আবেগের কবিতা || জীবন মানেই হৃদয়ের স্পন্দন || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

beach-1846009_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং চঞ্চল আছি। কারন ঈদের পর লম্ব ছুটি এবং পরিবারের সকলের সাথে সময় ব্যয়, হৃদয়ের চঞ্চলতার সাথে সাথে ভালোবাসার রংধুন দারুণভাবে সাজার সুযোগ পেয়েছিলো। আসলে চাকুরী জীবনে উৎসবের দিনগুলোতে ছুটি পাওয়াটা আমাদের জন্য বিশাল কিছু, কারন সারা বছরের কাজের চাপ এবং মানসিক অস্থিরতা এই ছুটির দিনগুলোতে নিমিষেই দূর হয়ে যায় এবং অন্য রকম একটা কর্ম চঞ্চলতা নতুনভাবে জাগ্রত হয়ে উঠে হৃদয়ের মাঝে। তাইতো ছুটি শেষে পুনরায় জীবনের গতিশীলতা ফিরে আসে কাংখিতভাবে।

ঈদের ছুটির পর আজ প্রথম অফিস করছি, লম্বা ছুটির পর আবার কর্ম চঞ্চলতা এবং যথারীতি কাজের প্রেসার ফিরতে শুরু করেছে জীবনের আঙ্গিনায়। কিন্তু তাই বলে সব আড়ালে চলে যাবে সেটা কিন্তু হবে না, হৃদয়ের সাথে হৃদয়ের সেই বন্ধন, ভালোবাসার সেই আবেগ এবং ছন্দের চঞ্চলতা ঠিক থেকে যাবে হৃদয়ের সীমানায়। মাঝে মাঝে সেখানে আন্দোলন হবে, ছন্দের আস্ফালন হবে এবং তারপর যথারীতি এগিয়ে যাবে জীবনের সকল আয়োজন। হয়তো এটাই জীবন, হয়তো এটাই বাস্তবতা। কিছু চাওয়ার সাথে কিছু পাওয়া, কিছু আক্ষেপের সাথে কিছু শান্তনা, কিছু সক্ষমতার সাথে কিছু অক্ষমতা। এই সকল অনুভূতি নিয়েই আজকের কবিতা, চলুন তাহলে পড়ে দেখি-

desert-8592629_1280.jpg

জীবন মানেই উত্তাল সাগর
পাড়ি দেয়ার তীব্র বাসনা,
জীবন মানেই সংগ্রামের ক্ষেত্র
বিজয়ী হওয়ার তীব্র আকুলতা।

জীবন মানেই হৃদয়ের স্পন্দন
কখনো চঞ্চলতা-কখনো নিস্তব্ধতা,
জীবন মানেই অনুভূতির আস্ফালন
কখনো রঙিন-কখনো মলিন।

জীবন মানেই হৃদয়ের উদ্বেগ
কখনো চতুরতা -কখনো বোকা,
জীবন মানেই হৃদয়ের আস্ফালন
কখনো বিনম্র- কখনো দুরন্তপনা।

জীবন মানেই বিশাল আকাশ
কখনো মেঘলা- কখনো উজ্জ্বলতা,
জীবন মানেই উদার সীমানা
কখনো বিজেতা- কখনো বঞ্চনা ।

জীবন মানেই কল্পনার আলোড়ন
কখনো নির্জীব- কখনো সজীব,
জীবন মানেই আশাভরসার স্থল
কখনো অক্ষম- কখনো সক্ষম ।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last month 

এবার ঈদের ছুটি অনেকটাই লম্বা ছিল। তাই ছুটির সময় গুলো দারুন কেটেছে সবার। আজকে আপনার প্রথম অফিস হয়েছে জেনে ভালো লাগলো। আমার অবশ্য আরো আগেই শুরু হয়েছিল। কিন্তু এখনো যাওয়া হয়ে ওঠেনি। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। কবিতার লাইনগুলো চমৎকার ছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

জীবন মানেই হচ্ছে সংগ্রাম আর সংগ্রামের মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যেতে হয়। জীবনে হাজারো মলিন তা হাজারো সুখ হাজার দুঃখ এসে ধরা দেয়। কিন্তু জীবনের শেষ মুহূর্তে পৌঁছানোর জন্য, আমাদের ভালো কিছু সময়ের প্রয়োজন হয়। জীবনে আমাদের আকাশে কখনো মেঘলা হবে, আবার কখনো দেখা দেবে উজ্জ্বল রোদ, সবকিছু সামলে নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি ঈদের ছুটি কাটিয়ে আবারো নিজের কর্মস্থলে ফিরে এসেছেন জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার কবিতা আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আসলেই ছুটির দিন মানেই হাফ ছেড়ে বাঁচা।ভাইয়া, আপনি জীবন নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন।আপনার কবিতা পড়ে সবসময় অনুপ্রাণিত হই।জীবনের গভীরতা ব্যাপক, যদিও তা চিরস্থায়ী নয়।ধন্যবাদ আপনাকে।

 last month 

আজ অফিস করছেন তাহলে বেশ লম্বা ছুটি।পরিবারের সাথে সময় কাটানো আসলেই বিশাল কিছু কিন্তু সমস্যা খালি মেয়েদের কোন ছুটি নাই। আর যদি আপনাদের অফিস অফ থাকে তাহলে কাজ মেয়েদের দ্বিগুন বেড়ে যায়😝😝।যাই হোক কবিতাটা বেশ দারুন হয়েছে। আসলেই জীবন মানেই অনেক কিছু।ধন্যবাদ

 last month 

ঈদের ছুটি প্রায় শেষ হয়ে গিয়েছে। সবাই কর্মস্থানে ফিরেছে। আপনিও আজকে প্রথম অফিস করলেন। আর আসলে ছুটি খেতে ভালই লাগে। যাইহোক আজকে অসাধারণ একটা কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 last month 

আপনাকেও ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last month 

আপনি তাহলে ঈদের পর আজ থেকে অফিস শুরু করেছেন। আমার তো গতকাল থেকেই শুরু হয়ে গেছে। যাই হোক বেশ সুন্দর একটি আবেগের কবিতা লেখেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইনই আবেগে ভরা । সেই সাথে মনে হয় হৃদয়ের স্পদন কে জাগিয়ে তুলে। ধন্যবাদ সুন্দর এই কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

যারা চাকরি করে,মাঝেমধ্যে তাদের এমন লম্বা ছুটি আসলেই খুব প্রয়োজন। এতে করে পরিবারকে ভালোভাবে সময় দিতে পারে এবং সবমিলিয়ে দারুণ সময় কাটাতে পারে। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

লম্বা ছুটি শেষে আবার কাজে ফেরা।ছুটিতে পরিবার নিয়ে দারুন সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া।আবার শুরু হলো পথচলা।আপনি বরাবরই চমৎকার কবিতা লিখেন।আজকের কবিতাটি জীবনকে নিয়ে নানা উপমা দিয়ে কবিতাটি শেয়ার করেছেন। জীবনকে নিয়ে আমাদের নানান জনের নানান মত,নানান ভাবনা।কিন্তু জীবন কিন্তু জীবনের মতো ই এগিয়ে যাচ্ছে।আমাদের উচিত জীবন কে উপভোগ করা নানান কাজের আর ভাবনার মধ্যে দিয়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65969.85
ETH 3429.28
USDT 1.00
SBD 2.68