"আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা - ৩৯।। " পেস্তা বাদামের খোসা দিয়ে গাছের ডালে ময়ূরের ক্রাফট"

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আবার নতুন একটি diy প্রজেক্ট নিয়ে আসছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড ইউজাররা সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। যদিও শুধু মাত্র এডমিন ও মডারেটর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আমি যখনই এই প্রতিযোগিতার কথা শুনেছিলাম সেদিন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অংশ গ্রহণ করবো। আসলে আপনারা জানেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারলে ভালো লাগে না।যদিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা আমার ঠিক না তারপর ও নিজের ভালো লাগার জন্য অংশ গ্রহণ করা। এই প্রতিযোগিতার দেওয়ার আগ থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আপনারা তো জানেন আমি যেটা ভাবি সেটাই করি। বলতে পারেন অনেকটা খামখেয়ালী স্বভাবের মেয়ে। আসলে আমি যেটা ভাবি সেটা করতে না পারলে ভালো লাগে না। তাই নিজের ইচ্ছাটা পূরণ করতে এই কনটেস্টে অংশগ্রহণ করা।
যাই হোক কিছুদিন আগে পেস্তা বাদামের খোসা ছাড়ানো সময় ভাবছিলাম এই খোসা দিয়ে কিছু করা যায় কি না। এটা ভেবেই খোসা গুলো জমিয়ে রেখেছিলাম। কিন্তু কিছু বানানোর সময় হচ্ছিলো না। পরে এই কনটেস্টের কথা শুনেই ভাবলাম এই সুযোগে যদি কিছু করা যায়।কিন্তু কি তৈরি করবো ভেবেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটা ময়ূরের ক্রাফট তৈরি করা যায় কি না। এই ক্রাফটা তৈরি করার করার পিছনে একটা কারণও আছে। আসলে ময়ূর খুব ভালো লাগে। আর ময়ূরের পালক ভালো লাগে। তাই কোথাও গেলে আমি ময়ূরের পালক কিনে ঘরে সাজিয়ে রাখি। তাই সেই ময়ূরের ক্রাফট তৈরি করার সিদ্ধান্ত নিলাম। তবে তৈরি করতে গিয়ে একটু ঝামেলায় পরে গিয়েছিলাম। কারণ ওই দুষ্টু টিনটিন বাবু ভীষণ বিরক্ত করছিলো। তরপর ও একটু সময় নিয়ে করেই ফেললাম। আশা করি আমার ক্রাফটি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে ফিরে যাই।

IMG_20230610_113358.jpg

IMG_20230610_113434.jpg

IMG_20230610_113808.jpg
উপকরণ:
১.পেস্তা বাদামের খোসা
২. বিভিন্ন কালারের রং
৩. রং তুলি
৪. প্লে ডো
৫.কয়েক প্রকার গাছের পাতা
৬. গোলাপ ফুল ও পাতা
৭. একুরিয়ামের প্লাস্টিক গাছ
৮. সাদা কাগজ
IMG_20230609_090800.jpg

IMG_20230610_073646.jpg

IMG_20230610_083545.jpg

IMG_20230610_105018.jpg
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে পেস্তা বাদামের খোসা গুলো সবুজ রং,গোল্ডেন রং, নীল রং ও লাল রং করে নিতে হবে। সেগুলো রৌদ্রে শুকিয়ে নিতে হবে।

IMG_20230609_091218.jpg

IMG_20230609_100708.jpg

IMG_20230609_100820.jpg

IMG_20230609_165916.jpg

IMG_20230610_104852.jpg

IMG_20230610_083545.jpg
২. এবার সাদা কাগজে ময়ূরের অর্ধেক অংশ এঁকে নিতে হবে। সেটি সুন্দর করে রং করে দিতে হবে।

IMG_20230609_160842.jpg

IMG_20230609_160955.jpg

IMG_20230609_161156.jpg

IMG_20230609_161341.jpg

IMG_20230609_161459.jpg

IMG_20230609_161626.jpg

IMG_20230609_162032.jpg

IMG_20230609_162300.jpg

IMG_20230609_162338.jpg

IMG_20230609_163413.jpg
৩.এরপর যে পেস্তা বাদামের খোসায় ময়ূরের পালকের ডিজাইন করা হয়ে হয়েছিলো সেই খোসা গুলোয় গাম লাগিয়ে ময়ুয়ের পালকে লাগিয়ে নিতে হবে।

IMG_20230609_165153.jpg

IMG_20230609_165219.jpg

IMG_20230609_165413.jpg

IMG_20230609_170348.jpg

IMG_20230610_073502.jpg
৪. ময়ূর তৈরি করা হলে এর নিচে প্লে ডো একটি ফুল গাছের ডাল বানিয়ে দিলাম। সেই ডাল গাম দিয়ে কাগজের উপর লাগিয়ে দিলাম। তাতে কিছু সবুজ পাতা এঁকে দিলাম।আর গোলাপী রঙের পেস্তা বাদামের খোসা দিয়ে ছোট ছোট ফুল বানিয়ে দিলাম।

IMG_20230610_073847.jpg

IMG_20230610_073917.jpg

IMG_20230610_074029.jpg

IMG_20230610_075346.jpg

IMG_20230610_075355.jpg

IMG_20230610_081912.jpg

IMG_20230610_082128.jpg

IMG_20230610_082613.jpg

IMG_20230610_082658.jpg

IMG_20230610_082914.jpg

IMG_20230610_103829.jpg

IMG_20230610_103942.jpg

IMG_20230610_104538.jpg

IMG_20230610_104725.jpg

IMG_20230610_104728.jpg
৫. এরপর মনের মত করে কিছু প্লাস্টিকের গাছ গাম লাগিয়ে দিলাম আবার কিছু লাল রংয়ের পেস্তা বাদামের খোসা দিয়ে কিছু ফুল বানিয়ে দিলাম।

IMG_20230610_105123.jpg

IMG_20230610_105153.jpg

IMG_20230610_105749.jpg

IMG_20230610_110724.jpg

IMG_20230610_111526.jpg
৬.এবার কিছু অর্জিনাল গাছের পাতায় গাম লাগিয়ে সাজিয়ে দিলাম।

IMG_20230610_112847.jpg

IMG_20230610_112918.jpg

IMG_20230610_113211.jpg
এবার তৈরি হয়ে গেল গাছের ডালে ময়ূরের ক্রাফট। সবার
কাছে ভালো লেগেছে। জানিনা আপনাদের কেমন লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এই ক্রাফটি ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে।

IMG_20230610_113619.jpg

IMG_20230610_113808.jpg

IMG_20230610_113642.jpg

Sort:  
 last year 

তোমার এই আর্টে আমি মুগ্ধ । প্রেমে পড়ে গেলাম । এই আর্টের এবং তোমার । আহারে মেয়ে ভালোবেসে ফেলেছি তোমাকে । তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি ।এবার বিয়ে করে তোমার জীবন ধন্য করতে চাই :)

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে❤️।আপনার এই সৃজনশীলতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।। অনেক সুন্দর হয়েছে আপনার এই ময়ূরের ক্রাফটি।

 last year 

এই কমিউনিটির যেকোনো জায়গায় আপনার অবাধ বিচরণ রয়েছে আপনি যেকোনো জায়গায় ইচ্ছা করলেই অংশগ্রহণ করতে পারবেন এতে কোন বাধা নেই আমি মনে করি । আর যখন যেটা মনে চায় সেটা করাই ভালো বৌদি। আপনি অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন আর করেই ফেলেছেন যার কারণে আমরা এত সুন্দর ক্র্যাফট দেখতে পেলাম । এটা যে পেস্তা বাদামের খোসা দিয়ে করেছেন আপনি না বললে তো আমরা বুঝতেই পারতাম না। কালারটা একদম পারফেক্ট ময়ূরের পালকের মতই হয়েছে ।অসাধারণ রং করেছেন বৌদি। খোসা গুলো জমিয়ে রেখে ভালোই করেছিলেন এখন ভালো একটি কাজে ব্যবহার করতে পারলেন। আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে।

 last year 

একদম ঠিক করেছেন বৌদি কনটেস্টে অংশ গ্রহণ করে।
বৌদি আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে খুব খুব খুশি হয়েছি।কারণ আপনি প্রতিনিয়ত ইউনিক কিছু তৈরি করেন।বৌদি আপনার তৈরি পেস্তা বাদামের খোসা দিয়ে ময়ূরের ক্রাফট দেখে আমি মুগ্ধ বৌদি। দারুণ অসম্ভব সুন্দর হয়েছে বৌদি। আর এই কালার কম্বিনেশন টা দারুণ মানিয়েছে।আপনার জন্য অনেক অনেক দুআ ও শুভকামনা রইল বৌদি।

 last year 

দিদি আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দিদি ময়ূর পাখিটা আমার কাছেও অনেক ভালো লাগে। আর ময়ূরের পালকের স্থান তো স্বয়ং ভগবানের মাথায় থাকে সব সময়। আপনার ইউনিক আইডি আইডিয়া দিয়ে সুন্দর ইউনিক একটি ডাই তৈরি করেছেন ময়ূরের সৌন্দর্য অপরূপ। আর টিনটিন বাবু একটু দুষ্টুমি করেছিলো বলেই হয়তো ময়ূর পাখিটার সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে গেছে।

 last year 

দিদি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে আরো বেশি ভালো লাগছে। আমার মনে হয় মন যেটা চায় সেটা করাই ভালো। পেস্তা বাদামের খোসা গুলো জমিয়ে বেশ দারুন আইডিয়া নিয়ে অনেক সময় ধরে কাজ করেছেন। পেস্তাবাদামের কালারগুলো খুব পার্ফেক্ট ছিল ঠিক ময়ূরের পেখমের মতোই দেখতে দারুণ লাগছে। দিদি আপনার সুন্দর আইডিয়া দিয়ে ইউনিক একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

পেস্তা বাদামের খোসা দিয়ে গাছের ডালে ময়ূরের ক্রাফট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন বৌদি। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই জিনিসটা। সম্পূর্ণ ভিন্ন ধরনের পদ্ধতিতে আপনি এই জিনিসটা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন।

 last year 

বৌদি, আপনি আমাদের বৌদি বলে পক্ষপাতিত্ব কোন বিষয় নয়। এই প্রতিযোগিতা যদি আমাকে বিচারক দেয়া হতো, অবশ্যই আমি আপনাকে প্রথম করতাম। আমি সত্যি বলছি বৌদি আপনি দারুন একটা ইউনিক কিছু আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি প্রথম দেখে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে ছিলাম। শুধু এটাই ভাবছিলাম যে বৌদির মাথায় এত সুন্দর একটি আইডিয়াটা কেমন করে আসলো। পেস্তা বাদামের খোসা দিয়ে ময়ূরের ক্রাফট। এটি তৈরি করতে আপনি যথেষ্ট ধৈর্য ও সময় ব্যয় করেছেন। সর্বশেষে শুধু এতোটুকুই বলবো বৌদি, আপনার এই ক্রিয়েটিভিটির প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই। আপনাকে অনেক ধন্যবাদ বৌদি। আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সত্যি ই বৌদি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আপনার এরকম একটি পোস্ট দেখে। বাদামের খোসা দিয়েও যে এরকম ভাবে ময়ূরের ক্রাফট তৈরি করা যায় সেটা জানা ছিল না। এই প্রথমবার আপনার পোষ্টের মাধ্যমে এরকম ময়ূর তৈরি করা দেখলাম দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে যাবেন বলে আশা রাখি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88194.12
ETH 3339.93
USDT 1.00
SBD 3.00