আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভুনার মজাদার রেসিপি ||~~
সকলকে শুভেচ্ছা 🌹। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕
আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভুনার মজাদার রেসিপি ||~~
☆꧁:: সাথী রান্না ঘরে .::. ꧂☆
☆꧁:: সাথী রান্না ঘরে .::. ꧂☆
সাথী রান্নাঘরে চলছে
তারি কারুকাজ।।
বন্ধুরা আজ আবারো খুবই চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। মজার মজার সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।। কথায় আছে মাছে ভাতে বাঙালি।
যদিও আমি ইলিশ মাছ ছাড়া আর কোন মাছই খাই না। আমি নিজে ইলিশ মাছ খুব পছন্দ করি জন্যই আজ ইলিশ মাছের ডিম আলু দিয়ে মজাদার ভুনা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছের ডিম আমাদের পরিবারের সকলেই খুব পছন্দ করে। ইলিশ মাছের ডিম ভুনা অনেক করেছি তবে আলু দিয়ে এই প্রথমবার করছি। আর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না।
আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে ইলিশ মাছের দাম প্রায় স্বর্ণের মত। কারণ যেভাবে ইলিশ মাছের দাম বেড়েই চলেছে ঠিক সেভাবে সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া প্রায় মুশকিল হয়ে উঠেছে।। যেহেতু আমার জীবনে আমি একটি মাছ খাই তাই সিয়াম ইলিশ মাছের দামের কথা চিন্তা না করে আমার জন্য অনেক বড় একটা মাছ সেই সাথে ডিম কিনে এনেছে। আর সে কারণে সিয়ামকে কে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং অনেক অনেক দোয়া🤲।
আসুন এই মজাদার রেসিপিটি দেখতে এবার সাথী রান্নাঘরে প্রবেশ করি।
♥☆꧁:: সাথী রান্না ঘর .::. ꧂☆♥
বন্ধুরা সাথী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আবার ও চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, লোভনীয় মজাদার ও সুস্বাদু আলু - দিয়ে ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি।
খুবই সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত করে তৈরি করেছি আজকের রেসিপিটি। আর এই মজাদার রেসিপিটি যে একবার টেস্ট করবে সে বারবার খেতে চাইবে। আর এটাই হলো এই সাথী রান্না ঘরের বিশেষত্ব। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে।
আলু এবং ইলিশের ডিম পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে। আলু আমাদের পরিবারের সকলেরই খুব প্রিয় একটি সবজি । সেই সাথে ডিম পছন্দ করে না এমন মানুষের সংখ্যাও কিন্তু কম। আর সাথে ইলিশের ডিম হলে তো কথাই নেই।আসুন তাহলে মজাদারের রেসিপি তৈরি করতে কি কি লেগেছে। উপকরণগুলো দেখে আসি।
☆꧁::প্রয়োজনীয় উপকরন .::. ꧂☆
আলু
ইলিশ মাছের ডিম
পেঁয়াজ
লবণ
তেল
সরিষা বাটা
লাল মরিচ গুঁড়া
রসুন বাটা
আদা বাটা
জিরার গুড়ো
- প্রথমে মাছের ডিম গুলো গরম পানিতে কিছুক্ষণ রেখে, ধুইয়ে, ছোট ছোট পিচ পিচ করে কেটে নিলাম।
- এবার আলুগুলো ছোট ছোট করে এভাবে কেটে নিয়ে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে
নিলাম।
- এবার চুলায় একটি করাইয়ে তেল দিয়ে পিঁয়াজ কুচি
গুলো ভেজে নিবো।
- এবার পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে মসলার সবাই উপকরণ গুলো দিয়ে ভালো ভাবে ভেজে নিয়ে ডিম গুলো দিয়ে ভেজে নিবো।
*এবার ডিম গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে তাতে আলোগুলো দিয়ে দেব।
- এবার আলুগুলো খুব ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে, তাতে পুনরায় আবার ডিম গুলো দিয়ে আরেকটু কষে,হালকা পানি দিয়ে। জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দেব।
- এবার অল্প কিছুক্ষণ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে
পরিবেশন করার জন্য প্রস্তুত করব।
তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ও মজাদার আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভুনা।
এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি, আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবেই আমার সার্থকতা। আপনারা সকলেই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মত বিদায় নিচ্ছি। টা টা,,
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: রেসিপি।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই
আপু আজ আপনি আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে লোভ সামলানো কঠিন। ইলিশ মাছের ডিম আমার খুব প্রিয় খাবার। বেশ কিছুদিন হলো এই ডিম ভুনা খাওয়া হয়নি। আজ আপনার পোষ্টের মাধ্যমে ইলিশ মাছের ডিম ভুনা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে ইলিশ মাছের দাম বাড়ার কারণে, অনেক মানুষই অনেক দিন পর ইলিশ মাছ খেতে পারে।তারপরও অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে। আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য💕
Upvoted! Thank you for supporting witness @jswit.
আলু হলো সর্বজনীন একটি খাবার। যে কোন জিনিসের মধ্যে দিয়ে আলু রান্না করে খাওয়া যায়। এটা হল আলুর সবচেয়ে বড় গুণ। আপনি আজকে আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভুনার মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর লোভনীয় এই রেসিপিটি খেতে আসলে দুর্দান্ত স্বাদের হয়েছিল। ভীষণ ভালো লাগছে আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে।
অনেক অনেক শুভকামনা 💕
এতো সুন্দর লোভনীয় রেসিপি করে কি আমাদের কে লোভ দেখানো ঠিক আপু।কি যে লোভনীয় হয়েছে আপনার ইলিশ মাছের ডিম, আলু দিয়ে ভুনা রেসিপিটি। দুর্দান্ত রেসিপি দুর্দান্ত রন্ধন প্রণালী। এক দেখাতেই সবার লোভ লেগে যাবেই আপনার রেসিপিটি দেখে।ধাপে ধাপে বন্ধন প্রণালী সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ।
আমার আজকের এই রেসিপিটি আপনার কাছে দুর্দান্ত মনে হয়েছে ভেবে ভালো লাগলো। এটা ঠিক লোভনীয় রেসিপিগুলো দেখলে লোভ লাগবে এটাই স্বাভাবিক। 💕
যে কোন মাছের ডিম ভুনা খেতে অনেক মজা লাগে। তবে সকল মাছের থেকে ইলিশ মাছের ডিম একটু ব্যতিক্রম। ইংলিশ মাছের ডিমের মধ্যে একটু আলাদা রকম স্বাদ রয়েছে। আপনি খুবই সুন্দর করে আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভুনার মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি টি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে আপু। আপনি চমৎকার ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন।
ইংলিশ নয়, ইলিশ মাছের ডিমে র মধ্যে আলাদা রকম
স্বাদ। অন্য মাছের চেয়ে। আমার রেসিপি দেখে আপনার জিভে জল চলে এসেছে, ভাবতেই ভালো লাগছে👌
আলু দিয়ে বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার ইলিশ মাছের এই মজাদার রেসিপি দেখে বেশ ভালো লাগলো আপু। আপনার রেসিপি রান্নাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনার রান্নাটা ধাপ সাজানো টা আমার কাছে আরো বেশি ভালো লাগলো।
এটা আসলে ইলিশ মাছের রেসিপি নয়। এটা ইলিশ মাছের ডিম এবং আলু দিয়ে করা রেসিপি। খেতে দারুণ হয়েছিল। 👌
লোভনীয় রেসিপি শেয়ার করে আমাদের লোভ লাগিয়ে দিলেন আপু। ইলিশ মাছের ডিম খেতে এমনিতেও অনেক টেস্টি। আর যদি আলু দিয়ে ইলিশ মাছের ডিম এভাবে ভুনা করা হয় খেতে তো অনেক মজাদার হবে। খুব ভালো লাগলো আপনার তৈরি রেসিপিটি দেখে। ধন্যবাদ আপনাকে।
খুব ইচ্ছে করছে আপনাকে রান্না করে খাওয়াতে। কিন্তু কি দুঃখের বিষয় এত দূরে আছেন কি করে পাঠাই -?
রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার ও টেস্টি ছিল।এত সুন্দর একটি রেসিপি তৈরির প্রতিটি ধাপ ছবিসহ অনেক সুন্দর করে বর্ণনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
ইলিশ মাছের ডিম যেভাবে রান্না করা হোক না কেন খেতে বেশ মজা লাগে। আর এত সুন্দর করে রান্না করেছি, এটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে।💕
কাল অনেক ভাত খেয়রছিলাম, দারুন মজা হয়েছিলো। ধন্যবাদ তোমাকে।।।
তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া।এই মাছটি তুমি কিনে এনেছিলে, বলেইতো এত চমৎকার করে মাছের ডিম খেতে পেরেছি। 💕🤲
এটা অবশ্য ঠিক বলেছেন আপু ইলিশ মাছের দাম দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে। ইলিশ মাছের ডিম দিয়ে আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। দেখতে অনেক লোভনীয় লাগছে আপু।
ইলিশ মাছের দাম যত বেড়েছে ততই সুস্বাদু হয়েছে তার ডিম গুলো খেতে। আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ঈদ মোবারক আপু 💕