আফগান বোলারদের বিপক্ষে রোহিতের বিস্ফোরক ব্যাটিং

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। গতকাল ইন্ডিয়া আর আফগানিস্তান এর মধ্যে একটা ম্যাচ ছিল, আর এই ম্যাচটা ইন্ডিয়ার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না হলেও আফগানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এমনিতেই অনেক বড়ো মার্জিনে হেরে বসে আছে আগে, আর এইটা তাদের না জিতলে মাইনাসে চলে যাবে। অলরেডি মাইনাসে চলে গেছে। দিল্লিতে এই যে খেলাটা হয়েছে তাতে মোটামুটি ধরে নিয়েছিলাম যে, জিততে না পারলেও একটা ভালো রান করতে পারবে। কারণ এই দিল্লির পিচ হলো এক প্রকার রানের পাহাড়, এই কথাটা বললাম কেন, কারণ এই পিচে খুবই দ্রুত রান তৈরি করা যায়। যেটা কিন্তু এর আগের একটি ম্যাচে আমরা দেখেছি শ্রীলংকা আর আফ্রিকার খেলায়। আসলে এই পিচে একটু বুঝেশুনে খেলতে পারলে হিউজ রান করা যায়।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

তবে এই পচে মোটামুটি সাড়ে ৩৫০+ রান না করলে তেমন জেতার আশা থাকে না কোনো বড়ো টিমের বিপক্ষে খেললে। এমনিতেও ম্যাক্সিমাম এই পিচে রান ৪০০ ক্রস করে যায়। আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে এটাও এক প্রকার ইন্ডিয়ার দিক থেকে কোনো সমস্যা হয়নি, কারণ এই পিচে খেলা হলে এবং টসে জিতলেও আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই নেয়, তবে মাঝে মাঝে বেশ কিছু বড়ো টিমের সাথে খেলার সময় বিবেচনায় ব্যাটও নিয়ে থাকে। যাইহোক, গতকাল আফগানিস্তান ব্যাটিং শুরু করলেও প্রথম থেকে খুবই হার্ড প্রেসারে থাকে, কারণ বুমরার লেন্থ বল খেলা অতটাও সহজ না এক্সপেরিয়েন্স না থাকলে। প্রথম থেকেই রান খুবই ধীর গতিতে বাড়তে থাকে, তাও প্রথম পাওয়ারপ্লে ওভারে মোটামুটি কিছুটা রান করতে পারলেও দ্বিতীয় পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে মাত্র ২ রান রেট।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

তবে শাহিদী আর আজমাতুল্লাহ দুইজন ব্যাটসম্যান হালটা বেশ মজবুত করে ধরে, দুইজন মোটামুটি ভালো একটা পার্টনারশীপ বিল্ড করে দিয়ে যায়। যার ফলস্বরূপ এই পিচে মোটামুটি একটা মানানসই রানের টার্গেট দেয়। তবে এর বিপরীত খেলাটা যদি দেখা যায় অর্থাৎ ইন্ডিয়ার ব্যাটিং লেভেল ছিল ভয়ানক । যেন আফগান বোলারদের উপর দিয়ে সাইক্লোন ঝড় হচ্ছে হা হা। রোহিত এসেই টি-২০ ফর্মে খেলা শুরু করে দিলো, ৪ আর ৬ এর বন্যা বয়ে যেতে লাগলো যেন প্রতি ওভারে। একাই স্ট্রাইক নিয়ে খেলা শুরু করে দিলো। আমি ভেবেছিলাম যে এই রান তুলতে ৪০ ওভার লাগবে না, তার অনেক আগেই জিতে যাবে। রোহিত ১৩০ রানের একটা ভয়ানক ইনিংস খেলে যায়, হাইলাইটস দেখলে বুঝতে পারবেন। রোহিত আসলে এমন একজন ওপেনার, যে যে ম্যাচে একবার সেট হয়ে যায় সেটাতে কয়েকদিনের না খেলতে পারার রাগটাও উশুল করে নেয়। মোটামুটি বলা যায় যে, গতকাল ইন্ডিয়া একটা আরামদায়ক ম্যাচ জিতেছে। এমনিতেও এই পিচে এই রান চেজ করা ইন্ডিয়ার জন্য একদম টেনশন ফ্রি ছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 10 months ago 

জী দাদা ঠিক বলেছেন আফগানিস্থানের বোলারদের বিপক্ষে রোহিত শর্মার বিস্ফোরক ব্যাটিং সবাইকে অবাক করে দিয়েছে। আমি মনে মনে ধারনা করেছিলাম রোহিত এমন একটি খেলা উপহার দিবে। কারন আমি রোহিত শর্মার খেলা অনেক দেখিছি। তিনি একজন ঠান্ডা মাথার খেলোয়ার। তার ‍উপর ডিপেন্ট করা যায়। ঐদিন আফগানিস্থানও মোটামুটি ভালো করেছে। আপনার কথাই ঠিক পিচটা হলো ব্যাটিং পিচ। কারন তারাও ২৭২ রান করেছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম ৩০০+ হবে। তবে রশিদ খান আউট হয়ে যাওয়ার কারনে সেটা আর হলো না। তবে সাড়ে তিনশো চারশো হলেও ইন্ডিয়া সেটা জিতে যেত সেই বিশ্বাস ছিল। আর বাস্তবেও সেই প্রমান পেলাম। ইন্ডিয়া টানা দুইটি ম্যাচ জিতে গেল। আর আফগানিস্তান হেরেই গেলো। আমার মনে হচ্ছে এবার ইন্ডিয়ার হাতে কাপ উঠবে। কারন তাদের খেলার দারাবাহিকতা ভালো। তারপরও গোল বলের খেলা কোথায় থেকে কোথায় যায় বলা যায় না। ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আফগানিস্তান বনাম ভারতের ম্যাচ টি আমি দেখেছি। সত্যিই ভারতের রোহিত শর্মা বেশ অসাধারণ ব্যাট করেছে। তার নান্দনিক ব্যাটিং ছিলো খুবই দুর্দান্ত। আফগানিস্তান বোলারদের একেবারে তুলধুনা করেছে। রোহিত ১৩০ রান করেছে বেশ ভালো লেগেছে । আফগানিস্তান বনাম ভারতের ম্যাচ টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

শুরুতে আফগানিস্তানের ব্যাটিং দেখে ভেবেছিলাম বেশি রান করতে পারবে না। পরবর্তীতে শহীদি এবং আজমত উল্লাহ দুর্দান্ত ব্যাটিং করে। যাইহোক ইন্ডিয়ার কাছে যে এই টার্গেট চেজ করা কোনো ব্যাপার না, সেটা ভারতের ব্যাটিং শুরু করার আগেই বুঝেছিলাম। যাইহোক রোহিত শর্মার ব্যাটিং দেখে মনে হয়েছিল হাইলাইটস দেখছিলাম। রোহিত শর্মার এমন ব্যাটিং অসংখ্য বার দেখেছি। আসলে রোহিত শর্মা সেট হয়ে গেলে রানের ঝড় বয়ে যায় সবসময়ই। সবমিলিয়ে বেশ উপভোগ করেছি রোহিত শর্মার ব্যাটিং। এই পিচে এমনিতেও রান সবসময় বেশি হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

এবারের বিশ্বকাপে আমরা দারুণ কিছু খেলা উপভোগ করতে পারছি। আর আফগানিস্তান বনাম ভারতের খেলাটা এমন পিছে খেলা হয়েছিল তাতে ৩৫০ সনের উপরে করা দরকার ছিল জিতার জন্য। আর রোহিত শারমা যেভাবে এড করছিল তাতে আরো বেশি রান হলেও কোন সমস্যা হত না অনায়াসে জিতে যেত ভারত।

 10 months ago 

আফগানিস্তান বনাম ভারতের খেলা টা দেখে কালকে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রোহিত শারমা যেভাবে ব্যাট করছিল তাদেরকে মনে হয়েছিল যেন আজকে রোহিত শর্মা একাই রান করে ফেলবে।

 10 months ago 

দাদা এটা কিন্তু সত্যি, এটা আসলেই অনেক অবাক করার বিষয় ছিল। আফগানিস্তানের বোলারদের বিপক্ষে রোহিত শর্মার বিস্ফোরক ব্যাটিং সবাইকে অনেক বেশি অবাক করেছে এবং এটা আমি শুনেছিলাম। আসলে আমি খেলা দেখি না অনেক বছর ধরে, কারণ খেলা দেখার সময় হয়ে উঠেনা এখন। তবে কারো কাছ থেকে শুনে অথবা আপনার পোষ্টের মাধ্যমে পড়ে, খেলা সম্পর্কে এখন সবকিছু জানতে পারি। দর্শকরা রোহিত শর্মার ব্যাটিং নিশ্চয়ই অনেক উপভোগ করে দেখেছিল। এরকম খেলা গুলো আসলে অনেক ভালো লাগে। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে দাদা আপনার এই পোস্ট। পুরোটা খুবই দারুণ ছিল এটা বলতে হয়।

 10 months ago 

ক্রিকেট খেলা সম্পর্কে কম খবর রাখা হয় তবে ইদানিং আপনাদের পোষ্ট পড়ে অনেক ধারণা পাচ্ছি দাদা।তাছাড়া অনেক কিছু জানতেও পারছি, দিল্লির পিচ রানের পাহাড় হওয়া সত্ত্বেও আফগানরা হেরে গেছে।আর রোহিতের দুর্দান্ত খেলায় ভারত জিতে গেছে এটা আমাদের জন্য অনেক গর্বের ও আনন্দের।আসলেই মনে হচ্ছে অনেক আরামদায়ক খেলা ছিল এটি,ধন্যবাদ দাদা।

 10 months ago 

দাদা আজকেও আপনি আমাদের মাঝে খেলা বিষয়ক একটা পোস্ট শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। আপনার খেলা বিষয়ক পোস্ট গুলো আমি সবসময় পড়ার চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে খেলা বিষয়ক পোস্ট গুলো পড়তে। এই খেলাটায় কিন্তু রোহিত বেশ ভালোই খেলেছে। রোহিতের বিস্ফোরক ব্যাটিংটা ছিল সবচেয়ে দারুন। ইন্ডিয়া এই ম্যাচটা জিতে গিয়েছে এটা জেনে আরো বেশি আনন্দিত হলাম। অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এই কথাটা শুনে। খেলোয়াড়রা এভাবে খেললে সেই খেলাটা দেখতে সবথেকে বেশি ভালো লাগে। এখানে তো দেখছি দিল্লির পিচ রানের পাহাড় হওয়া সত্ত্বেও আফগানিস্তান হেরে গিয়েছে। যদিও তাদের জন্য এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ইন্ডিয়া বেশ আরামদায়কভাবে জিতে গিয়েছিল তাহলে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যখন এই পোস্টটা পড়ছিলাম। সম্পূর্ণ পোস্ট পড়ার সময় আমার মনে হচ্ছিল যেন খেলার জায়গায় আমি ছিলাম। এরকম পোস্টগুলো আমাদের মাঝে পরবর্তীতে ও শেয়ার করবেন আশা করছি দাদা।

 10 months ago 

সেদিন আফগানিস্তানের বিপক্ষে রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি করাটা নিঃসন্দেহে এবারের বিশ্বকাপ টুর্নামেন্টের একটি স্মরণীয় মুহূর্ত। তবে এটা সত্য যে আফগানিস্তানের বিপক্ষে ইন্ডিয়া দুর্দান্তভাবে বিজয়ী হবে এটা আমি আগেই অনুমান করেছিলাম। অনেক অনেক শুভকামনা রইলো আবার প্রিয় ক্রিকেট টিম ইন্ডিয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38