রঙ্গন ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলি হলো রঙ্গন ফুলের। রঙ্গন ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। সাধারণত রঙ্গন ফুলের জাত হিসেবে এইগুলো বিভিন্ন কালারের দেখতে হয়ে থাকে। এই কালারগুলোর মধ্যেও একটা পার্থক্য আছে, লক্ষ্য করলে দেখা যায় যে, ফুলের কালার যদি হলুদ বা লাল বা গোলাপি যাই হোক না কেন, কোনোটা বেশি ঔজ্বল্য আবার কোনটা কম ঔজ্বল্য। ফুলগুলো বেশ গুচ্ছাকারে বেড়ে ওঠে এবং এইগুলো দেখতে বেশ আকর্ষণীয় হয়ে থাকে। এই ফুলের গাছগুলো বা ফুলগুলো খুবই ঘন হয়ে থাকে আর দ্রুত বর্ধনশীল। এক কোথায় কিছুটা ঝোপ ঝাড়ের মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকে বলে এর আরেক নাম জঙ্গল জেরানিয়াম বা ফ্লেমও বলা হয়ে থাকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ফুলগুলোর অনেকটা নাম আছে বিভিন্ন স্থান ভেদে বা বৈজ্ঞানিক দিক থেকে। তবে সাধারণ অর্থে জঙ্গল জেরানিয়াম বা রঙ্গন যেটাকে আমরা বাংলায় বলি, এইরকম বিভিন্ন স্থানে বিশেষ ভাবে প্রচলিত আছে। আমি নিজেই এই ফুলটাকে বেশি জঙ্গল জেরানিয়াম বলে থাকি, এটা মূলত যার যে নামে বেশি ভালো লাগে বা মনে থাকে সেইভাবেই প্রচলিত হয়ে থাকে। বৈজ্ঞানিক নামগুলো বেশ ইন্টারেষ্টিং আর মনে রাখাও সহজ। এই ফুলটার আরো একটা সাদা কালারের জাত আছে, যেটা আমাদের এখানে সচরাচর দেখা যায় না। বেশিরভাগই লাল, গোলাপি আর হলুদটাই আমরা দেখে থাকি আর এইগুলোই বিভিন্ন উদ্যানে বেশি লাগিয়ে রাখে। বাড়িতে বেশিরভাগ যারা লাগিয়ে থাকে, সেটা দেখা যায় লাল কালারেরটা, এইগুলো বেশি সৌন্দর্যপূর্ণ হয়ে থাকে।

Photo by @winkles

Photo by @winkles

শোভাবর্ধনকারী হিসেবে লাগিয়ে রাখলেও এর পাশাপাশি হলুদ কালারটা একটা ইউনিক সৌন্দর্যতার প্রকাশ পায়। এর ফলগুলোও দেখতে বেশ সুন্দর লাল লাল আর ছোট। এর বিভিন্ন শাখাপ্রশাখা রয়েছে আর চিরসবুজ গুল্ম জাতীয় একটি উদ্ভিদ হিসেবে বেড়ে ওঠে। তবে এদের হাইট বেশি একটা হয়ে থাকে না, মোটামুটি ১০ ফুট কিংবা তারও কম হয়ে থাকে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে । এই রঙ্গন ফুলের উদ্ভিদের পাতাগুলো ছোট হলেও এটি দেখতে অনেকটা চকচকে আর পুরু হয়ে থাকে। তবে উদ্ভিদে গুচ্ছাকারে ফুলগুলো ফুটলে যেমন ভালো লাগে, তেমন এর কলিগুলোও যখন গুচ্ছাকারে হয়ে থাকে কাণ্ডে, তখনও অনেক সুন্দর লাগে। আর ফুলগুলোতে অধিকাংশ ক্ষেত্রে কালো কালো একধরণের পিঁপড়া দ্বারা পরাগায়িত হতে দেখা যায়, কারণ পুষ্পমন্জুরিতে অত্যাধিক পরিমানে পিঁপড়া দেখতে পাওয়া যায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

ফুলের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। যখন গাছে ফুল ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। আর ফুল হলো সৌন্দর্যের প্রতীক। রঙ্গন ফুল আমার কাছেও বেশ ভালো লাগে। এই ফুল বিভিন্ন কালারের হয়। আর এই ফুলের প্রত্যেকটা কালার অনেক সুন্দর। তবে সাদা রঙ্গন ফুল আমি কখনো দেখিনি। মনে হচ্ছে ওই কালারটাও দেখতে অনেক ভালো লাগবে। জঙ্গল জেরানিয়াম বা ফ্লেমও এই নামটি যদিও আগে জানা ছিল না। তবে রঙ্গন ফুলের এত সুন্দর নাম জেনে অনেক ভালো লাগলো দাদা। এটা ঠিক বলেছেন দাদা বিভিন্ন ফুলের বৈজ্ঞানিক নাম গুলো অনেক ভালো লাগে। আর বৈজ্ঞানিক নাম গুলো মনে রাখা অনেক সহজ। আমার কাছেও মনে হয় অঞ্চল ভেদে ফুলের কিছু কিছু নামের পার্থক্য আছে। আর বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন রকমের নামে এই ভুলগুলোকে সম্বোধন করে। তবে যাই বলুন না কেন দাদা ফুল গুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। আর ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙ্গন ফুল দেখতে আসলেই খুব সুন্দর লাগে। লাল রঙের রঙ্গন ফুল সবচেয়ে বেশি দেখা যায়। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে রঙ্গন ফুল সহায়ক ভূমিকা পালন করে। বিভিন্ন পার্কের মধ্যে রঙ্গন ফুল সবচেয়ে বেশি দেখা যায়। নার্সারিতে গেলে বিভিন্ন রঙের রঙ্গন ফুল দেখা যায়। কিছুদিন আমি নার্সারিতে গিয়ে লাল,গোলাপি, হলুদ এবং সাদা রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যদিও সাদা রঙের রঙ্গন ফুল সবচেয়ে কম দেখা যায়। রঙ্গন ফুল থোকায় থোকায় ফুটে থাকে, সেজন্য দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। রঙ্গন ফুল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

দাদা আজকাল যেখানেই যাই না কেন রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখতে পাই। আপনার করা রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন হয়েছে। বাস্তবে দেখতে যেমন লাগে তার চেয়েও সুন্দর আপনার ফটোগ্রাফি করা রঙ্গন ফুল গুলো। শুভ কামনা রইল আপনার এত সুন্দর ফটোগ্রাফির জন্য।

 last year 

গুচ্ছাকারে ফুলগুলো ফোটার কারণে রঙ্গন ফুল আমার কাছে খুবই ভালো লাগে। সচরাচর লাল এবং গোলাপি রঙের রঙ্গন ফুল দেখা যায়। হলুদ রঙের রঙ্গন ফুল আমি এখনো সামনাসামনি দেখিনি। বিভিন্ন ফটোগ্রাফিতে দেখেছিলাম। বেশ ভালই লাগে হলুদ রঙের ফুল গুলো। রঙ্গন ফুলের মধ্যে পিঁপড়ে দেখেছি কিন্তু জানা ছিল না যে এরা পিপড়ার মাধ্যমে পরাগায়ন করে। ফটোগ্রাফি গুলো ভালো লাগলো এবং পোস্ট পড়ে বেশ কিছু জানতে পারলাম দাদা।

 last year 

দাদা, রঙ্গন ফুলগুলো দেখতে আমার কাছেও খুবই ভালো লাগে। থোকায় থোকায় ভিন্ন ভিন্ন রঙের রঙ্গন ফুলগুলো যখন গাছে ফুটে থাকে, তখন দেখতে ভারী সুন্দর লাগে। আমাদের এদিকেও ভিন্ন ভিন্ন রঙের রঙ্গন ফুলগুলো সব সময় চোখে পড়ে যায়। সাদা, টকটকে লাল, গোলাপি আবার হলুদ রঙের রঙ্গন ফুল গুলো সচরাচরই চোখে পড়ে যায়। তবে আগে একটা সময় ছিল, যখন শুধুমাত্র লাল রঙ্গন ফুলটি চোখে পড়ে যেত। তবে ইদানিং নার্সারি কিংবা অন্যান্য অফিস আদালতে গেলেও ভিন্ন ভিন্ন রঙের রঙ্গন ফুলগুলো বেশ ভালোই দেখতে পাওয়া যায়। দাদা, আজ আপনি রঙ্গন ফুলের খুব সুন্দর আলোকচিত্র ও খুব সুন্দর বর্ণনা করেছেন যা পড়ে খুব ভালো লাগলো। রঙ্গন ফুলের আলোকচিত্র নিয়ে সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

বাহ চমৎকার। আপনি আজকে রঙ্গন ফুলের দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আরো একটা জিনিস ভালো লাগলো আপনি এই ফুল সম্পর্কে দারন ভাবে বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

বাহ্ আপনি তো চমৎকার একটা ফুলের ফটোগ্রাফি করছেন।আপনি ঠিক বলছেন এই ফুলের বিভিন্ন ধরনের নাম রয়েছে। আমাদের এলাকায় রঙ্গন ফুল নামে পরিচিত। আপনি রঙ্গন ফুল নিয়ে দারুণ আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আপনি রঙ্গন ফুলের খুব সুন্দর আলোকচিত্র শেয়ার করেছেন। আমার কাছে রঙ্গন ফুল অনেক ভালো লাগে। বিশেষ করে লাল রঙ্গন দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার পোস্টের মাধ্যমে রঙ্গন ফুল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন প্রায় বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙ্গন ফুলের গাছ লাগানো হয়। এর প্রতিটি কালারই খুব সুন্দর। ধন্যবাদ দাদা এত সুন্দর আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আরেক নাম জঙ্গল জেরানিয়াম বা ফ্লেমও বলা হয়ে থাকে।

এটা জানা ছিল না দাদা। শুধু জানতাম রঙ্গন ফুলই নাম এটার। যেহেতু এটা ঘন এবং জঙ্গলের মতো দেখতেও ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 78890.33
ETH 3180.07
USDT 1.00
SBD 2.68