লাস্ট টি২০ ম্যাচ বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো

in আমার বাংলা ব্লগ10 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম তথা শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটা যদিও আর তেমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না , তবে অস্ট্রেলিয়ার জন্য জেতাটা দরকার ছিল, কারণ মাত্র ১ টি ম্যাচ জিততে পেরেছে। তবে অস্ট্রেলিয়ার একটা বিষয় যে লাস্টে ৩ টি টানা টসে জিতেছে, কিন্তু কাজের কাজ করতে পারেনি। আজকে ব্যাঙ্গালুরুতে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তাতে অস্ট্রেলিয়ার জিতে যাওয়ার চাঞ্জ বেশি ছিল, যেহেতু টসে জিতে গিয়েছে আর পিচ হিসেবে। আর এমনিতেও গতকাল ইন্ডিয়া অনেকটা খারাপ ব্যাটিং করেছে, কারো পক্ষ থেকে তেমন একটা রান দেখা যায়নি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

যাইসওয়াল যদিও মার শুরু করেছিল, কিন্তু বেশিক্ষন খেলতে পারেনি। কয়েকটা দুটি ছয় মেরে ক্যাচ আউট হয়ে যায়। রুতুরাজও একই অবস্থা, মোটামুটি ওপেনিং এই ধস নেমে গিয়েছিলো কালকে। তবে শ্রেয়াস এসে একটু ধরে খেলার চেষ্টা করেছিল,মোটামুটি ভালই খেলছিল, কিন্তু অপর দিক থেকে বাকিরা আসছে আর আউট হয়ে যাচ্ছে, উইকেট ধরে রাখা তাদের জন্য মুশকিল একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো যেন। একমাত্র শ্রেয়াস বাদে বাকি সবাই ১০,১২, ২০ এইরকম একটা খাপ ছাড়া রান করে আউট হয়ে গেছে। তবে অক্ষর শ্রেয়াস এর সাথে ভালো একটা পার্টনারশীপ গেইন করতে যাচ্ছিলো, তবে একজনের পক্ষে চাপ নিয়ে এগিয়ে যাওয়াটাও একটা অসম্ভব ব্যাপার ছিল।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

তাও টেনেটুনে মোটামুটি ১৫০ রান ক্রস করেছিল। তবে এই রানে আমার আশা ছিল না একদমই যে জিততে পারবে। কারণ অস্ট্রেলিয়ারও ২/১ জন ব্যাটসম্যান যেভাবে খেলছিল তাতে এই ম্যাচ বেরিয়ে যাওয়ার পর্যায়ে ছিল। তবে এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে এটা বোঝা গেলো পিচ তেমন হেল্পফুল ছিল না ব্যাটসম্যানদের জন্য। অস্ট্রেলিয়া একপ্রকার ম্যাচ বের করেই ফেলেছিলো, কিন্তু খেলায় টুইস্ট নিয়ে আসে অর্শদীপ শিং, ম্যাকডার্মাট যদি আউট না হতো, তাহলে ম্যাচ বেরিয়ে যেত, কারণ সেট ব্যাটসম্যানের পক্ষে মাত্র ২০-২৫ রান কোনো ব্যাপার ছিল না।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

ওয়েডও কাজে লাগাতে পারেনি ব্যাটে উপস্থিত থেকে, মাত্র ১০ রান বাকি ছিল ১ ওভারে। কিন্তু হিটই করতে পারেনি। লাস্ট ওভারটা একটা বিশাল টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। ম্যাচের আগাগোড়া দেখে অতটা ভালো না লাগলেও লাস্ট মুহূর্তটা বেশ আকর্ষণীয় ব্যাপার ছিল আর ভারত এইভাবে জিতবে লাস্ট ওভারে এটাও অকল্পনীয় ছিল, কারণ টি২০ ম্যাচ হোক আর যেই ম্যাচ হোক, ১ ওভারে ১০ রান নিয়ে কখনো জেতা যায় না, যদি মিরাক্কেল কিছু না ঘটে। আর সেই মিরাক্কেলই ঘটলো কালকে শেষ মুহূর্তে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

একের পর এক খেলাগুলো হতেই থাকবে আর তাতে আমাদের ভারত এভাবে সবাইকে চমকে দিয়ে জিতে যাবে এটাই আমাদের জন্য গর্বের।প্রথম দিকে ভারত ভালো না খেললেও শেষের দিকে এভাবে জিতে যাবে আসলেই সেটা অবাক হওয়ার ব্যাপার ছিল।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

খেলা হাড্ডাহাড্ডি না হলে মজা নেই খেলা দেখে‌ প্রতিটা টি-টোয়েন্টি ম্যাচ দেখেছি গতকাল যাত্রা পথে থাকায় ম্যাচটি উপভোগ করতে পারিনি। যাইহোক মাত্র ৬ রানের ব্যবধানে হারা টা সত্যি একটা ম্যাচের দারুন একটা মুহূর্ত সবাই উপভোগ করেছে রিভিউ পড়ে ভালো লাগলো দাদা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দাদা আজকেও আপনি আমাদের মাঝে খেলা বিষয়ক একটা পোস্ট শেয়ার করেছেন, যেটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। লাস্ট টি-টোয়েন্টি ম্যাচ দেখছি বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়েছিল। এই ধরনের ম্যাচ গুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এই কারণেই আমার কাছে আপনার লেখা পোস্টটা খুব ভালো লেগেছে দাদা। আমি আপনার সম্পূর্ণ পোস্ট পড়ার চেষ্টা করেছি সুন্দর ভাবে। দাদা প্রতিনিয়ত আপনার খেলা বিষয়ক পোস্ট গুলো পড়ার জন্যই অপেক্ষায় থাকি। আজকেও একটা পোস্ট শেয়ার করেছেন, যেটা সম্পূর্ণ পড়ে ভালো লেগেছে। সত্যি দাদা শেষে কিন্তু মিরাক্কেল ঘটেছিল। এক ওভারে দশ রান নিয়ে জেতা আসলেই যায় না। আর শেষ পর্যন্ত ভারত জিতেছে এটা জেনেই অনেক আনন্দিত হলাম। সত্যি দাদা এই বিষয়টা জেনে আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে কোন খেলা দেখতে ভালো লাগুক বা না লাগুক, তবে টানটান উত্তেজনার সাথে যে খেলা গুলো হয় সেগুলো খুব ভালো লাগে। মেচটা সত্যি অনেক সুন্দর ছিল ,তবে খেলোয়ার্ডরা বেশি রান করে আগায়নি। নিশ্চয়ই দর্শকরা অনেক ভালোভাবে উপভোগ করেছিল কালকের এই ম্যাচটা। ধন্যবাদ দাদা পুরো ম্যাচের রিভিউ সুন্দর করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। সে পর্যন্ত অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনি আমাদের মাঝে তাড়াতাড়ি শেয়ার করবেন খেলা বিষয়ক পরবর্তী পোস্ট।

 10 months ago 

টি-টোয়েন্টি খেলা দেখলেই যেন অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। যেহেতু ২০ ওভারের এই খেলাতে প্রচুর পরিমাণে রান হয় তাই এটা দেখতে খুবই ভালো লাগে। ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ খেলাটা আমি দেখেছিলাম খুবই টানটান উত্তেজনা ছিল। অবশেষে ভারত জয় লাভ করেছে এটা দেখে খুবই ভালো লেগেছিল।

 10 months ago 

দাদা আপনি আমাদের মাঝে সব সময় খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেন দেখে ভালো লাগে। এই পোস্টটা আমি সম্পূর্ণভাবে পড়ার চেষ্টা করেছি। কারণ এটা খেলা বিষয়ক একটা পোস্ট ছিল। ক্রিকেট খেলা আমার সবথেকে পছন্দের। আগে ক্রিকেট খেলা হতো আবার টিকেট খেলা দেখাও হত। রাত জেগে অনেক ম্যাচ দেখেছি। যার জন্য মায়ের কাছে অনেক বকাঝকা ও শুনতে হয়েছিল। তবে এখন বড় হওয়ার সাথে সাথে ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে জীবনে। যার কারণে খেলা তো দূরের কথা খেলা দেখাও হয় না। তবে আমি মাঝে মাঝে চেষ্টা করি, শর্টকাট ভাবে হলেও খেলার কিছু তথ্য জান জানার। এখন কিন্তু কষ্ট করা লাগে না, আপনার পোস্টগুলো পড়েই ম্যাচগুলোর সম্পর্কে ধারণা নিতে পারি। এত অল্প রান করে বেশিরভাগ খেলোয়াড় আউট হয়ে গিয়েছে এটা শুনে খারাপ লেগেছে। তবে শেষ পর্যন্ত ভারত বিজয়ী হয়েছে, এটা শুনে এতটাই ভালো লেগেছে, আমি তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। কালকের শেষ মুহূর্তে আসলেই মিরাক্কেল ঘটেছিল দাদা।

 10 months ago 

এটা ঠিক বলেছেন দাদা, শ্রেয়াসায়ার হাফ সেঞ্চুরি করায় একটা ভালো টার্গেট দাড় করাতে পেরেছিল ভারত! আর ভারত ভালো বোলিং করেছে বলতেই হয়। শেষের দিকে পার্টনারশিপ গড়ার আগেই আউট করতে পেরেছে। সবমিলিয়ে টি-টোয়েন্টি সিরিজটা জিততে পারলো ভারত

 10 months ago 

এই ম্যাচের হাইলাইটস দেখেছিলাম। শ্রেয়াস আইয়ার এবং আক্সার প্যাটেল ছাড়া ভারতের কেউ তেমন ভালো ব্যাট করতে পারেনি। এই ম্যাচ জেতার হিউজ চান্স ছিলো অস্ট্রেলিয়ার। শেষের ওভারে মাত্র ১০ রান নেওয়া টি-২০ ম্যাচে তেমন কোনো ব্যাপার না। ম্যাথিউ ওয়েড ক্রিজে থাকার পরও মাত্র কয়েকটি রান নিতে পারেনি। আসলে এটা মিরাক্কেল ই বটে। যাইহোক ভারতের ভাগ্য আসলেই খুব ভালো। তাইতো এতো অল্প রান করেও ম্যাচ জিতে নিয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61986.52
ETH 2406.81
USDT 1.00
SBD 2.65