জাফলং কেন বিখ্যাত এবংআপনি কিভাবে জাফলং যাবেন?

জাফলং কেন বিখ্যাত এবংআপনি কিভাবে জাফলং যাবেন?

জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের একটি হিল স্টেশন এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য।
এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত, উপক্রান্তীয় পর্বতমালা এবং রেইনফরেস্ট দ্বারা আবৃত। জাফলং তার পাথর সংগ্রহের জন্য বিখ্যাত এবং এটি খাসি উপজাতির আবাসস্থল।
পাহাড়ের পটভূমিতে অবস্থিত এই জনপ্রিয়, মনোরম প্রকৃতির রিজার্ভে নদী ও জলপ্রপাত রয়েছে।
সিলেট বিভাগের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট জাফলং। এটি সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এবং সেখানে পৌঁছাতে দুই ঘন্টার গাড়ি লাগে। চা বাগান এবং পাহাড় থেকে ঘূর্ণায়মান পাথরের বিরল সৌন্দর্যের মধ্যেও জাফলং একটি মনোরম স্থান। এটি পাহাড় খাশিয়ার কোলে মারি নদীর পাশে অবস্থিত।

জাফলং ভ্রমণের উপযুক্ত সময়:
জাফলং সব ঋতুতেই সুন্দর। ঋতু অনুসারে, এটি একটি নতুন রঙ পায় যা আকর্ষণীয় এবং ব্যতিক্রমী। বর্ষায় হলেও জাফলংয়ের সবচেয়ে ভালো দৃশ্য পাবেন। আপনি যদি নির্জনতার সাথে ঘুরতে চান, এবং সবুজ বনের সাথে পাহাড় ঘুরে দেখতে চান তবে শীতকাল সেরা ঋতু। একইভাবে জাফলং ভ্রমণে অন্য সময় গেলেও কোনো সমস্যা নেই।

কিভাবে জাফলং যাবেনঃ
ঢাকা থেকে সিলেট: ঢাকা থেকে যেকোনো বাসে করে সিলেট আসতে পারেন। ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী এবং আবদুল্লাহপুর টার্মিনাল থেকে প্রচুর বাস সার্ভিস ছেড়ে যায়। উদাহরণস্বরূপ, গ্রীন লাইন, শ্যামলী, সৌদিয়া, এস. আলম, এবং এনা পরিবহন, নন-এসি-র জন্য সাধারণত 400 থেকে 500 টাকা এবং এসি বাসের জন্য 800 থেকে 1200 টাকার মধ্যে দাম হয়। সকালে, দিনে বা রাতে, আপনি বেশ কয়েকটি বাস পরিষেবা পাবেন। এটি ঢাকা থেকে সিলেট প্রায় 240 কিলোমিটার দূরে এবং পৌঁছাতে সময় লাগে মাত্র 6 ঘন্টা।

ট্রেনে যেতে চাইলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশনে যেতে পারেন সিলেটে। উপবন, জয়ন্তিকা, পর্বত বা কালনী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন পরিষেবা রয়েছে। ক্লাস অনুযায়ী মাত্র 280 থেকে 1200 টাকা লাগে। ট্রেনে সিলেট যেতে 7-8 ঘন্টা লাগে।

আপনি যদি দ্রুততম এবং সহজ উপায়ে সিলেটে যেতে চান তবে আপনি প্লেনে যেতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ার প্লেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেমন, বিমান বাংলাদেশ, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, নভো এয়ার এবং ইউএস এয়ারপ্লেন। ক্লাস বিবেচনায়, এটি প্রায় 3000 থেকে 10000 টাকা লাগে।

জাফলং এর কাছাকাছি আকর্ষণীয় স্থান:
জাফলং এর কাছাকাছি বেশ কিছু আকর্ষণীয় স্থান আছে, আপনি উপভোগ করতে পারেন।
লালাখাল
জৈন্তাপুর
তামাবিল
সোনগ্রামপুঞ্জি ঝর্ণা

Sort:  
 2 years ago 

সিলেটের জাফলং যাওয়ার অভিজ্ঞতার গল্প পড়ে অনেক ভালো লাগলো। আমার অনেক শখ সিলেটে ঘুরতে যাওয়ার। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম ।একটি বিষয় আপনাকে সবসময় অবগত থাকতে হবে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট করতে হলে প্রথমে পরিচিত মূলক পোস্ট করতে হবে ।আমার বাংলা ব্লগ কমিউনিটির যে সকল দিক নির্দেশনা আছে সেগুলো মেনে কাজ করার চেষ্টা করতে হবে ।আশা করি সেগুলো জেনে যাবেন ধন্যবাদ।

 2 years ago 

@growbig,

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে সঠিক ভাবে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে। তবে বর্তমানে কোনো নিউ মেম্বার নেয়া হচ্ছে না আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। নিউ মেম্বার কবে থেকে নেয়া শুরু হবে তা জানার জন্য, পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়ম জানতে এবং কমিউনিটির সকল প্রকার আপডেট পেতে আমাদের ডিসকোর্ড চ্যানেল এ জয়েন করুনঃ

👉ডিস্কোর্ড লিংক

নিউ মেম্বার নেয়া শুরু হলে আপনি অবশ্যই সঠিকভাবে পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগে যাত্রা শুরু করবেন আশা রাখছি৷ ধন্যবাদ।

 2 years ago 

আপনার লেখার মাঝে একটা অন্য রকম বিষয় খুঁজে পেলুম। জাফলং গিয়েছিলাম প্রায় ৭ বছর আগে। এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে

 2 years ago 

প্রথমে আপনার জন্য শুভকামনা জানাই। আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পরিচিতিমূলক পোষ্টের মাধ্যমে সকল নিয়ম কানুন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রেখে পোস্ট করুন। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো । খুব সুন্দর ভাবে আপনি জাফলং এর সম্পর্কে তথ্যবহুল আলোচনা করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: Collected

i am sorry. i am new member in here. i don't know how to start. But i take 3 days to write my post.

 2 years ago 

খুবই ভালো। কিন্তু বর্তমানে আমাদের কমিউনিটিতে নতুন মেম্বার নেয়া হচ্ছে না। আপনি বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটি তে কাজ করতে পারেন। সেখানেও আপনার প্রতিভার মূল্যায়ন করা হবে।

কমিউনিটি লিংকঃ- https://steemit.com/trending/hive-144064

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60268.51
ETH 3201.96
USDT 1.00
SBD 2.43