আমার পছন্দের মান্ডালা আর্ট এর সংগ্রহশালা//১০% প্রিয় লাজুক খ্যাককে

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুআলাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোস্ট হচ্ছে আমার পছন্দের কয়েকটি মান্ডালা আর্ট এর রিভিউ।

  • আমার বাংলা ব্লক কমিউনিটিতে আমার রিভিউ পোস্ট এর মধ্যে এটি হচ্ছে প্রথম। আমি সবসময় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি তাই আজ হঠাৎ ভাবলাম আমার আগের পোস্টগুলো একটু একসাথে দেখে নেয়া যাক। আর তখনই মনে পড়লেও পোস্টগুলো আরেকবার আপনাদের সামনে তুলে ধরি। আমার কাছে মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে। কয়েকদিন পরপরই আমি মন্ডালা আর্ট শেয়ার করি। তাই আজ আমার কয়েকটি পছন্দের মাণ্ডালা আর্ট গুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে এসেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক।

GridArt_20220921_154841230.jpg

💘 নতুন বছর উপলক্ষে মান্ডালা💘

  • যেদিন ২০২২ সাল শুরু হয় সেদিন আমি এই মান্ডালা আর্ট কি করেছিলাম। নতুন বছর উপলক্ষে চেয়েছিলাম ভিন্ন কিছু উপহার দেয়ার জন্য। আর তাই এই আর্ট টি নিজের মতো করে সম্পন্ন করেছিলাম যদিও অনেক সময় লেগেছিল করতে।

Screenshot_20220921-142410_Gallery.jpg

পোস্ট লিংক

💘 একটি ক্যাপ এর মান্ডালা আর্ট 💘

  • যেহেতু আমি মান্ডালা আঁকতে পছন্দ করি তাই চোখের সামনে যে কোন পছন্দের জিনিস পড়লেই আমি সেটাকে মান্ডালায় রূপান্তরিত করি। এই ক্যাপের ম্যান্ডেলা আর্ট টি করেছিলাম আমার ভাগ্নির মাথায় এমন একটি ক্যাপ দেখে। এর ভেতরের ছোট ছোট কাজগুলো করতে অনেক সময় লেগেছিল। আর তখন আমি আঁকআকিতে অতটা ভালো ছিলাম না। এখন আঁকা আঁকি করতে করতে হাত একটু চালু হয়েছে।

Screenshot_20220921-142554_Chrome.jpg

পোস্ট লিংক

💘 রুপচাঁদা মাছের মান্ডালা আর্ট 💘

  • এটি হচ্ছে একটি রূপচাঁদা মাছের মান্ডালা আর্ট। এই রূপচাঁদা মাছটি আঁকতে আমার অনেক সময় লেগেছিল। কিন্তু আঁকা শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছিল কারণ দেখতে সত্যিকারের রূপচাদা মাছের মতই লাগছিল।

Screenshot_20220921-145718_Chrome.jpg

পোস্ট লিংক

💘 নুডলস সহ পেয়ালার মান্ডালা আর্ট💘

  • এটি হচ্ছে একটি নুডলস ভর্তি পেয়ালার মান্ডালা আর্ট আমরা সবাই কিন্তু নুডুলস খেতে পছন্দ করি ।কিন্তু যখন আঁকলাম তখন আমার কাছে মনে হচ্ছে খেয়ে ফেলি এতটাই সুন্দর লাগছিল। সাথে দুটো কাঠি একে দিয়েছি যেগুলো দিয়ে নুডুলস গুলো খাওয়া যাবে। যদিও একটি ছবি নুডুলস ভেবে কেউ আবার খেয়ে ফেলবেন না হা হা হা।

Screenshot_20220921-150106_Chrome.jpg

পোস্ট লিংক

💘 গ্লাসের ভেতর নৃত্যরত মেয়ের মান্ডালা আর্ট 💘

  • এটি গ্লাসের ভিতর একটি মেয়ের মান্ডালা আর্ট। এই আরটি করেছি আমি ক্লাসের ভিতর একটি মেয়ে নৃত্য দেখাচ্ছে। যেহেতু গ্লাস টি কাচের তাই মেয়েটিকে দূর থেকে দেখা যাচ্ছে। এই আর টি আমার অনেক পছন্দের একটি আর্ট।আশা করি আপনাদেরও ভালো লাগবে।

Screenshot_20220921-150542_Chrome.jpg

পোস্ট লিংক

💘 জলন্ত প্রদীপের মান্ডালা আর্ট 💘

  • এটা হচ্ছে একটি জ্বলন্ত প্রদীপের মান্ডালা আর্ট। এই আর টি আমার অনেক অনেক বেশি পছন্দের একটি আর্ট। এই প্রদীপ টি অঙ্কন করার সময় এর ভেতরের ছোট ছোট কাজগুলো করতে আমার অনেক সময় লেগেছিল। কিন্তু সম্পূর্ণ পোস্টটি শেষ করার পর দেখে অনেক ভালো লাগছিল আমার মনে হয় আপনাদেরও পছন্দ হবে ।

Screenshot_20220921-150956_Chrome.jpg

পোস্ট লিংক

💘 একটি গাড়ির মান্ডালা আর্ট 💘

  • সবশেষে আমি যেই পোস্টটি আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে একটি গাড়ির মান্ডালা আর্ট। সব সময় তো বিভিন্ন জিনিসের ম্যান্ডেলা আর্টি করি তাই ভাবলাম একটি গাড়ির মান্ডাল আর্ট করি। শেষ করার পর দেখলাম ভালোই লাগছে মনে হচ্ছে গাড়িটিকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি।

Screenshot_20220921-153544_Chrome.jpg

পোস্ট লিংক

🌺 আশা করি আমার আজকের রিভিউ পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট এর সংগ্রহশালা গুলো দেখে খুবই ভালো লাগছে। প্রত্যেকটা আর্ট খুব নিখুত এবং সুন্দর ছিল। আসলে আমারও ম্যান্ডেলা আর্ট গুলো করতে খুবই ভালো লাগে। তবে এই আর্টগুলো করতে অনেক সময় এবং ধৈর্য লাগে। আজকে আপনার অনেকগুলো ম্যান্ডেলা আর্ট একসাথে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার মত আমারও মান্ডালা আর্ট করতে ভালো লাগে।তাই মাঝে মাঝে মনের মত আর্ট করে শেয়ার করি।আর আপু আসলেই এই আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন। তাইতো অবসরে আমি এই চিত্র গুলো আঁকি।ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আপনার মান্ডালার সংগ্রহশালার আর্টগুলা খুবই ভাল লাগছে দেখতে আপু, আপনার হাতের নিখুত কারুকার্যের তারিফ করলেও শেষ হবেনা আপু খুবই সুন্দর হয়েছে । যদিও ম্যান্ডেলা আমি কখনও আকি নাই বা এর সাথে আমি পরিচিত ও নাহ বাট আপনার আর্ট টা দেক্ষে অনেক আগ্রহ জন্মাইলো , গুরুত্বের সাথে আমি এই ম্যান্ডেলা আকার চেষ্টা করব আপু , বিশেষ করে মাথার ক্যাপ এর ম্যান্ডেলা এবং মাছের ম্যান্ডেলা টা আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভাল লাগছে , ধন্যবাদ আপু আপনাকে আমাদের মাঝে ম্যান্ডেলা গুলা শেয়ার করার জন্য

 2 years ago 

ভাইয়া আমিও আগেই ম্যান্ডেলা আর্ট থাকতে পারতাম না। কিন্তু এখন আকতে আকতে অনেক বেশি ভালো লাগে। আপনিও চাইলে আমার মত মান্ডালা আর্ট আঁকতে পারেন ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনার পছন্দের মান্ডালা আর্ট এর সংগ্রহশালা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব গুলো মান্ডালা আর্ট দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে সব থেকে গাড়ির মান্ডালা আর্ট বেশি ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আমার আর্ট গুলো আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো। আপনার অনুপ্রেরণা পেয়ে আমি আরো আকার চেষ্টা করব। কতটুকু ভালো হয়েছে জানি না তবে এই আর্ট গুলো করতে আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

আপু আপনি তো খুব সুন্দর সুন্দর কিছু ম্যান্ডেলা আর্ট এর রিভিউ শেয়ার করেছেন। দেখতে খুবই গর্জিয়াস লাগছে আপনার ম্যান্ডেলা আর্ট গুলো। আপনা এই আর্টগুলো আমি আগে ও দেখেছিলাম। এবং আজকে সব একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।

 2 years ago 

জি আপু আমি এই আর্টগুলো আগেও শেয়ার করেছিলাম তবে একটি একটি করে আজ ভাবলাম সবগুলো একসাথে করে আপনাদেরকে অবাক করে দেই। তাইতো আমার পছন্দের পোস্টগুলো শেয়ার করলাম।

 2 years ago 

আপনার তৈরি করা ম্যান্ডেলাটির মধ্যে কয়েকটি ম্যান্ডেলা আলাদাভাবে দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু আর কয়েকটি ম্যান্ডেলা দেখার সৌভাগ্য হয়নি । তবে আজকে সবগুলো ম্যান্ডেলা একসঙ্গে দেখতে পেলাম।
আপনার তৈরি করা প্রত্যেকটি ম্যান্ডেলা ছিল অনেক সুন্দর‌
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আমাদের সবারই সব সময় হয়ত সব গুলো পোস্ট দেখা হয় না।তাইতো যারা আমার আগের পছন্দের পোস্ট গুলো দেখেন নি তাদের জন্য আমার এই আয়োজন।তাই আমি পছন্দের মান্ডালা গুলো শেয়ার করলাম।

 2 years ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্টের সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো।ম্যান্ডেলা আর্ট করতে আমার ও খুব ভালো লাগে। সবগুলো আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মান্ডালা আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে তাই আমি কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করি আপনাদের মাঝে শেয়ার করি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

আপনার মত আমিও আমার পছন্দের আর্ট গুলো সংরক্ষণ করে রাখি। যেগুলো একটু বেশি পছন্দ সেগুলোকে একটি সংগ্রহশালায় সংরক্ষণ করে রাখি যখন প্রয়োজন হবে একসাথে পেয়ে যাব। যাইহোক মন্ডল আয়াতের কারো কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, আপনার গুলো দেখে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নতুন বছর উপলক্ষে আর্টটি একটু বেশি ভালো লেগেছে ।

 2 years ago 

জি আপু আমিও দেখছি আপনিও আপনার পছন্দের পোস্ট গুলো সংরক্ষণ করে রাখেন। এতে লাভ পছন্দের আর্ট গুলো সময় মত হাতের কাছে পাওয়া যায়।আমার কাছে এরকম সংরক্ষণ করে রাখতে ভালো লাগে। ধন্যবাদ আপু

 2 years ago 

আপু আপনার প্রত্যেকটি ম্যান্ডালা আর্ট অসাধারণ সুন্দর ছিল। জ্বলন্ত প্রদীপের ম্যান্ডেলা আর্ট এর রিভিউটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। পাশাপাশি গ্লাসের মধ্যে নিত্যরত মেয়েটির ম্যান্ডেলা আর্টটি অতি চমৎকার ছিল।

 2 years ago 

আসলে ভাইয়া আমার কাছে যেকোনো আর্ট করতে খুব ভালো লাগে। তাইতো যখন তখন আমি চিত্র অঙ্কন করি।প্রদীপের মান্ডালা আর্ট টি আমারও পছন্দ।আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগছে। গ্লাসের ভিতর মেয়েটির ম্যান্ডেলা আর্ট এবং নতুন বছর উপলক্ষে ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। আমিও মাঝে মাঝে ম্যান্ডেলা আর্ট করি। আপনার জন্যশুভকামনা রইল।

 2 years ago 

গ্লাসের ভেতর নৃত্য রত একটি মেয়ের আর্ট আমার অনেক পছন্দের আর্ট এর মধ্যে একটি।নতুন বছরকে স্বাগত জানাতে আমি এই চিত্র টি অংকন করেছিলাম।মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68500.64
ETH 3751.22
USDT 1.00
SBD 3.65