🌹আমার বাংলা ব্লগ 🎥আমার সর্ব শেষ তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ//১০% @shy-fox]//@rayhan111💗

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে সাথে নিয়ে আনন্দময় হ্যাংআউট উপভোগ করা। এপার বাংলা ওপার বাংলা, ২ বাংলা এক হয়ে আনন্দময় মুহূর্ত উপভোগ করা। গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আনন্দময় সময় উপভোগ করার জন্য রাত নয়টার অপেক্ষায় রয়েছি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম, আমার সর্বশেষ তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ। এই তিনটি রেসিপি পোষ্ট একসাথে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে এই রেসিপি পোস্ট গুলোর মধ্যে সবজি দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ খিচুড়ি খেতে আমি খুবই পছন্দ করি। তাই এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি এই পোস্ট গুলো আবারো দেখে আপনাদেরও ভালো লাগবে।


আমার সর্ব শেষ তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ🎥👇

GridArt_20230112_121317101.jpg

আমার সর্ব শেষ তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি,,,।

👇পোস্ট রিভিউ -১👇
আলু,বেগুন দিয়ে মজাদার ইলিশ মাছের রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z2LbGXUDtQ3eFJWvbm1jMPexU2JJRZ3MpYe3FGtNZEpKPMvjsCkQXt1YrL4a5YvTJUmyZwRBa8pne4hTQhNU2Rci4FBYz.jpeg

ইলিশ মাছ আমার খুবই প্রিয়। আর ইলিশ মাছের যেকোনো রেসিপি খেতে আমি খুব পছন্দ করি। তাই ইলিশ মাছের মজাদার রেসিপি আলু, বেগুন দিয়ে তৈরি করেছিলাম। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আবার পোস্টটি শেয়ার করলাম।
👇পোস্ট রিভিউ -২👇
বাসায় তৈরি স্বাস্থ্যকর কাপ কেক রেসিপি// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnqHcv6im5LJsQidkA4MTvW1ywjuHS9imBpnrvthRfeBcZcDFk2DZyi6YvD2CHsiUhCZ54hMny4Jh1id7MjdaYuUn4p2aKLUcgPqQF2ox.jpeg

প্রথমবারের মতো আমি কাপ কেক তৈরি করেছিলাম।বাসায় স্বাস্থ্যকর ভাবে এই কাপ কেক রেসিপি তৈরি করতে পেরে খুবই ভালো লেগেছে।রেসিপির পরিবেশনটা দেখে খুব একটা ভালো মনে না হলেও, খেতে খুবই মজাদার হয়েছিল। আমার প্রথম তৈরি এই কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আবারও আজকের পোষ্টে রিভিউ করলাম।
👇পোস্ট রিভিউ -৩👇
সবজি দিয়ে মজাদার ভুনা খিচুড়ি রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnq2aDxB5sntyDwT6kfaDA8KrGUbhrDFNrEUieDnVyHChEeDYAf1ugBnehMAKbKwFq2KNFq54NWXUWbCn4eTxvih8FrQqdWJwLas1hULE.jpeg

শীতের দিনে ভুনা খিচুড়ি খেতে প্রায় সবাই পছন্দ করে।তাই আমি সবজি দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি তৈরি করেছিলাম। আসলে ভুনা খিচুড়ি আমার খুবই প্রিয়। আর সবজি দিয়ে এই মজাদার ভুনা খিচুড়ি তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে, কারণ খেতে খুবই মজাদার হয়েছিল। এই রেসিপিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।


New_Benner_ABB-1.png


তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার সর্বশেষ তিনটি মজাদার রেসিপি পোস্ট এর রিভিউ শেয়ার করলাম। আশা করছি এই রেসিপি পোষ্ট গুলো একসাথে দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। আসলে রেসিপি পোস্ট গুলোর মধ্যেই ইংলিশ মাছের মজাদার রেসিপি ও ভুনা খিচুড়ি আমার কাছে বেশি ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের মাঝে আবার ভিন্ন কোন রেসিপি পোস্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🙏🌹🙏

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণআমার সর্ব শেষ তিনটি রেসিপি পোস্ট এর রিভিউ
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আপনার শেয়ার করা বিগত কিছু রেসিপি রিভিউ আজকে আপনি আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করলেন ভাইয়া। আপনার শেয়ার করার রেসিপি গুলোর মধ্য থেকে আমার কাছে ভুনা খিচুয়ালির রেসিপি এবং কেক তৈরির পদ্ধতি টা দারুন লেগেছে।

 2 years ago 

তিনটা রেসিপি অনেক লোভনীয় ছিল তবে বিভিন্ন মানুষের টেস্ট বিভিন্ন রকম হয় সেক্ষেত্রে আমার কাছে খিচুড়ি রেসিপিটা সবচেয়ে বেশি লোভনীয় লাগছে ভাইয়া। রেসিপি পোস্ট এর রিভিউ তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা রেসিপিগুলো সত্যিই দারুন ছিল। বিশেষ করে কেক তৈরির পদ্ধতি দেখে যে কেউ খুব সহজেই কেক তৈরি করতে পারবে। আর ভুনা খিচুড়ি দেখে তো খেতে ইচ্ছা করছে। ভাইয়া আপনার ইলিশ মাছের রেসিপিটি কিন্তু দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এই পোস্টগুলো আবারো আমাদের মাঝে রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন কিছু রেসিপি নিয়ে আপনি রিভিও পোস্ট তৈরি করেছেন দেখতে কিন্তু লোভ লাগতাছে খাওয়ার জন্য।আর আপনি ঠিক বলছেন আজকে বৃহস্পতিবার কিন্তু আমাদের অনেক আনন্দের দিন।বৃহস্পতিবার আসলে কিন্তু অনেক মজার মজার তথ্য পেয়ে থাকি অনেক আনন্দ উপভোগ করতে পারি হ্যাংআউটে বেশ ভালো লাগে।

 2 years ago 

আপনার তিনটি রেসিপি একসাথে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার রেসিপি গুলো খুবই চমৎকার ছিল। সত্যিই আপনার রেসিপি রিভিউ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে রেসিপিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুব দারুণ ভাবে তিনটি রেসিপি রিভিউ পোস্ট করেছেন। আপনার প্রত্যেকটা রেসিপি আমার কাছে অনেক ভালো লাগলো। সময়ের কারণে আগে রেসিপি গুলো দেখতে পারেনি। একসাথে এতগুলো রেসিপি দেখে লোভ সামলাতে পারছিনা। মন চাইতেছে সবগুলো খেয়ে ফেলতে। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43