একটি ক্যাপ এর মান্ডালা আর্ট //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 💁‍♀️💁‍♀️

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌻🌻

  • আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি আর্ট নিয়ে। আর্ট টি হলো একটি ক্যাপ এর মান্ডালা আর্ট

  • আমি আমার তৈরি করা ক্যাপ এর মান্ডালা আর্টটি ধাপে ধাপে আপনাদের মাঝে বর্ণনা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

20220120_151804.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • সাদা কাগজ
  • স্কেল
  • পেন্সিল
  • রাবার
  • মার্কার

20220120_134844.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমেই সাদা কাগজে একটি পেন্সিল দিয়ে একটি ক্যাপ এর আকৃতি এঁকে নিলাম। পরে এর নিচে একটু বাঁকা করে ক্যাপ এর নিচের অংশ এঁকে নিলাম।

20220120_135259.jpg

20220120_142029.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর আমি ক্যাপ এর ভেতরে আড়াআড়িভাবে চারটি দাগ টেনে নিলাম। পরে ক্যাপ এর উপরের অংশে একটি ফুল এঁকে নিলাম।

20220120_142417.jpg

20220120_142608.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর আমি ক্যাপটির উপরে মার্কার দিয়ে কালো করে নিলাম।এবং তার পাশে ফুলটির ভেতরে মার্কার দিয়ে কালো করে নিলাম।

20220120_143153.jpg

20220120_143541.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপর আমি ক্যাপ এর উপরের চিকন অংশে পাতার মতো করে তার ভিতরে কারুকাজ করে নিলাম। তারপরে নিচের অংশে এর বিপরীত করে কয়েকটি বড় বড় পাতা করে তার মধ্যে কারুকাজ করে নিলাম।

20220120_143942.jpg

20220120_144210.jpg

20220120_145125.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর আমি এর নিচের অংশে বড় করে তিনটি ফুলের নাম এবং এর ভিতরে ছোট ছোট ফুল আঁকলাম। আর এর বাইরে ফাঁকা অংশগুলোতে ছোট ছোট কারুকাজ করে দিলাম।

20220120_145621.jpg

20220120_145947.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এবারের নিচের অংশে চারকোনা করে চারটি আকৃতি এঁকে তার ভিতরে গোল গোল ফোটা দিলাম।

20220120_150036.jpg

20220120_150042.jpg

20220120_151002.jpg

সপ্তম ধাপঃ

  • তারপরে নিচে কয়েকটি বাকা বাকা করে দাগ টেনে নিলাম এবং এর নিচে ছোট ছোট কয়েকটি লাভ আকৃতি এঁকে নিলাম। একদম নিচের অংশে এবার কয়েকটি ফুলের আকৃতি দিয়ে দিলাম।

20220120_151244.jpg

20220120_151649.jpg

20220120_151701.jpg

চূড়ান্ত ধাপঃ

  • সম্পূর্ণ ক্যাপ টি আঁকা শেষ হলে তার নিচে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।এভাবে আমি আমার আঁকা শেষ করলাম।

20220120_151803.jpg

20220120_151803.jpg

আশা করি আমার আঁকা আজকের মান্ডালা আর্ট টি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ ❤️❤️

Sort:  
 3 years ago 

আপু আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে।আপনার আর্টের হাত অনেক ভালো,আশা করি আরো ভালো ভালো আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন।এই আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা আপনার জন্য

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ভালো মন্তব্যের জন্য। আশা করি সব সময় সাপোর্ট করবেন।

 3 years ago 

জ্বী ইনশাআল্লাহ

 3 years ago 

ক্যাপের ম্যান্ডেলা চিত্রকল্প খুব চমৎকার হয়েছে।বিশেষ করে,উপরের অংশের ফুলটি এটিকে দারুন ফুটিয়েছে।তবে,আমার কাছে ক্যাপটি বেশি লম্বা মনে হয়।ধন্যবাদ, আমন্ত্রন রইলো শ্রদ্ধেয়।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ধন্যবাদ ও আমন্ত্রন রইলো।

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ক্যাপটি দেখতে দারুন লাগছে আমার কাছে ।খুব সুন্দর করে প্রতিটি ধাপ আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লাগছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য।

 3 years ago 

দারুন সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। খুবই সুন্দর করে এই ম্যান্ডেলা আটটি করেছেন আর খুবই নিখুঁতভাবে করেছেন এবং ধৈর্য সহকারে আপনি সম্পূর্ণ করেছেন। সে জন্যই কিন্তু এটা দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আর এটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু আপনি খুবই সহজ ভাবে করে দিয়েছেন
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি মনোযোগ দিয়ে আমার পোস্ট টি দেখার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য।

আপনার ক্যাপ অংকন টি অনেক সুন্দর হয়েছে। আপনারা ক্যাপটিভ সবচেয়ে বেশি সুন্দর লাগছে ম্যান্ডেলার নকশা ব্যবহারের কারণে। নিজের সৃজনশীলতা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি চিত্র অংকন তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64236.48
ETH 2519.13
USDT 1.00
SBD 2.66