের চিটাগং বিভাগে বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।! আমি হ্রদয়, ওমানে বসবাসকারী একজন নিবেদিত কম্পিউটার দোকানদার। আমার প্রযুক্তি এবং ভ্রমণ উভয়ের প্রতিই আবেগ আছে এবং আমি ব্লগিং এর মাধ্যমে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আমার ভ্রমণের সাম্প্রতিক কারিগরি টিপস বা গল্পই হোক না কেন, আমি আমার পাঠকদের জন্য আকর্ষণীয় এবং দরকারী সামগ্রী সরবরাহ করার লক্ষ্য রাখি।কঠোর পরিশ্রম করা এবং নতুন জায়গা অন্বেষণ করা আমাকে অনুপ্রাণিত করে।আমি আমার অনন্য দৃষ্টিকোণ থেকে অন্তর্দৃষ্টি এবং গল্প অফার করে প্রযুক্তি এবং ভ্রমণের জগতের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আমার সাথে যোগ দিন।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43