ভারতীয় বোলারদের প্রেসারে আফ্রিকান ব্যাটসম্যানদের ধস নামলো

in আমার বাংলা ব্লগ9 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: astro cricket

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। গতকাল একটা বড়ো ম্যাচ ছিল। আর বড়ো ম্যাচ এইজন্য বললাম, কারণ ভারত আর সাউথ আফ্রিকা এই বিশ্বকাপে সব থেকে শক্তিশালী অবস্থানে আছে এবং উভয় টিমই তাদের যোগ্য স্থানে পৌঁছিয়ে গিয়েছে। মানে তাদের এই ম্যাচ ছাড়াও তারা সেমী ফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। কলকাতার ইডেন গার্ডেনের এই পিচ-এ খেলার অর্থ হলো বুদ্ধির পরিচয়, কারণ এই পিচে ব্যাটিং আর বোলিং একই রকম থাকলেও কিছু ক্ষেত্রে বোলাররা অনেক সুবিধা পেয়ে থাকে আর সেটা হলো স্পিনারের ক্ষেত্রে। এই পিচে স্পিন খুব কাজ করে সেটা বিগত ম্যাচেও দেখা গিয়েছে। বেশি রান আর কম রান যে রানের চেজ হোক না কেন, শেষে ব্যাটিং করতে গেলে বিপর্যয়ের সম্মুখীন হতে হয় ব্যাটসম্যানদের এইটা জানা কথা। ভারত এখানে কিন্তু টসে জিতে একটা ভালো ডিসিশন নিয়েছিল ব্যাটিং করার।


স্ক্রিনশর্ট: astro cricket

কারণ তাদের স্পিনার আছে ভালো ভালো, ফলে ভালো সুবিধা পাবে। ভারত গতকাল ব্যাটিং করতে নেমে যেন মনে হচ্ছিলো রোহিত ৬ আর ৪ এর মেলা বসিয়েছিলো হা হা, একদম এসেই টি২০ ফরম্যাটে খেলা শুরু করলো, সাথে শুভমন গিলও সেই ফর্মে আছে। বলা যায় ওপেনিং একটা শক্তিশালী পর্যায়ে আছে। প্রথম ৬ ওভারে রান রেট ১২ করে, আমি তো ভেবেছিলাম এইভাবে খেললে ২০ ওভারেই ২০০ পার করে দেবে। তবে এখানে রাবাডা এসে বিপদ ঘটিয়ে দিলো অর্থাৎ রোহিত এখানে শর্ট পিচ খেলতে গিয়ে ক্যাচ তুলে ফেলে, যদিও রাবাডার ওই বলটা স্লো হলেও লেন্থ ভালো ছিল। মোটামুটি যা রান করার ফাস্ট বলে রান তুলে নিয়েছে, কারণ তারাও জানে স্পিন বলে বেশি রান হবে না এই পিচে। আফ্রিকার মহারাজা নামের এক স্পিনার তার ১০ ওভারেই ভালো প্রেসার দিয়ে রেখেছিলো। ২০ ওভারের পরের থেকে রান রেট অনেক চেপে যায় আর কয়েকজন আউটও হয়ে যায়।


স্ক্রিনশর্ট: astro cricket

তবে কোহলি যেখানে আছে, সেখানে রান হবেই। আর তারপর তার ছিল জন্মদিন আর এই বিশেষ দিনে সেঞ্চুরি করবে না সেটা কি করে হয়, কোহলি এখন টেন্ডুলকার এর সমান সমান পৌঁছিয়ে গিয়েছে অর্থাৎ দুইজনেরই ৪৯ সেঞ্চুরি বিশ্বকাপে। শ্রেয়াস মাঝখানে এসে ভালো খেলে গিয়েছে। তবে রান পরে যেভাবে উঠছিলো তাতে ভেবে নেওয়া যাচ্ছিলো যে ৩৫০ এর কাছাকাছি যাবে, কিন্তু ওখানে লাস্ট ১০ ওভারে যখন সেট ব্যাটসম্যান দরকার তখনই শ্রেয়াস আউট হয়ে গেলো আর ওই সময় কোনো নতুন ব্যাটসম্যানের উপরও একটা চাপ পড়বে। তাও কোহলি শেষ পর্যন্ত টেনে দিয়েছে , যার ফলে ৩০০ ক্রস করলো। এই পিচে স্পিনারের সামনে এইটা হিউজ একটা রান। এই রান চেজ করতে গেলে বিপক্ষ টিমের চাপ তো থাকবেই, কিন্তু এইভাবে যে ধরাশায়ী হয়ে যাবে এইটা কল্পনা করা যায়নি, এই নিয়ে পরপর দুটি ম্যাচে এই ঘটনা ঘটলো অর্থাৎ শ্রীলঙ্কাও ১০০ করতে পারলো না আর গতকাল তো সাউথ আফ্রিকাও ১০০ করতে পারলো না।


স্ক্রিনশর্ট: astro cricket

সাউথ আফ্রিকা আসলে প্রথম থেকেই বিশাল প্রেসারে পড়ে যায় বোলারদের চাপে, কেউ এসে খেলতেই পারছে না সে ফাস্ট বল হোক আর স্পিনের কথা ছেড়েই দিলাম। সামি, সিরাজ, জাদেজা, কুলদীপ যেন আজকে প্রলয় ডেকে নিয়ে আসলো আফ্রিকান ব্যাটসম্যানদের জন্য। আর আম্পিয়ারদের সামনে যেভাবে প্রতিটা ওভারে জাডেজা বা অন্য বোলাররা আপিল করলো তাতে ব্যাটসম্যানরাও যেমন ভয় পেয়ে গিয়েছে তেমনি আম্পিয়াররাও যেন ঘাবড়িয়ে গিয়েছে, কারণ হলো আপিল করলে কোনো আউট দেয়নি, আর পরে সেইগুলো রিভিউ করে আউট নিয়ে নিলো। আসলে ভারতের বোলিং প্রেসার দেখে বেশ আনন্দ পাওয়া যাচ্ছে এক প্রকার। কোনো টিমই পেরে উঠছে না, বিশেষ করে ব্যাটসম্যানরা টিকতেই পারছে না ক্রিজে এসে, যেন একপ্রকার ব্যাটসম্যানদের যাওয়া-আসার প্রদর্শন চলছে মাঠে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 9 months ago 

এই বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নজর কাড়ার মত। তারা যেমন ব্যাটিংয়ে অধিক রান করছে ঠিক তেমন পাশাপাশি বোলিং এর তারা খুবই ভালো পারফরম্যান্স করছে। আর এরপরে যে কোন দলের সাথে তারা খুব সহজে জয় লাভ করছে। বিরাট কোহলি কে অভিনন্দন জানাই টেন্ডুলকার সাথে সমান সেঞ্চুরি করার জন্য। আপনি খুব চমৎকারভাবে খেলাটা রিভিউ করেছেন ধন্যবাদ দাদা আপনাকে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

কালকে বিরাট কোহলির ব্যাটিং দেখে খুব ভালো লেগেছিল। তবে এই পিচে স্পিনারদের বিপক্ষে ব্যাট করাটা বেশ কষ্টকর। শেষের দিকে বিরাট কোহলি সেঞ্চুরির জন্য ধীরগতিতে ব্যাট করেছিল। তবে সাউথ আফ্রিকার ব্যাটিং দেখে রীতিমতো অবাক হয়েছি। মাত্র ৮৩ রানে অলআউট হয়ে গেল। এই বিশ্বকাপে বেশ কয়েকটি দল অল্প রানে অলআউট হয়ে গিয়েছে এবং বেশ কিছু অঘটন ঘটেছে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

দাদা আপনি অনেক সুন্দর করে খেলা বিষয়কে একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। খেলা বিষয়ক পোস্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে পড়তে। সাউথ আফ্রিকার ব্যাটিং টা দেখে আমি তো অনেক বেশি অবাক হয়েছি দাদা, কারণ এরকম ব্যাটিং টা একেবারে ভিন্ন ছিল। কোহলির জন্মদিনের কথাটা শুনে সত্যি অনেক বেশি ভালো লাগলো আমার কাছে। সে অনেক ভালোভাবেই ম্যাচটা খেলেছিল, যেটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। ৩০০ ক্রস করেছিল এটা দেখে সত্যি দারুন লেগেছে আমার কাছে। সম্পূর্ণটা এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখে জাস্ট অসাধারণ লেগেছে দাদা। আশা করছি পরবর্তীতেও খেলাধুলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

 8 months ago 

দাদা ঠিকই বলেছেন। ইন্ডিয়া অপরাজিতই থেকে গেল। এবারের আসরে টিম ইন্ডিয়া কি মন্ত্র পড়ে খেলতে নামে সেটা কেউ বুঝতে পারছে না। টিম ইন্ডিয়ার সামনে কেউ দাড়াতে পারছে না। যে সাউথ আফ্রিকা মাঠে রানের পাহাড় তুলে সেই জাগায় তারা মাত্র ৭৯ রানে অল আউট হয়ে গেল। বিষয়টা খুবই লজ্জার ব্যাপার। তবে গোল বলের খেলা তো কখন কি হয় সেটা বুঝার উপায় নেয়। আপনার সাথে আমি এক মত পোষন করছি যে ভারতীয় বোলারদের প্রেসারে আফ্রিকান ব্যাটসম্যানদের ধস নামলো। আফ্রিকান শিবিরে তো ব্যাটসম্যান আর বোলারদের অভাব ছিল না। তারা মাঠে নামলেই ৩০০/৪০০ রান করে। এখনে কৃতিত্ব ভারতের বোলারদের। তবে ঐদিন বিরাট কুহেলি একটি রেকর্ড করে। কোহলি যেখানে আছে, সেখানে রান হবেই। আর তারপর তার ছিল জন্মদিন আর এই বিশেষ দিনে সেঞ্চুরি করবে না সেটা কি করে হয়, কোহলি এখন টেন্ডুলকার এর সমান সমান পৌঁছিয়ে গিয়েছে অর্থাৎ দুইজনেরই ৪৯ সেঞ্চুরি বিশ্বকাপে। শ্রেয়াস মাঝখানে এসে ভালো খেলে গিয়েছে। তবে রান পরে যেভাবে উঠছিলো তাতে ভেবে নেওয়া যাচ্ছিলো যে ৩৫০ এর কাছাকাছি যাবে, কিন্তু ওখানে লাস্ট ১০ ওভারে যখন সেট ব্যাটসম্যান দরকার তখনই শ্রেয়াস আউট হয়ে গেলো আর ওই সময় কোনো নতুন ব্যাটসম্যানের উপরও একটা চাপ পড়বে। তাও কোহলি শেষ পর্যন্ত টেনে দিয়েছে। কোহেলির এখানে আর কিছু করার ছিল না। যায়হোক শুভকামনা টিম ইন্ডিয়ার জন্য। ধন্যবাদ দাদা।

 8 months ago 

দাদা অনেক ভালো লেগেছে পুরোটা আমার কাছে পড়তে। এই ম্যাচটা অনেক বড় ছিল তা তো আপনার রিভিউ টা দেখেই বুঝতে পারছি। খেলা বিষয়ক পোস্টগুলো আমি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি আপনার পোস্টগুলো পড়ে। আসলে আমি আগে কখনো খেলা দেখিনি এবং খেল বিষয়ক কোন কিছু আমার কাছে ভালো লাগতো না। তবে আপনার পোস্টগুলো পড়ে খেলা বিষয়ক অনেক কিছুই জানতে পেরেছি। বিরাট কোহলির কথা আপনার মাধ্যমে অনেকবার শুনেছি দাদা। যার কারনে বুঝতেই পারছি দাদা তিনি অনেক বেশি ভালো খেলে থাকেন। শ্রীলংকা ও ১০০ করতে পারেনি এবং সাউথ আফ্রিকা ও ১০০ করতে পারেনি দেখছি। অনেক সুন্দর করে আপনি এই ম্যাচটার রিভিউ করেছেন। ধন্যবাদ দাদা আমাদের মাঝে এটা ভাগ করে নেওয়ার জন্য।

 8 months ago 

খেলাধুলা নিয়ে করা আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো দাদা। ভারতের পারফরম্যান্স দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আর তারা সবসময় ভালো পারফরম্যান্স দর্শকদের মাঝে উপহার দেয়। আর বিরাট কোহলি সত্যি দারুন খেলেছেন। উনার পারফরম্যান্স সব সময় আমাকে মুগ্ধ করে। এছাড়া অন্যান্য প্লেয়ার দারুন খেলেছে। রোহিত ৬ আর ৪ এর মেলা বসিয়েছিলো এটা সত্যি একদম ঠিক বলেছেন দাদা। উনার পারফরম্যান্স সব সময় সবাইকে মুগ্ধ করে।অন্যদিকে ইন্ডিয়ান টিমের সাথে কেউ পেরে উঠছে না ।মনে হচ্ছে যেন তাদের ধারে কাছেও কেউ যেতে পারছে না। সাউথ আফ্রিকা প্রথম থেকে বেশ চাপের মধ্যে পড়েছিল। তারা বুঝতে পারছিল না কি করবে। শ্রীলঙ্কা ও আফ্রিকা কোন দল ১০০ করতেও পারল না। দাদা আপনি অনেক সুন্দর করে এই ম্যাচের রিভিউ সবার মাঝে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ইন্ডিয়ান টিমের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67657.28
ETH 3498.77
USDT 1.00
SBD 2.70