মধুবনি আর্ট ও ম্যন্ডালা আর্ট এর সমন্বয়ে একটি আর্ট।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ ১৬ই বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ।২৯শেএপ্রিল,২০২৪ খ্রীস্টাব্দ।
উপকরণ সমূহ
১। সাদা কাগজ
২।রঙ্গিন জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল
৫।লাল রং এর সাইন পেন
৬।কালো রং এর জেল পেন
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২
এরপর পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত অংকন করে নিয়েছি।
ধাপ-৩
বৃত্তের নিচে মধুবনি আর্ট এর বিখ্যাত মোটিভ মাছ এঁকে নিয়েছি।
ধাপ-৪
মাছকে কেন্দ্র করে আরও কিছু বিভিন্ন সাইজের বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৫
এবার পেন্সিলের দাগের উপর কালো রং এর জেল পেন দিয়ে এঁকে নিয়েছি।
ধাপ-৬
এবার আঁকা বৃত্তের মধ্যে ম্যান্ডালা ডিজাইন করার জন্য কিছু ছোট ছোট ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। এবং রং করে নিয়েছি।
ধাপ-৭
এবার আরও কিছু ডিজাইন এঁকে বৃত্তে ম্যান্ডালা অংকন শেষ করেছি।
ধাপ-৮
এবার মধুবনির বিখ্যাত মোটিভ মাছের মুখ, শরীরে ও লেজে ডিজাইন এঁকে নিয়েছি ।এবং রং করে নিয়েছি।
ধাপ-৯
ধাপ-১০
শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
উপস্থাপন
আশাকরি আজকের দু'ধরনের আর্ট এর সমন্বয়ে আকাঁ আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনার সামনে উপস্থাপন করতে। এই গরমে সবার বেশি করে তরল খাবার খেতে হবে।সেই সাথে পরিবার বৃদ্ধ ও শিশুদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে।কারন তারা এই আবহাওয়ায় দ্রুত অসুস্থ হয়ে পরতে পারেন ।সবার সুস্বাস্থ কামনা করে আজ আমার আর্ট পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | আর্ট |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ২৯শে এপ্রিল, ২০২৪ইং |
লোকেশন | ঢাকা, বাংলাদেশ |
আপনার আর্ট দেখে বোঝা যাচ্ছে আর্টটা তৈরি করতে কতটা সময় লেগেছে । আসলেই আপনার আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু এমন ধরনের আর্ট তৈরি করতে অনেক দক্ষতা লাগে ধন্যবাদ আপু।
জি আপু সময় লেগেছে আর্টটি করতে। ধন্যবাদ আপু মতামতের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আপনার এই মেন্ডেলার চিত্র অংকনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কালারফুল সুন্দরভাবে করেছেন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
আমি ম্যান্ডালা ও মধুবনি আর্ট এর সমন্বয়ে একটি নতুন আর্ট করার চেস্টা করেছি।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
আপু আপনার মধুবনী আর্ট কিন্তু সত্যি অসাধারন ছিল। আপনি বেশ সুন্দর করে পুরো আ্রর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন করে পুরো মধুবনী আর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এমন আর্ট আমরা আগামী তে আরও দেখবো।
আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আপু আজকে আপনার দু ধরনের আর্টের সমন্বয়ে আঁকা আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিন্ন ধরনের একটি আর্ট দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।আর হ্যাঁ ম্যান্ডেলা আর্ট করতে একটু সময় লাগে সেটি আমরা সবাই জানি ।কেননা এর ভিতর অনেক নিখুঁত-নিখুত কাজ থাকে ।আপনার এই আর্ট টি করতেও যে বেশ সময়ের প্রয়োজন হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে ।কালারফুল হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।ধন্যবাদ আপনাকে।
জি আপু আর্টটি করতে বেশ সময় লেগেছে। ধন্যবাদ আপু।
মধুবনি আর্ট ও ম্যন্ডালা আর্ট এর সমন্বয়ে আর্টটি কিন্তু দারুন হয়েছে আপু।আপনি ম্যান্ডেলা সাথে এঁকে এর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছেন। এ ধরনের আর্টে সময় ও ধৈর্যের দরকার হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর ভাবে এঁকেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার আজকের এই আর্টটি।ধন্যবাদ আপু চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।
এ ধরনের আর্ট এর আগে করা হয়নি।তাই চেস্টা করলাম নতুন কিছু করতে।ধন্যবাদ আপু।
আপনার আলাদা আলাদা ম্যান্ডেলা আর্ট ও মধুবনী আর্ট দেখেছি । আজকে একসাথে দুটো আর্ট দেখতে পেয়ে ভালো লাগলো । আর দুটি আটের সমন্বয়ে আপনি একটি আর্ট করেছেন দেখে আর্টটি করতে অনেক সময় লেগেছে। সময় নিয়ে করলে কি হবে আপু আপনার আর্টটি কিন্তু চমৎকার হয়েছে আমার কাছে খুব ভালো লাগলো ।
জি আপু সময় নিয়ে করলে যে কোন কাজ সুন্দর হয়। ধন্যবাদ আপু।
https://twitter.com/selina_akh/status/1784990176487538773
এই ধরনের আর্টগুলো অঙ্কন করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আপনি আজকে নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা মধুবনী আর্ট অংকন করেছেন, যেটা দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল যে দেখতে মনোমুগ্ধকর লাগতেছে। মাছের মধুবনী আর্ট হওয়াতে বেশি ভালো লেগেছে দেখতে। আসলে এই ধরনের আর্ট করতে সময় লাগে এটা ঠিক, কিন্তু করার পর দেখতে নিজের কাছেই খুব ভালো লাগে। আমার কাছে পুরো ডিজাইনটাই খুব দারুন লেগেছে।
জি আপু এ ধরনের আর্ট করতে একটু বেশি সময় লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
মাধুবনী আর্ট এবং ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে দারুন একটা আট আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে কার না ভালো লাগে। আমার তো এই ধরনের আর্ট দেখতে এবং করতে খুবই ভালো লাগে। আপনি অংকনের প্রক্রিয়া খুব সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।