আমার বাংলা ব্লগ // আমার ৪ টি রেসিপি পোস্ট এর রিভিউ🎥

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


GridArt_20240215_093555657.jpg


আজকে আমি আপনাদের মাঝে আমার মজাদার চারটি রেসিপি নিয়ে আসলাম। আসলে এই রেসিপিগুলো আমি নিজ হাতে তৈরি করেছিলাম। আর রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। আজকে সেই রেসিপিগুলো একসাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে, কারণ নিজ হাতে কোন রেসিপি তৈরি করার মধ্যে অনেক আনন্দ এবং ভালো লাগা কাজ করে। আমি যে রেসিপিগুলো তৈরি করেছিলাম এই রেসিপিগুলোর মধ্যে চিংড়ি পোলাও রেসিপি আমার কাছে অনেক বেশি সুস্বাদু লেগেছে। আর সবজি দিয়ে নদীর ছোট মাছের রেসিপি সবচাইতে বেশি ভালো লেগেছে।আসলে মানুষ চাইলে সবকিছুই অর্জন করা সম্ভব। এতে থাকতে হবে তার ইচ্ছা শক্তি ও ধর্য্য। যদি মানুষ ধৈর্য নিয়ে তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কোন কিছু করার চেষ্টা করে সে ব্যর্থ হবে, কিন্তু পরবর্তীতে সে সফল হবেই। ব্যর্থতার পরে আসবে সফলতা, ঠিক আমিও এই রেসিপি তৈরি করতে খুবই ভয় পেতাম। চেষ্টা করতাম না, তবে আমার বাংলা ব্লগে আসার পরে রেসিপি পোস্ট করা দেখে, সেই রেসিপি পোস্ট করার ইচ্ছা জাগে, তারপরেই আস্তে আস্তে শেখা শুরু করি, এখন নিজে রেসিপি গুলো তৈরি করতে খুব একটা কঠিন মনে হয় না। যে কোন রেসিপি তৈরি একটু ইউটিউব থেকেই ধারণা নিয়ে তৈরি করা যায়।যদি এই চেষ্টা যদি না করতাম তাহলে রেসিপি তৈরি করা সারা জীবন আমার কাছে কঠিন থেকে যেত। তাই আমার বাংলা ব্লগ এডমিন মডারেটরদের অসংখ্য ধন্যবাদ জানাই। যাদের মাধ্যমে আমরা সকল কিছু অর্জন করতে সম্ভব হচ্ছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি করা চারটি মজাদার রেসিপি পোস্ট একসাথে শেয়ার করলাম।

👇পোস্ট রিভিউ -১👇
মজাদার চিংড়ি বিরিয়ানির রেসিপি

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnprKaCCD1aDv8DXSZt8GxVp6i6u1sAz6N5b6xksCJeoxrSwP5inwArqvXGbw5sYLStSU8s3893u4bPYTejGzUw3oSosSg6SroRqYDYvz.jpeg

আমার রেসিপি গুলোর মধ্যে সবচাইতে বেশি মজাদার হয়েছিল চিংড়ি পোলাও রেসিপি। আর এই চিংড়ি রেসিপি আপনাদের সাথে আবারো আজকে শেয়ার করলাম। আসলে এই রেসিপিটা ইউনিক হলেও খেতে খুবই মজাদার হয়েছিলো। চিকেন পোলাও রেসিপি খেয়েছি অনেক, তবে চিংড়ি পোলার রেসিপি খুব একটা খাওয়া হয় না। যার কারণে এই রেসিপিটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে।
👇পোস্ট রিভিউ -২👇
আলু দিয়ে মজাদার মুরগী মাংসের রেসিপি

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnq2XvvRVus4MkN8fuPrpukvcU9itt7cgS5fD3Tr1NsKNSzJWeY2CY4fEDuvffejThVhcTmsRHprUxspYLGQtpCHGBxztZzzV5SdddP42.jpeg

আলু দিয়ে মজাদার মুরগির মাংসের রেসিপি তৈরি করেছিলাম। এই রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো। আসলে আলু দিয়ে মুরগির মাংস ভুনা অনেক দিন পর তৈরি করেছিলাম।তাই রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগেছে।এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তাই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।
👇পোস্ট রিভিউ -৩👇
মজাদার পিঠা রেসিপি

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zADxRL5RHAqqqdSNnqDbBKb57rkSLCkDAZmxkwawamtK8ChejzyCBxb75om3JqWpqHsAu86o35GxiUZryUa8UKh9xnnez.jpeg

মজাদার পিঠার রেসিপি তৈরি করেছিলাম। আসলে এই পিঠা গুলো ছোটবেলা আমি অনেক পছন্দ করতাম। আমার মা এই পিঠাগুলো আমাকে তৈরি করে দিত। আর এই পিঠাগুলো কয়েকদিন রেখেও খাওয়া যেত। এই পিঠের নাম দৌলা পিঠা। আর এই পিঠা আমি তৈরি করেছিলাম খেজুরের গুড় দিয়ে। তাই এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সেই ছোটবেলার কথা মনে করতে পেরেই যেন এই রেসিপিটা তৈরি করেছি। আপনি আপনাদের মাঝে আবার আজকে শেয়ার করলাম।
👇পোস্ট রিভিউ -৪👇
শীতের সবজি দিয়ে মজাদার মোয়া মাছের রেসিপি

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbc3aauz42w7m2gmNA9QLxxujhyGy2N14ugbSqLEVSymvP9goaE11dFCPsz47FSvR1brW4jzHK4vcoageFu2bTtSyGpog.jpeg

ছোট মাছের মধ্যে মোয়া ভুনা রেসিপি খেতে খুবই মজা লাগে। আসলে বিভিন্ন রকমের সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করেছিলাম।নদীর মাছ অনেক বেশি সুস্বাদ হয়ে থাকে। যারা এই নদীর মাছ খেয়েছে তারা বুঝতে পারবেন নদীর মাছ এভাবে ভুনা করে খেতে কতটা মজা লাগে। এই মোয়া মাছের কাছে মাংস যেন হার মেনে যায়। তাই রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের মাঝে আবার আজকে শেয়ার করব।


New_Benner_ABB-1.png


আজকে আবারো আপনাদের মাঝে আমার মজাদার চারটি রেসিপি একসাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার এই রেসিপি একসাথে দেখতে পেয়ে আপনাদের ও ভালো লাগবে। তো বন্ধুরা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।🙏🌹🙏

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণআমার ৪ টি পোস্ট এর রিভিউ।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

বাহ ভাই অসাধারণ কিছু রেসিপির রিভিউ শেয়ার করেছেন। তার মাঝে পিঠার রেসিপিটা আমার খুব ভালো লাগলো। বাসায় একদিন ট্রাই করতে হবে ধন্যবাদ ভাই ভালো থাকুন।

 4 months ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করে থাকেন‌। আজকে যে চারটি রেসিপি পোস্ট এর রিভিউ করেছেন খুবই সুন্দর সুন্দর রেসিপি ছিল। যেটা আমার খুবই পছন্দের একসঙ্গে দেখে ভালো লাগলো। খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। যাইহোক অনেক সুন্দর রেসিপি পোষ্টের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

রেসিপি পোষ্ট মানেই জিভে জল আনার বিষয়।আপনার প্রত্যেকটি রেসিপি সুন্দর হয়েছে।বিশেষ করে আমার কাছে পিঠা ও চিংড়ি বিরিয়ানির রেসিপিটি ভালো লেগেছে।পিঠার নামটি নতুন লেগেছে।চিংড়ি বিরিয়ানি খুবই মজার খেতে হয়ে থাকে, ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

অনেক দারুন এবং খুবই সুস্বাদু চারটি রেসিপির ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিগুলি দেখে খেতে মন চাচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে মাঝেমধ্যে এরকম কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

চেষ্টা করলে আসলে সব কিছু সম্ভব ভাই। আমি নিজেও আগে রেসিপি পোস্ট শেয়ার করতাম না ভয়ে। কিন্তু এখন ধীরে ধীরে সবকিছু শিখে গেছি। আসলে আপনি আজকে যে রেসিপিগুলো শেয়ার করেছেন এখানে, সেগুলোর প্রত্যেকটাই অত্যন্ত আকর্ষণীয় ছিল দেখতে। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছিল খেতে। বিশেষ করে আমার কাছে দুটো রেসিপি অনেক বেশি ভালো লাগলো এখান থেকে, তার মধ্যে একটি হল চিংড়ি মাছের বিরিয়ানি রেসিপি এবং অন্য টি হল মুরগির মাংসের রেসিপি ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65435.53
ETH 3559.74
USDT 1.00
SBD 2.48