❝স্বরচিত তিনটি কবিতার রিভিউ❞

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি,আমার বিগত দিনের লেখা তিনটি কবিতার রিভিউ।কবিতা পোস্টগুলো আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেন নাই। তাই ভাবলাম কবিতাগুলো আপনাদের মাঝে আরও একবার রিভিউ এর মাধ্যমে শেয়ার করি।এর মাধ্যমে আমার লেখা এই তিনটি কবিতা পড়ার সুযোগ পাবেন।কবিতা আমি তেমন লিখতে পারিনা।আপনাদের দেখাদেখি আমিও চেষ্টা করি কবিতা লেখার।জানিনা কতটুকু সার্থক হতে পারছি। যাই হোক আজকে আর কথা বাড়াবো না।তো চলুন আমার বিগত দিনের স্বরচিত তিনটি কবিতা আরো একবার পড়ে আসি...


IMG_20230928_135319.jpg

স্বরচিত কবিতাঃ “আকাশ” By @mohamad786

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ydJd5YWQ2YaH4x4FQFhBAgFVBA1RMo8eYK4hFjAKZfthxjKrmVcpRFMMFkpsTp5WS1cWP9kgShJJNtBNvJYd2xqTJBjcr.jpeg

দূর-দিগন্তে, সীমা-পরিসীমা ছাড়িয়ে
যতদূরই যাক না চোখ,
সবখানেতেই বড় বড় ইমারাতের উপর
কেমন যেন তুলোর ন্যায় ঝোক।
হচ্ছি ধীরে ধীরে বড় সময়ের পালাক্রমে
ততই জানছি এই তুলোর ঝোঁক সম্বন্ধে
একটা সময় এলো জানতে পারলাম যে
এই তুলোয় ঝোঁকগুলো মানুষের কাছে পরিচিত
আকাশ' নামক শব্দে।

সম্পূর্ণ কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন

এই কবিতায় আমি সুবিশাল আকাশের মহত্ত্ব এবং সৌন্দর্যের কথা তুলে ধরার চেষ্টা করেছি।আকাশ মানেই সীমানার মাঝে অসীম। শত কাজের মাঝেও যখন আকাশের দিকে তাকাই তখন মন আনন্দে মেতে উঠে।আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে চলে তখন সেই দৃশ্য স্বর্গীয় সৌন্দর্য নিয়ে আসে।উদারতা,নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়েই বুঝি আমাদের পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে।আকাশ নিয়ে আমার লেখা এই কবিতাটি আপনারা সবাই অনেক সুনাম করেছেন।যা আমার অনেক ভালো লেগেছে।


স্বরচিত কবিতাঃ “বৃষ্টি” By @mohamad786

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVYLPo2ZjQAQjNVFdeUkt6ZbZFMHRsEUivV4EgXdxJRMKm9aYF679bYTiZquGuS5T3fK1b7ZiaYvKsbTzqW42ywNvPJWJ.jpeg

ওহে বৃষ্টি! তুমি যে
স্রষ্টার এক অপরুপ সৃষ্টি।
আসো তুমি নেমে সেই আকাশ থেকে
লিখে দিয়ে যাও এই সকল সৃষ্টির বুকে
সুসংবাদের ধারাবাহিক বর্ণনা।
তুমি বৃষ্টি! কেবল তো পড়ো না
আকাশ থেকে পানি আকারে
তুমি তো দিয়ে যাও
এক আদর্শ উপমা!
যা বোঝাই কেবলই
মানুষের এই ক্ষণিকের জীবনকে,
মানুষের জীবন নয় চিরস্থায়ী
জানে তা সকলে।

সম্পূর্ণ কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন

এই কবিতাটিতে আমি বৃষ্টির মহত্ত্ব তুলে ধরার চেষ্টা করেছিলাম।বৃষ্টি যে আমাদের জন্য আশীর্বাদ,বৃষ্টি যে সৃষ্টিকর্তার প্রতি আমাদের জন্য রহমত।পৃথিবীর সকল ধর্মগ্রন্থে বৃষ্টিকে আমাদের জন্য নিয়ামত ছোট পাঠানো হয়েছে।সকল বিষয়বস্তু আমি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছিলাম।কবিতাটি পড়ে আপনাদের অনেক ভালো লেগেছিল।যার ফলে আমি কবিতা লেখার প্রতি আরো উৎসাহিত হয়েছি।


স্বরচিত কবিতা-“ইচ্ছে ছিল” By @mohamad786

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81iMhVEE7qC9ZSwugWEvqNGo4mbsB8FhFyotFUs3F6uCUzCLFmcndRqmTJLr3oLWiv9KRcSwCQycPLtQKStezRbvvooana.jpeg

আকাশ ফেটে পড়ছে বৃষ্টি
দেখছি জানালা দিয়ে।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে
ভিজবো বৃষ্টি ভেজা দিনে।
খোলা আকাশের নিচে
থাকবে না কেউ পাশে,
শুধু থাকবো তুমি আর আমি
ভিজবো যে মন ভরে।

সম্পূর্ণ কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন

প্রিয় মানুষটাকে নিয়ে আমাদের মনের মধ্যে অনেক ইচ্ছা।প্রিয় মানুষটাকে নিয়ে আমাদের ইচ্ছার কোন শেষ হয় না।অনেক সময় প্রিয় মানুষটাকে নিয়ে অনেক ইচ্ছা মনের মধ্যে আসে কিন্তু যেকোনো এক কারণে সে ইচ্ছা গুলো আর পূরণ হয় না।এই বিষয়টা খুবই যন্ত্রনাদায়ক এবং বেদনাদায়ক।আমি বৃষ্টি ভেজা দিনে আমার প্রিয় মানুষটিকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম।তার হাতে হাত রেখে বৃষ্টি ভেজা মেঠো পথ দিয়ে হাঁটতে চেয়েছিলাম।কিন্তু এ সকল ইচ্ছা আমার পূর্ণ হয়নি।মূলত এ সকল বিষয়বস্তুই আমি এই কবিতায় তুলে ধরেছিলাম।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 11 months ago 

আপনার তিনটি কবিতাই অসাধারণ ছিল। কবিতা গুলো আমি পড়েছিলাম। আমার খুবই ভালো লেগেছে। আজকে একসাথে আবারও পড়তে পেরে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার তিনটি কবিতার রিভিউ পড়ে আমার তো অনেক ভালো লেগেছে। আমি কবিতা পড়তে অনেক বেশি পছন্দ করি। আর আমার কাছে কবিতা লিখতেও ভালো লাগে। আপনি এই কবিতাগুলো মাধ্যমে ভিন্ন ভিন্ন টপিক তুলে ধরেছেন দেখে আমার কাছে ভালো লেগেছে। আর আপনার কবিতাগুলো আমার কাছে এমনিতে ভালো লাগে সব সময়। তেমনি আজকেরটা ও খুব ভালো লেগেছে। সবগুলো একসাথে পড়ে দারুন লাগলো।

 11 months ago 

আপনার রেসিপি আমি যত পড়ি আমার কাছে তত ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে কবিতা লিখে থাকেন। এই তিনটি কবিতার মধ্যে সবগুলো পড়া হয়নি তবে, এখন একসাথে দেখে এবং পড়ে অনেক ভালো লেগেছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই কবিতাগুলোর রিভিউটা অনেক সুন্দর করে করেছেন। পরবর্তীতেও এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন আশা করছি।

 11 months ago 

বেশ চমৎকার ছিল আপনার লেখা কবিতাগুলো। আসলে কবিতা মনের ভাষা প্রকাশ করে থাকে। যে কথাগুলো সব সময় ব্যক্ত করা যায় না তা কবিতার ভাষায় ব্যক্ত করা সম্ভব। ভালো লাগলো আপনার তিনটি কবিতা রিভিউ একসাথে পেয়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45