You are viewing a single comment's thread from:

RE: ভারতীয় বোলারদের প্রেসারে আফ্রিকান ব্যাটসম্যানদের ধস নামলো

in আমার বাংলা ব্লগlast year

দাদা ঠিকই বলেছেন। ইন্ডিয়া অপরাজিতই থেকে গেল। এবারের আসরে টিম ইন্ডিয়া কি মন্ত্র পড়ে খেলতে নামে সেটা কেউ বুঝতে পারছে না। টিম ইন্ডিয়ার সামনে কেউ দাড়াতে পারছে না। যে সাউথ আফ্রিকা মাঠে রানের পাহাড় তুলে সেই জাগায় তারা মাত্র ৭৯ রানে অল আউট হয়ে গেল। বিষয়টা খুবই লজ্জার ব্যাপার। তবে গোল বলের খেলা তো কখন কি হয় সেটা বুঝার উপায় নেয়। আপনার সাথে আমি এক মত পোষন করছি যে ভারতীয় বোলারদের প্রেসারে আফ্রিকান ব্যাটসম্যানদের ধস নামলো। আফ্রিকান শিবিরে তো ব্যাটসম্যান আর বোলারদের অভাব ছিল না। তারা মাঠে নামলেই ৩০০/৪০০ রান করে। এখনে কৃতিত্ব ভারতের বোলারদের। তবে ঐদিন বিরাট কুহেলি একটি রেকর্ড করে। কোহলি যেখানে আছে, সেখানে রান হবেই। আর তারপর তার ছিল জন্মদিন আর এই বিশেষ দিনে সেঞ্চুরি করবে না সেটা কি করে হয়, কোহলি এখন টেন্ডুলকার এর সমান সমান পৌঁছিয়ে গিয়েছে অর্থাৎ দুইজনেরই ৪৯ সেঞ্চুরি বিশ্বকাপে। শ্রেয়াস মাঝখানে এসে ভালো খেলে গিয়েছে। তবে রান পরে যেভাবে উঠছিলো তাতে ভেবে নেওয়া যাচ্ছিলো যে ৩৫০ এর কাছাকাছি যাবে, কিন্তু ওখানে লাস্ট ১০ ওভারে যখন সেট ব্যাটসম্যান দরকার তখনই শ্রেয়াস আউট হয়ে গেলো আর ওই সময় কোনো নতুন ব্যাটসম্যানের উপরও একটা চাপ পড়বে। তাও কোহলি শেষ পর্যন্ত টেনে দিয়েছে। কোহেলির এখানে আর কিছু করার ছিল না। যায়হোক শুভকামনা টিম ইন্ডিয়ার জন্য। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68325.56
ETH 2454.15
USDT 1.00
SBD 2.62