আবেগের কবিতা || অব্যক্ত অনুভূতি || Original Poetry by @Hafizullah

in আমার বাংলা ব্লগlast year

sail-boats-5909441_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি বেশ ব্যস্ত সময় পার করছি, গতিশীল জীবনে নতুনভাবে সব কিছুকে সাজানোর চেষ্টা করছি। আসলে আমরা যা চাই সব সময় সেটা পাই না আবার যা চাই তার চেয়ে বেশীও পেয়ে থাকি। কখনো না চাইতে সবটা পেয়ে যাই আবার কখনো চাইলেও কিছু পাই না। সত্যি বলতে পরিস্থিতি মাঝে মাঝে আমাদের ভিন্নমুখী অবস্থানে দাঁড় করিয়ে দেয়, যার কারনে না চাইলে কিছু পেয়ে তার মর্ম বুঝতে ব্যর্থ হই আবার চেয়েও কিছু না পেয়ে হতাশ হই। এক অদ্ভুত বাস্তবতা আমাদের বার বার অদ্ভুত পরিস্থিতির মাঝে ঠেলে দেয়। কিন্তু আফসোস হয় তখনই যখন আমরা প্রকৃত বিষয়টি উপলব্ধি করতে ব্যর্থ হই।

এটাই হয়তো জীবন, না বুঝে অনেক কিছু পেয়েও আবার হারিয়ে ফেলি, আবার চাইতে চাইতে অনেক কিছুর যন্ত্রনা জাগ্রত রাখি। সত্যি মাঝে মাঝে জীবনটাকে বড্ড বেশী বিচিত্র মনে হয় আবার মাঝে মাঝে অদ্ভুত সমীকরণে সব কিছুর মাঝে জটিলতা খুঁজে পাই। যাইহোক, জীবন যখন যেখানে যেমন ঠিক তেমনই আমাদের উপভোগ করার চেষ্টা করতে হবে এবং যন্ত্রনা কিংবা হতাশা যাই আসুক, মানসিকতাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, কাউকে ভালোলাগার, ভালোবাসার অব্যক্ত অনুভূতিগুলোকে ভিন্নভাবে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি কবিতাটিতে। যথারীতি আশা করছি কবিতাটি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে পড়ে দেখি-

ring-4465711_1280.jpg

যন্ত্রণার নীল সাগরে
ভাসছি অথৈ জলে,
ভালোবাসার চঞ্চল অনুভূতি
নিরবে হৃদয়ের মাঝে বন্দি।

তুমি ছিলে চঞ্চলা
মিষ্টি হাসিতে অনন্যা,
হৃদয়ে ঢেউ তোলা আকুতি
বুঝাতে পারিনি কতটা ভালোবাসি।

ভালোবাসি আজও সেই হাসি
হৃদয়ে স্পন্দন বাড়ানো চোখ দুটি,
চাইলেও যায় বলা সবটা
হৃদয়ের গভীরে থাকা কথামালা।

আমি পারিনি বলতে সেই অনুভূতি
লুকিয়ে থাকা হৃদয়ের সকল আকুতি,
দূর হতে হৃদয় ছুঁয়েছে স্বপ্ন
কল্পনার রংয়ে রাঙিয়ে দুঃস্বপ্ন।

তোমার চঞ্চলা সেই রূপ
আজও হৃদয়ে বাড়ায় ব্যথা,
তোমায় হারানোর সেই যন্ত্রনা
মুছে যায়নি হৃদয়ের বেদনা।

পুরনো স্মৃতিগুলো জাগ্রত হয়
হৃদয় বার বার বিক্ষত হয়,
আড়ালে থেকেও স্পষ্ট তুমি
বুঝাতে পারিনি কতটা ভালোবাসি।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জীবনের প্রতিটি অধ্যায়ে ভিন্ন রকম আবেগ অনুভূতির দেখা পাওয়া যায়।ঠিকই বলেছেন ভাইয়া জীবনে আমরা হয়তো অনেক কিছু পাই না আবার অনেক কিছু না চাইলেও পেয়ে যাই, কিন্তু তখন তার মর্মার্থ বুঝতে পারি না। যাইহোক কবিতার কথায় আসি।অসাধারণ হয়েছে এককথায়। আপনার আর দাদার কবিতা পড়েই তো আমার কবিতা লেখার শুরু। খুব ভালো লাগলো এই আবেগভরা কবিতাটি পড়ে।

 last year 

আসলে মানুষ যা চায় তা পায় না আবার যা চায় না তা ভুল করেও মাঝে মাঝে পেয়ে যায়। এটাই বাস্তবতা এবং আমাদের এটা মেনেই চলতে হয়।
আপনার প্রত্যেকটি কবিতা আমার অনেক ভালো লাগে এবং আপনার কবিতাগুলো পড়ে
অনেক উৎসাহ পাই আমি কবিতা লিখার।ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আহারে, ভাইয়া এতো সুন্দর করে কবিতা লিখলে কেউ যদি না ই বোঝে এতো সুন্দর ভালোবাসা। তবে সে ব্যর্থ।কিন্তু কবিতাটি কিন্তু খুবই চমৎকার হয়েছে।পেয়ে হারানোর ব্যথা খুব কষ্টের।তবে আপনার অনুভূতিকে জাগিয়ে রাখুন।তবেই কিন্তু আমরা আরো অনেক সুন্দর সুন্দর কবিতা পাবো ইনশা আল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটির জন্য।

 last year 

সত্যি ভাই আমাদের জীবনটা এমনই। জীবনের চাওয়া পাওয়ার মধ্যে বেশ বিচিত্রতা লক্ষ্য করা যায়। যখন যা চাই আমরা তা পাই না। আবার যা পায় তা পর্যাপ্ত পরিমাণ পায় কিন্তু মন থেকে চাই না। এটাই হচ্ছে জীবনের কঠিন পরিস্থিতি। যাক সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের জীবন। কবিতাটি খুব ভালই লিখলেন অসাধারণ হয়েছে।

 last year (edited)

ভাইয়া আপনার কবিতা গুলো পড়তে সব সময়ই খুব ভালো লাগে। অব্যক্ত অনুভূতিগুলো আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে কবিতার এই লাইনগুলো আমার কাছে অসাধারণ লেগেছে।

আমি পারিনি বলতে সেই অনুভূতি
লুকিয়ে থাকা হৃদয়ের সকল আকুতি,
দূর হতে হৃদয় ছুঁয়েছে স্বপ্ন
কল্পনার রংয়ে রাঙিয়ে দুঃস্বপ্ন।

শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। প্রতিটি লাইনের সাথে ছন্দের বেশ মিল রেখে কবিতাটি লিখেছেন ভাই। আসলে ভাই লুকিয়ে থাকা ভালবাসার অনুভূতি হৃদয়ের মাঝ থেকে কাউকে বলে বোঝানো সম্ভব না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই আপনার কবিতা মানে আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আর আপনি এবং দাদার কবিতা থেকে আমরা অনুপ্রাণিত হই এবং কবিতা লেখার চেষ্টা করি।আমার তরফ থেকে কয়েকটি লাইন শেয়ার করলাম ভাইয়া।

স্মৃতিগুলো উড়াল দিয়ে চলে গিয়েছিল,
এখন আবার কেন হলো তাদের আগমন?
সুখের ছোয়া দেখিয়ে দিয়ে গেল একরাশ দুঃখ,
এটাই কি তাহলে ভালোবাসার সম্পূর্ণ অভিযান?

 last year 

ওয়াও অব্যক্ত অনুভূতি কবিতাটি চমৎকার লেগেছে ভাইয়া।এতো সুন্দর কবিতা লিখেন আপনি।রোমান্টিক হৃদয়ের মানুষ না হলে এতো সুন্দর সুন্দর কবিতা লেখা সম্ভব না।খুবই ভালো লেগেছে কবিতাটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48