এলোমেলো আলোকচিত্র-#১৩

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের সেইসব আলোকচিত্রগুলি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি তুলেছিলাম একটি গ্রামের দিকের থেকে। অনেকদিন বাদে একটু গ্রামের দিকে প্রকৃতির মাঝে ঘুরতে গিয়েছিলাম। এখানে মাঠের ভিতরে বিভিন্ন ধরণের শাকসবজিতে এখন ভরপুর। আমি মাঠের যে সাইটটাতে গিয়েছিলাম সেখানে সাধারণত মাঠকে মাঠ বেশিরভাগটাই বেগুন গাছ আর ভেন্ডি গাছের চাষ করা ছিল। তবে এইসব গাছে এখন ফল আসার মতো সময় এসে গিয়েছে, বেশ কিছু গাছে দেখেছিলাম ফলও এসেছে আবার ফুলেও ভরে গিয়েছে। ফুলে-ফলে ভরা গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে প্রকৃতির মাঝে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: মিরহাটি
তারিখ: ১৮ আগস্ট ২৩


Photo by @winkles

এই ছবিটি তুলেছিলাম একটা বৃষ্টিময় দিনে। সারাদিন সকাল থেকে রিমঝিম বৃষ্টি পড়েই চলেছিল বাইরের দিকে। বৃষ্টির সময় বাইরে না যেতে পারলেও অনেক সময় বৃষ্টির মুহূর্তটা ঘরে বসেও ভালো উপভোগ করা যায়। অনেক সময় বৃষ্টি পড়তে দেখতেও ভালো লাগে, আমার কাছেও বিষয়টা অনেক ভালো লাগছিলো, তাই ছবিটা তুলে নিয়েছিলাম।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২ সেপ্টেম্বর ২৩


Photo by @winkles

Photo by @winkles

এই ছবিটা তুলেছিলাম একটি রেস্টুরেন্ট থেকে। এটি একধরণের স্যুপ, বর্তমানে আমার এখন স্যুপ খেতে বেশ ভালো লাগে, তাই আর কোনো কিছু বিশেষ না খেলেও মাঝে মধ্যে স্যুপটা খেয়ে থাকি। এই স্যুপটা ছিল চিকেন ক্লিয়ার স্যুপ। স্যুপটি খেতে বেশ ভালো ছিল, তবে দেখতে ক্লিয়ার হলেও মশলা দেওয়া ছিল মোটামুটি ভালোই। আমি যদিও আগে এই চিকেন ক্লিয়ার স্যুপ খাইনি, ফলে এটা মশলা জাতীয় কিনা জানা ছিল না। তবে যাইহোক, খেতে বেশ ভালো লেগেছিলো স্যুপটা।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: কলকাতা
তারিখ: ২৩ আগস্ট ২৩


Photo by @winkles

এটা একটা স্কুলের পাশে মাঠের থেকে তুলেছিলাম। সন্ধ্যার দিকে একদিন এই মাঠের দিকে গিয়েছিলাম, তখন দেখলাম একটা ছেলে ভুট্টা বিক্রি করছে। ভুট্টা পোড়া দেখে খেতে মন চাইলো আর ব্যাস কয়েকটা কিনে নিলাম। ভুট্টা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, যদি কচি হয় তাহলে খেতে আরো ভালো স্বাদ লাগে। এই ছেলেটার কাছে ভুট্টাগুলো মোটামুটি কচি মতো বেছে বেছে ৮-১০ টার মতো পেয়েছিলাম, বাড়িতে এনে ভেজে খেতে বেশ ভালোই লেগেছিলো।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: শতদল
তারিখ: ২০ আগস্ট ২৩


Photo by @winkles

Photo by @winkles

এই ছবিটা তুলেছিলাম একটা কলেজ এর উদ্যান থেকে। এটাকে সাধারণত রাবার ফিগ বলে থাকে, আমরা অনেক সময় এটাকে এনথুরিয়াম এইরকম নামে জেনে থাকি, কারণ বেশিরভাগই বিক্রি হয় এই নামে। যাইহোক, এই রাবার ফিগ অনলাইনেও কিনতে পাওয়া যায়, যা বাড়িতে এর কিছু প্রজাতি টবে লাগানো যেতে পারে। এই উদ্ভিদটির লাল মতো লম্বা অংশটা অনেকটা আকর্ষণীয় দেখতে, বেশ দৃষ্টিনন্দন। এই উদ্ভিদের যেকোনো অংশ থেকে প্রচুর আঠাও নির্গত হয়ে থাকে। পাতাগুলোও বেশ বড়ো বড়ো, যেমন লম্বায় তেমন চওড়ায় আর পুরু হওয়ার সাথে সাথে তেলা জাতীয় এবং বিপরীত।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: চাঁদপাড়া
তারিখ: ১১ জুলাই ২৩


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

ফটোগ্রাফি গুলো প্রত্যেকটাই অনেক সুন্দর হয়েছে দাদা, তবে জীবন জীবিকা বিষয়ের উপর নির্ভর করে ভাজা ভুট্টা বিক্রেতার যে ছবিটা তুলেছেন তার গভীরতা অনেক। তাছাড়া প্রকৃতির ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাদা। বেশ ভালো লেগেছে আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো। যেখানে গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি থেকে শুরু করে নতুন একটি প্রকার সুপ দেখতে পারলাম যে আপনার খুবই প্রিয়, পাশাপাশি একটি বালকের ভুট্টা পোড়ানোর মুহূর্ত। সব মিলিয়ে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার এলোমেল ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো। তো বিশেষ করে একটা জিনিস ভালো লাগলো আপনি স্কুলের মাঠ থেকে ভুট্টা কিনে নিয়ে বাসায় গিয়ে খেয়েছিলেন। আসলে ভাইয়া ভুট্টা খেতে খুবই ভালো লাগে। সবমিলে আপনি খুবই দারুণ একটা সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

দাদা এলোমেলো বেশ কিছু আপনি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্য গুলো খুবই চমৎকার লাগছে। তবে সন্ধ্যার দিকে মাঠে গিয়েছিলেন এবং সেখানে একজন ভুট্টা বিক্রি করছিল, উনার ওখানে ভুট্টা পোড়ানোর দৃশ্যটি ও আশে পাশের দৃশ্য গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ফটোগ্রাফিতে কেন যেন মনে হচ্ছে খুব চমৎকার কিছু দৃশ্য ফুটে উঠে।।

Posted using SteemPro Mobile

 last year 

গ্রামের দিকের মাঠের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে দাদা। দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। পাশাপাশি বৃষ্টির পরে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। চিকেন ক্লিয়ার স‍্যুপের ফটোগ্রাফিও চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ ছিল দাদা আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যার মধ্যে বৃষ্টি ভেজা ছবিটা আর সবশেষে শেয়ার করা কলেজের উদ্যান থেকে রাবার ফিগের ছবিটা। উদ্ভিদের নামটা অনেকটাই অদ্ভুত। সুন্দর ছবিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 last year 

গ্রামের প্রকৃতির মাঝে ঘুরতে গিয়ে সেখান থেকে ফটোগ্রাফি করেছেন অনেক দুর্দান্ত হয়েছে দাদা। আর লাস্টের ফটোগ্রাফিটা প্রথমে দেখে তো আমি ভাবছিলাম এটা জামের পাতা, তো তারপর ভালো করে পড়ে দেখলাম যে এটা রাবার ফিগ। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

চিকেন ক্লিয়ার স্যুপ কখনো খাওয়া হয়নি দাদা। স্যুপের কালার বেশ ক্লিয়ার মনে হচ্ছে 🤭। তবে অনেক সময় কোন খাবার না খেলে সেই খাবারের টেস্ট বোঝা যায় না। ভুট্টা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করি। অনেকদিন থেকে ভুট্টা পোড়া খাওয়া হয় না। আজকে এই ফটোগ্রাফি দেখে মন চাচ্ছে ভুট্টা পোড়া খেতে। রাবার পাতা আমার কাছে বেশ ভালো লাগে। এই পাতাগুলো বেশ বড় সাইজের। গরমের সময় এই পাতা দিয়ে বাতাস করতে বেশি ভালো লাগে। এখনোও মনে পড়ে সেই দিনগুলোর কথা। যখন স্কুলে পড়তাম তখন রাবার পাতাগুলো দিয়ে বাতাস করতাম। আর রাবার পাতার উপর লিখতেও বেশ ভালো লাগতো। এই পাতাগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। আর বৃষ্টি ভেজা দিনের প্রকৃতি সবসময় সুন্দর হয়। ঘরের জানালা ঘুললেই সুন্দর সব প্রকৃতির দৃশ্য দেখতে পাওয়া যায়। দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে।

 last year 

আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল দাদা। বিশেষ করে বেগুনা আর ভেন্ডি গাছের চাষের ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে নিলেন। তাছাড়া আপনি স্যুপ তো অসাধারণ খেলেন দাদা। আমার স্যুপ খেতে অনেক ভালো লাগে। তাছাড়া স্যুপ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অন্যান্য ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। রাবার ফিগের ফটোগ্রাফিটা খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দর এলোমেলো ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68481.33
ETH 2722.20
USDT 1.00
SBD 2.75