রেসিপিঃ খুইরা শাক ছোট আলু দিয়ে ভর্তা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুইরা শাক ছোট আলু দিয়ে ভর্তা রেসিপি। আজকে রেসিপিটা অনেকের কাছেই ভালো লাগবে। বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা এই রেসিপিটা চিনে থাকবেন। গ্রামে এই শাকগুলো যেখানে সেখানে পাওয়া যায় বিশেষ করে জমিতে। গতকাল আমার একটা চাচী আমার মাকে কিছু শাক এনে দিয়েছিলেন জমি থেকে। মা দেখলাম রাতের রান্না করছেন। রান্নার মাঝখানে মা আমাকে বললেন রেসিপি করব কিনা। আমিও লোভ সামলাতে পারলাম না। ইউনিক একটি রেসিপি ভেবে মাঝ রান্না থেকেই ফটোগ্রাফি করা শুরু করে দিলাম। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ |
---|
খুইরা শাক |
ছোট আলু |
পেঁয়াজ |
রসুন |
শুকনা মরিচ |
হলুদ গুঁড়া |
লবণ |
তেল |
ধাপ-১
প্রথমে শাকগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এবং ছোট আলু কেটে ধুয়ে নেওয়া হয়েছে।
ধাপ-২
এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে পেঁয়াজ এবং লবণ, হলুদ গুঁড়া দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে।
ধাপ-৩
এ পর্যায়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে আলুর সাথে মিশিয়ে নেওয়া হয়েছে।
ধাপ-৪
এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
ধাপ-৫
এবার ভর্তা বানানোর জন্য একটি সিমেন্টের বাটনা এবং পাথরের শীল নিয়ে তাতে ভাজা শুকনা মরিচ এবং লবণ নিতে হবে।এই বাটনা এবং পাথরের শীলগুলো গ্রামের প্রত্যেকটা বাড়িতে আছে।
ধাপ-৬
এ পর্যায়ে মরিচের চাটনি বানিয়ে একটি বাটিতে আলাদা করে তুলে রাখতে হবে।
ধাপ-৭
এবার ভেজে রাখা শাকের মিশ্রণ দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে।
ধাপ-৮
এবার পরিমাণ মতো মরিচের চাটনি, লবণ এবং কয়েকটি রসুনের কোয়া থেঁতো করে দিয়ে সব উপকরণ একসাথে মাখিয়ে নিলেই তৈরি এই মজাদার ঝাল ঝাল খুইরা শাক ভর্তা।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। সত্যি কথা বলতে খুবই মজা করে ভাত খেয়েছিলাম। আর আমি গ্রামে আসলে সব সময় এই ধরনের ভর্তা এবং সবজির যেকোনো তরকারি খেতে বেশি পছন্দ করি। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আপু খুইরা শাকের নাম এই প্রথম শুনলাম আমি। যাইহোক আজকে আপনি খুব সুন্দর করে খুইরা শাক এবং আলু দিয়ে খুব সুন্দর রেসিপি করেছেন। আপনার মায়ের কারণে এত সুন্দর একটি রেসিপি আমরা দেখতে পেলাম। তবে যেকোনো শাকের রেসিপির মধ্যে শুকনো মরিচ দিলে খেতে বেশ মজাই লাগে। খুব লোভনীয় রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুইড়া শাক আজ প্রথম নাম শুনলাম আপু। রেসিপিটি দেখে তো ভীষণ লোভনীয় লাগছে আপু। খেতে মনে হয় ভীষণ সুস্বাদু হয়েছিল। তবে রন্ধন প্রণালী টা আমার কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
জ্বি আপু এই ভর্তাটি খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু রেসিপি টি অনেক লোভনীয় হয়েছে।এই শাক হয়তো খেয়েছি তবে এই নামটা প্রথম শুনলাম।আপনি রন্ধন পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
আসলে এলাকা ভেদে হয়তো এ শাককে অন্যান্য নামে চিনতে পারেন। যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
খুইরা শাক এর নাম আগে কখনো শুনিনি খাওয়া তো দূরের কথা। নতুন একটা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আপনি ছোট ছোট আলু গুলো দিয়ে শাক ভর্তা করেছেন। এই ধরনের শাক ভর্তা একটু ঝাল ঝাল করে করলেই বেশি ভালো লাগে খেতে। আপনার রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
জ্বী আপু ছোট ছোট আলু দিয়ে এই শাক ভর্তা ঝাল ঝাল করে আমার মা বানিয়েছিলেন। খেতে বেশ সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
খুঁড়িয়া শাকের ভর্তা ভীষণ সুস্বাদু রেসিপিটি। একদমই ইউনিক রেসিপি। আমি কখনো খাইনি এই শাকের ভর্তা তবে আপনি চমৎকার লোভনীয় করে আলু দিয়ে খুঁড়িয়া শাকের ভর্তা করেছেন দেখেই খেতে মন চাচ্ছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে খুঁড়িয়া শাকের রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
এই শাকগুলো গ্রামে পাওয়া যায় আপু। হয়তো আমি সঠিকভাবে নাম বলতে পারছি না। না হয় অন্য নামে হয়তো চিনে থাকবেন। তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
খুইরা শাক ছোট আলু দিয়ে ভর্তা দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার এই রেসিপির পরিবেশ আমার ভালো লেগেছে। গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন ভাইয়া গরম ভাতের সাথে এমন মজাদার ভর্তা থাকলে আর কিছু দরকার নেই। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
খুইরা শাক ছোট আলু দিয়ে ভর্তার বিভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা এর আগে আমি কোনদিন দেখেছিলাম না তাই আমার কাছে এটা একটা ইউনিক রেসিপি বলে মনে হয়েছে। এটা দেখে মনে হচ্ছে এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল।
জ্বি ভাইয়া এই ভর্তা রেসিপি টা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
দারুণ একটি ভর্তা রেসিপি শেয়ার করেছেন আপু। খুইরা শাক নামটি আমার আজকেই প্রথম শোনা, এর আগে কখনো শুনেছি বলে মনে পরে না। আর এই রেসিপি দেখে যতই লোভ লাগুক, কখনো হয়তো খাওয়াও হবে না!
আমার বাসায় চলে আসেন আপু আপনাকে এই ভর্তা বানিয়ে খাওয়াবো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।