কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

1000014357.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আসলে ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পায়।আর সেই ফটোগ্রাফি যদি হয় খাবারের তাহলে তো কথায় নেই। সত্যি বলতে খাবারের ফটোগ্রাফি গুলো দেখে মন প্রাণ জুড়ে যায়। আজ আমার নিজের তৈরি কিছু খাবার আর কিছু ফলের ফটোগ্রাফি নিয়ে এসেছি।সত্যি বলতে এমন খাবার খেতে সবাই পছন্দ করে। যাইহোক নিজের হাতে তৈরি খাবারের তুলনা হয় না। নিজের তৈরি খাবার গুলো সব সময় স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

ফটোগ্রাফি -১

1000014363.jpg

এগুলো হলো আম। এখন চলছে আমের মৌসুম। আসলে আম গুলো খেতে অনেক মজার। আমার ছোট মেয়ে আম খেতে অনেক পছন্দ করে। আর আম রুপালি গুলো সবচেয়ে ভালো লাগে। তবে আমি আম তেমন খাইনি কিন্তু অনেক কিনতে হয়। বাচ্চাদের অনেক পছন্দ এই আমগুলো। গতকাল আম কিনতে গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছিলাম অনেক ভালো লেগেছিল।

ফটোগ্রাফি -২

1000014362.jpg

এই খাবার গুলো আমাদের অনেক পছন্দের। আসলে গরমে এই আলু দিয়ে উস্তা ভাজি খেতে অনেক মজার। আমি এমন উস্তা ভাজি দিয়ে এক প্লেট ভাত খেতে পারি হা হা হা সত্যি আলু দিয়ে উস্তা ভাজি খেতে সত্যি অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে এভাবে ভাজি করে খায়।

ফটোগ্রাফি -৩

1000014361.jpg

এই খাবার ফালগুলো আমরা সবাই হয়তো চিনি এগুলো হচ্ছে লটকন। ফলগুলো ছোট হলেও খেতে ভীষণ মজা। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তবে বাচ্চারা পছন্দ করলে ও তেমন কেনা হয় না। গতকাল আমাদের পাশের বাজার থেকে এককেজি লটকন কিনে এনেছিল। বাচ্চাদের সাথে আমি ও খেয়েছি বেশ ভালো লেগেছিল।

ফটোগ্রাফি -৪

1000014359.jpg

ঢেঁড়স ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো গতকাল আমার মা অনেক গুলো ঢেড়স দিয়েছে সেখান থেকে কিছু নিয়ে ভাজি করেছি খেতে অনেক ভালো লেগেছিল। আসলে ক্ষেতের জালি ঢেড়স ভাজি খেতে সত্যি অনেক মজার। আসলে আমাদের ঢেড়সের ক্ষেত আছে সেখান থেকে জালি গুলো ছিড়ে দিয়েছে। তাই হয়তো আরো বেশি ভালো লেগেছিল।

ফটোগ্রাফি -৫

1000014360.jpg

এগুলো হলো পাঙ্গাস মাছ ভুনা। আসলে পাঙ্গাস মাছ অনেকের পছন্দ না তবে আমার অনেক পছন্দ কিন্তু আমাদের পরিবারের আর কেউ খেতে চায় না।তারজন্য খেতে ইচ্ছে থাকলেও খেতে পারি না।আসলে বাচ্চারা তো কোন মাছ খাবে না আর আপনাদের ভাই ও পাঙ্গাস মাছ পছন্দ করে না।তবে কয়েক দিন আগে টমেটো দিয়ে ভুনা করেছিলাম অনেক মজা হয়েছিল।

ফটোগ্রাফি -৬

1000014358.jpg

এগুলো হলো ড্রাগন ফল। এই ফল গুলো আমার বাচ্চারা তেমন খেতে চায় না। তবে কয়েক দিন আগে আমরা বেড়াতে গিয়েছিল সে আবার ড্রাগন ফল অনেক পছন্দ করে। তাই কিছু ড্রাগন ফল কিনেছি। তবে ফল গুলো দেখতে অনেক ভালো লেগেছিল। নিশ্চয় খেতে অনেক মজার হয়েছে।

ফটোগ্রাফি -৭

1000014357.jpg

এগুলো হলো ডিম ভুনা। এ গুলো কিন্তু মুরগির পেটের ভিতরের ডিম। আসলে লেয়ার মুরগির আনলে তার পেটের ভিতর অনেক ডিম থাকে। তবে মাংস রান্না একটু দেরিতে করলেও ডিম গুলো সাথে সাথে রান্না করলে অনেক ভালো লাগে। এই ডিম গুলো ফ্রিজে রেখে খাওয়া ভালো লাগে না। তাই আমি সাথে সাথে ডিম গুলো এভাবে ভুনা করে দেই। সত্যি বলতে এই ডিম ভুনা খেতে অনেক মজার।আর দুদিন আগে এই ডিম গুলো ভুনা করেছিলাম অনেক ভালো হয়েছিল।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last month 

লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আপু আপনি একদিকে যেমন খাবারের ফটোগ্রাফি করেছেন অন্যদিকে দারুন ভাবে ফলের ফটোগ্রাফি করেছেন। ফলগুলো দেখতে খুবই সতেজ মনে হচ্ছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য

 last month 

আপনি আজকে বেশ ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করেছেন। নিজের হাতে তৈরি কিছু রান্না করা খাবারের এবং কিছু ফলের। সব মিলে ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। তবে নিজের রান্না করার খাবারের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপনি আজকে বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে আমার লোভ লেগে গেল আপু। বিশেষ করে আপনার তোলা মুরগির অপরিপক্ক ডিমের রেসিপির ফটোগ্রাফী টি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এছাড়া বাকি সব খাবারের ফটোগ্রাফী আমার কাছে বেশ দারুন লেগেছে।

 last month 

সত্যি ভাইয়া এমন খাবার দেখলে লোভ লাগা স্বাভাবিক, ধন্যবাদ আপনাকে।

 last month 

খাবারে ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। ডিম মাছ সবজি ফল সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি খাবারের। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ফুটিয়ে তুলেছেন। ফটোগ্রাফি গুলো ভীষণ লোভণীয় হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

 last month 

আজকে অনেক সুন্দর সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। সবগুলো খাবার অনেক লোভনীয় ছিল। বিশেষ করে ঢেড়স ভাজি এবং উস্তা ভাজি এগুলো অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপু মজার মজার খাবার দেখলেই তো খেতে ইচ্ছে করে বিশেষ করে আম তো আমার খুবই পছন্দের একটা ফল। আমি প্রচুর আম খেতে পারি আর আমার অনেক পছন্দের একটা ফল। আপনার করা সব একটু ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সত্যি ভাইয়া আম খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 last month 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন খাবারের। আম গুলো দেখে লোভ লাগছিলো আপু , আবার আলু দিয়ে উস্তা ভাজিটিও দেখে বেশ ইচ্ছে করছিলো খেতে। আপনাকে ধন্যবাদ আপু এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

জি আপু আলু দিয়ে উস্তা ভাজি খেতে সত্যি অনেক মজার, ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপু, আপনার শেয়ার করা বিভিন্ন ধরনের খাবারের এই ফটোগ্রাফি গুলো দারুন লাগছিলো দেখতে। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে লটকন এবং ড্রাগন ফলের ফটোগ্রাফি দুটো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আমি প্রায় ১০ বছর আগে লাস্ট এই লটকন খেয়েছি। তারপর এতদিন হয়ে গেছে আর কোনো দিন এই ফল খাওয়ার সুযোগ হয়নি। ওভারঅল এত সুন্দর কিছু খাবারের একটি ফটোগ্রাফিমূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আমাদের এদিকে এখন অনেক লটকন পাওয়া যায়, আবার বাংলাদেশে আসলে বলবেন অবশ্যই আপনাকে লটকন খাওয়াবো।

 last month 

আচ্ছা আপু ঠিক আছে। তবে আমি যে সময় যাবো, দেখা গেল সেই সময়ে আবার লটকন পাওয়া গেলো না।

 last month 

আপনার জন্য রেখে দেব ভাইয়া

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23