অনেক বড়ো রানের ব্যবধানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শিরোপা জিতলো

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: JioCinema

আজকে একটা খেলাধুলা বিষয়ক পোস্ট করবো। খেলাধুলা আমার অনেক পছন্দের, আর খেলার মধ্যে ক্রিকেট আমার অনেক প্রিয় সেটি গত একটি পোস্টে মনে হয় বলেছিলাম। তাই ক্রিকেট খেলা হলে মোটামুটি এটা একটু দেখার চেষ্টা করি, যদিও এখন সময় নেই অতো দেখার, কিন্তু তাও মোটামুটি সময় পেলে সেই সময়টা একটু দেখে নেই ফোনে। যাইহোক, অনেকে হয়তো জানেন ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে ৫ দিনের একটা টেস্ট সিরিজ কিছুদিন আগে শুরু হয়েছিল। আর এই খেলাটি ওদের দেশে মানে ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল, তবে এখন মোটামুটি ওয়েস্ট ইন্ডিজের এমন একটা অবস্থা যে ওদের যেখানেই খেলানো হোক না কেন, একদমই খেলতে পারে না। এমনিতেও ওয়েস্ট ইন্ডিজ এর টেস্ট টিম বহু বছর ধরে নড়বড়ে, কখনোই জেতার ধারে কাছে যেতে পারে না। তবে ওয়ানডে আর টি-টুয়েন্টি তে ভালো ছিল, বিশেষ করে সেরা টিম ছিল টি-টুয়েন্টিতে। কিন্তু এখন কোনোটাইতে কোয়ালিফাই করতে পারছে না।


স্ক্রিনশর্ট: JioCinema

বর্তমানে সামনে যে বিশ্বকাপ আসতে চলেছে সেটার কোয়ালিফাই নির্বাচনেও তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ নেদারল্যান্সডস, স্কটল্যান্ড এদের মতো টিমের সাথেই হেরে গিয়েছে। সে যাইহোক, এখন যে টেস্ট ম্যাচটা খেলা হয়েছে ইন্ডিয়ার সাথে তাদের, তাতে আমি প্রথম দিন থেকেই আন্দাজ করেছিলাম যে এই ম্যাচ ৫ দিন পর্যন্ত গড়াবে না, কারণ ওয়েস্ট ইন্ডিজের যে অবস্থা তাতে দুইদিনে না শেষ হয়ে যায় খেলা। নিয়ম অনুযায়ী তো টসে ওয়েস্ট ইন্ডিজ জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে সিদ্ধান্ত কিন্তু ঠিক ছিল, কারণ টেস্ট ম্যাচ যেহেতু অনেক সময় ধরে খেলার বিষয় সেক্ষেত্রে প্রথমে তারা পুরো ১ দিন আরো পরের দিন এর হাফ পর্যন্তও টাইম পেতো, সেক্ষেত্রে বড়ো স্কোর বানানোর একটা সুবর্ণ সুযোগ থাকে এখানে। তবে ওদের খেলার অবস্থা প্রথম থেকে যেটা দেখলাম তাতে আমি কিছুক্ষনের জন্য খেলা দেখা অফ করে দিয়েছিলাম। পরে খুলে দেখি মোটামুটি আধা ঘন্টায় ৪ উইকেট এর পতন হয়ে গেছে।


স্ক্রিনশর্ট: JioCinema

আর টেস্ট ম্যাচ এ এতো দ্রুত উইকেট পড়ে যাওয়া মানে মনোবল বলতে গেলে অর্ধেক চুরমার হয়ে যাওয়া। ওদেরও তাই ভারতের এখন বর্তমানে সেরা স্পিনার অশ্বিন তাদের কোমর যেন ভেঙেই দিলো। একটা প্লেয়ারও ৫০ রানের কোটা পূরণ করতে পারিনি প্রথম ইনিংসে। অশ্বিন একাই ধরাশায়ী করে দিলো পুরো টিমটাকে। সবাই উইকেট নিলেও অশ্বিন ৫ উইকেটের মালিক একাই প্রথম ইনিংসে। সেক্ষেত্রে অনেক কষ্টমষ্ট করে ওয়েস্ট ইন্ডিজের স্কোর মাত্র ১৫০ রানের কোটায় গিয়ে স্টপ হয় পুরো উইকেট হারিয়ে । আর এদিকে ইন্ডিয়া ওইদিনই ব্যাটে নেমে মারপিট শুরু করে দিলো ওয়েস্ট ইন্ডিজ বোলারদের। ইন্ডিয়ার প্রথম উইকেট ফেলতেই তারা পারে কোনোমতে , কারণ রোহিত আর যশস্বী দুইজনেই এমনভাবে ফিট হয়ে গেছে ক্রিজে যে তাদের সামনে কোনো বলেই কাজ করছে না আর। আর তাছাড়া যশস্বী এর এইটা তার প্রথম অভিষেক টেস্ট ম্যাচ ছিল, এতো কম বয়েসে ভালোই নাম করেছে। একাই ১৫০+ রানের মালিকানা গড়ে। তার সাথে রোহিতও সেঞ্চুরি হাঁকিয়ে দেয়। তবে রোহিত সেঞ্চুরির পরে আউট হয়ে গেলেও যশস্বী ম্যাচটা অনেক্ষন ভালোই টিকিয়ে রেখেছিলো।


স্ক্রিনশর্ট: JioCinema

মোটামুটি ইন্ডিয়ার বেশি ব্যাটসম্যানের মাঠে নামা লাগেনি, তিনজনেই ম্যাচ এর রেজাল্ট বের করে দিয়েছিলো প্রথম ইনিংসে ৪০০+ রান করে। আর ইন্ডিয়ার আর সেকেন্ড ইনিংস খেলাই লাগেনি, কারণ সেকেন্ড ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ আরো কম রানে অল আউট হয় অর্থাৎ ১৩০ রানের মধ্যে তাদের দ্যা ইন্ড ঘোষণা হয়ে যায়। ৫ দিনের খেলা ৩ দিনে ইতি টানে এবং অনেক বড়ো রানের ব্যবধানে ম্যাচটা জিতেছে ইন্ডিয়া। আর এই টেস্ট ম্যাচটা কিন্তু সামনে ২০২৩-২০২৫ এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন এর খেলা হিসেবে শুরু হলো। অনেক রানে জেতা ইন্ডিয়ার জন্য ভালো পয়েন্ট।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে বেশ ভালোই লড়াই হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ভালো খেলে এটা বলতে পারছি না। আর ইন্ডিয়ার ম্যাচ গুলো সব সময় আমার অনেক ভালো লাগে। তারা সব সময় দারুন খেলে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের আত্মবিশ্বাস তাদের সফলতাকে আরো বাড়িয়ে তোলে। ইন্ডিয়া সত্যি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।প্রথম ইনিংসে ৪০০+ রান করা সত্যিই অনেক খুশির ব্যাপার ছিল। ইন্ডিয়ার জয় দেখে অনেক ভালো লেগেছে দাদা। যদিও খেলা দেখা হয়নি। তবে আপনার এই পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম দাদা। খেলা বিষয়ক এই পোস্ট আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা আগে প্রচুর পরিমাণে আমি ক্রিকেট খেলা দেখতাম, কারণ টিকেট আমার অনেক বেশি পছন্দের খেলা। তবে এখন সময়ের কারণে ক্রিকেট খেলা একেবারেই দেখা হয় না বললে চলে। ইন্ডিয়া অনেক রানের ব্যবধানে জিতে গিয়েছে এই বিষয়টা জেনে অনেক খুশি হলাম। আপনি মাঝে মাঝে খেলা দেখে থাকেন এবং খেলা আপনার খুব পছন্দের এটা জেনে ভালো লাগলো দাদা। গ্রামের দিকে বেশিরভাগ ছেলেদেরকে দেখা যায় টিকেট খেলতে। ইন্ডিয়ার তিনজন প্লেয়ার দেখছি ম্যাচটির রেজাল্ট বের করে দিয়েছিল প্রথম ইনিংসে ৪০০+ রান করে। এ বিষয়টা সত্যি অনেক বেশি আনন্দের ছিল। আপনার মাধ্যমে আজকে ক্রিকেট খেলা সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে দাদা। অনেকদিন পর টিকেট খেলার সম্পর্কে কিছু একটা জানলাম। দুইটা তিনটা পর্যন্ত রাত জেগে খেলা দেখা হতো। বেশিরভাগ খেলা তো মধ্যরাতে হতো তখন আমি রাত জেগে দেখতাম কিন্তু এখন এমন ব্যস্ততা হয়েছে খেলা দেখা হয় না। যাইহোক দাদা ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 last year 

একদিক দিয়ে হিসাব করলে মূলত ওয়েস্ট ইন্ডিজ অশ্বিনের কাছেই খেলাটা হেরেছে। একজন যদি পাচঁ উইকেট নিয়ে নেয় তাহলে আর বাকি থাকে কি। এক সময় ওয়েস্ট ইন্ডিজ দারুন খেলতো। বিশ্বের এমন কোন লীগ নেই যে তারা খেলেনি। তাদের ম্যান গুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকার কারনে তাদের মাঝে বন্ডিংটা তৈরী হচ্ছে না। এগারোজেনর মাঝে একজনও ৫০ করতে পারলো না। তাও আবার টেষ্ট ম্যাচের মধ্যে। টেষ্টের মধ্যে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রান। চিন্তা করা যায় কত বাজে খেলেছে। যায়হোক হয়তো এক সময় ঘুরে দাড়াবে। সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ দাদা।

 last year 

অনেকদিন পর একটা ভিন্ন ধরনের পোষ্ট দেখলাম দাদা।আপনি সময় পেলেই ক্রিকেট খেলা দেখেন এবং এটা আপনার প্রিয় খেলা জেনে ভালো লাগলো।আমার ক্রিকেট খেলা তেমন দেখা হয় না।তবে রান নেওয়ার বিষয়টি বেশ মজা লাগে আমার কাছে।সেকেন্ড ইনিংস না খেলেই ইন্ডিয়া জিতে গেল এটা খুবই ভালো খবর, ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আজকে আপনি অনেক ভিন্ন একটা পোস্ট করেছেন। যদিও ক্রিকেট খেলা সম্পর্কে আমার তেমন কোন ধারনা একেবারেই নেই, তবে এই খেলা সম্পর্কে কারো কাছ থেকে জানতে খুব ভালো লাগে। খেলা আমি কখনো দেখিনি তবে অনেকের মুখে শুনেছি। আমি খেলা দেখি বা না দেখি যারা খেলা দেখে তাদেরকে জিজ্ঞেস করি কোন দল জয়ী হয়েছে। এখানে তো দেখছি সেকেন্ড ইনিংস না খেলেই ইন্ডিয়া জিতে গিয়েছে। ইন্ডিয়ার জয়ী হওয়ার বিষয়টা জেনে অনেক বেশি ভালো লাগলো দাদা। আপনি তো দেখছি এই খেলাটা অনেক বেশি পছন্দ করেন। আসলে মাঝে মাঝে খেলা দেখে ও আমাদের বিনোদন নেওয়া উচিত। খেলা সম্পর্কে যদি কিছু জানা যায় তাহলে নিজের কাছেও ভালো লাগে। ইন্ডিয়া তো দেখছি পাঁচ দিনের খেলা তিন দিনে ইতি টানে এবং বড় রানের ব্যবধানে জিতে নিয়েছে। যাইহোক দাদা ভিন্নধর্মী একটা পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো।

 last year 

দাদা আপনার ভিন্ন ধরনের একটা পোস্ট দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। যদিও খেলার সম্পর্কে আমার কোন অভিজ্ঞতাই নেই। আসলে আমি খেলা দেখতে খুব একটা অভ্যস্ত নয়। তবে আপনার কাছ থেকে এই ধরনের পোস্ট পেলে পড়তে ভালো লাগে। বিশেষ করে এখানে দেখছি ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে ভালই খেলা হয়েছে। তবে ইন্ডিয়া কিন্তু বরাবরই ভালো খেলে। এই বিষয়টাই আমার কাছে সব থেকে ভালো লাগে। আর এখানেও দেখছি অনেক বড় একটা রানের ব্যবধানে ইন্ডিয়া জিতেছে। আসলে বেশি রানে জেতার আনন্দটাই বেশি। নতুন একটা অভিজ্ঞতা নিতে পারলাম আজকের পোস্ট থেকে।

 last year 

দাদা খেলা দেখতে আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে খেলার মধ্যে ক্রিকেট খেলাটা আমার বেশি পছন্দের। কিন্তু বর্তমানে ব্যস্ততার কারণে একদমই খেলা দেখা হয় না। আর এই জন্য আপনার খেলা সম্পর্কে পোস্ট দেখে বেশি ভালো লাগলো। বিশেষ করে দেখছি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মাঝে বেশ ভালই লড়াই চলেছে। যদিও এই ম্যাচটা আমার দেখা হয়নি। কিন্তু আপনার পোস্টের মাধ্যমেই জানতে পারলাম। আবার দেখছি প্রথম ইনিংসে ৪০০+ রান করে। তবে শেষ পর্যন্ত অনেক বড় রানের ব্যবধানে জিতেছে ইন্ডিয়া এটা দেখে ভালো লাগলো। এমনিতে ইন্ডিয়ার খেলা গুলো দেখতে বেশ ভালই অনুভূতি হয়। আর ইন্ডিয়া জেতাতে নিশ্চয়ই আপনার অনেক ভালো লেগেছে দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33