সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - এপ্রিল তৃতীয় সপ্তাহ - [Weekly Plagiarism Report -April -3rd week]
16-04-2022
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @banglakhobor | রণলিয়া | 100% | উৎস |
২ | @rahatmahmud | সবজি | 100% | উৎস |
৩ | @reez787 | ইউটিউব | 100% | উৎস |
৪ | @shakeralom | ব্যায়াম | 100% | উৎস |
৫ | @engtariqul | ডালাই | 100% | উৎস |
৬ | @murgi | আশ্চর্য | 100% | উৎস |
৭ | @rakibulgh | এনএফটি | 100% | উৎস |
৮ | @mehedy2526 | সেন্ট মার্টিন’স | 100% | উৎস |
৯ | @romansarkar255 | প্রয়োজন | 100% | উৎস |
১০ | @rezaseo | মেয়ে | 100% | উৎস |
১১ | @ahammedshakil | ঘুমের | 100% | উৎস |
১২ | @mehedihasanweb | রোগীরা | 100% | উৎস |
১৩ | @engtariqul | ইটের | 100% | উৎস |
১৪ | @engtariqul | রড | 100% | উৎস |
১৫ | @umar-solomon | নববর্ষে | 100% | উৎস |
১৬ | @banglakhobor | বিয়েবাড়ি | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @dsuccesslife | লিংক | উৎস |
২ | @abdulaziz25 | লিংক | উৎস |
৩ | @shakeralom | লিংক | উৎস |
৪ | @emmyj09 | লিংক | উৎস |
৫ | @growbig | লিংক | উৎস |
৬ | @ahammedshakil | লিংক | উৎস |
৭ | @banglakhobor | লিংক | উৎস |
৮ | @akashb28 | লিংক | উৎস |
৯ | @rajib87 | লিংক | উৎস |
রিপিট পোস্ট:
ক্রমিক নং | নাম | রিপিট পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @banglakhobor | লিংক | লিংক |
২ | @emmyj09 | লিংক | লিংক |
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ওরে বাবা এবার দেখছি বেশ লম্বা একটা লিস্ট। তবে একটি ব্যাপার দেখে বেশ অবাক হলাম, আমার বাংলা ব্লগের একজন মেম্বার এবং তার ধারায় একাধিকবার এই একই ভুল হয়েছে, সত্যি ব্যাপারটা দুঃখজনক।
আসলে এটি খুবই লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। এ রিপোর্ট দেখার পর আমি একেবারে হতবাক হলাম। সবাই কিভাবে এত ভুল কাজ করলো। আসলে আমাদের কোনোভাবেই এ ধরনের কাজ করা উচিত নয়। একটি পোস্ট দেওয়ার সময় আমাদের অনেকগুলো বিষয়ের উপর নজর রাখা উচিত। কোন ভাবে যাতে কোনো কপিরাইট বাচৌর্যবৃত্তি না হয়। সবাই তাদের ভুল সংশোধন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এত কষ্ট করে রিপোর্ট টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরঙ্গ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।ভালো থাকবেন ভাইয়া।
এই সপ্তাহের চৌর্যবৃত্তির প্রতিবেদন দেখে অবাক হয়ে গেলাম। কোন সাপ্তাহে মনে হয় এতগুলো ইউজারকে একসাথে এই অপরাধমূলক কাজের সাথে জড়াতে দেখিনি। আসলে যারা নিজের সততাকে নষ্ট করে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিজের অবস্থান তৈরি করতে চায় তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রমই হতে হবে এবং নিজের মেধাকে কাজে লাগাতে হবে। ভাইয়া আপনি অনেক দক্ষতার সাথে সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ❤️❤️
আমি বেশ অবাক হচ্ছি এত বলার পরও কেন পুরানো মানুষগুলো কেমনে চৌর্যবৃত্তির কাজে লিপ্ত হয়।দিন দিন দেখছি বেড়েই চলছে।কবে যে শূন্য দেখতে পাবো।সেই অপেক্ষায় আছি।ধন্যবাদ আপনাকে।
এবারের রিপোর্ট দেখে আশ্চর্য হলাম ভাই। এবার তো চৌর্যবৃত্তির সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আস্তে আস্তে কমে যাওয়া উচিত কিন্তু আরও অনেক বেশি বেড়ে গেছে খুবই খারাপ লাগলো।
এই সপ্তাহের চৌর্যবৃত্তির সংখ্যা অনেকটাই বেড়ে গেছে যেটা কোনোভাবেই কাম্য নয়। সবাইকে চৌর্যবৃত্তি থেকে বিরত থাকা উচিত আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল ধরনের অপকর্ম কে সমর্থন করে না। আশা করি সবাই সর্তকতা সহকারে কাজ করবে সেটাই কামনা করি।
ভাইয়া এ সপ্তাহের চৌর্যবৃত্তি রিপোর্ট টি দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। এত বড় লিস্ট দেখবো তা আশা করিনি। তবে লিস্টে যাদের নাম দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই নতুন। আশা করি abb-school এর ক্লাস গুলো করে তারা এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবে।
যাইহোক আপনি খুবই গোছালোভাবে পুরো রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন। আপনার কাজ কে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ ভাই।
চুরি বিদ্যা ,মহাবিদ্যা যদি পরে ধরা। যাইহোক এবারের চৌর্য বৃত্তির লিস্ট দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম । এত গুলো কোথায় থেকে আসলো । যাইহোক সবগুলোকে বস্তাবন্দী করার জন্য ধন্যবাদ ভাই ।
অপরাধীর লিস্ট দেখে তো আমি আকাশ থেকে পরলাম!এতো বেশি!বাপরে বাপ।
মনে হচ্ছে এরা কোন কনটেস্টে পার্টিসিপেট করেছে। আসলেই আমি অবাক হলাম এতগুলো ইউজার সবাই আইন লংঘন করছে। সত্যি এটা দুঃখজনক এবং একটি চেক করতে হয়ত আপনাকে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়েছে।আশা করি তারা তাদের ভুলগুলো শুধরে নিয়ে আবার ভালোভাবে কাজ করবে এই কামনাই করি। সকলের জন্য শুভকামনা রইল