আবেগের কবিতা || আহা জীবন || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

cars-g11cc92724_1920.jpg

হ্যালো বন্ধুরা,

গত কয়েক দিনের ঢাকা শহরের যানজট বেশ অসহনীয় হয়ে গেছে, কারন নিউ মার্কেট এর মারামারি, ঈদের শপিং এবং ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়ীতে যাওয়ার চেষ্টা। সব মিলিয়ে বেশ যন্ত্রণাদায়ক হয়ে উঠছে শহরের জ্যাম। বিশেষ করে সামনের দিনগুলো ঈদের আগ মুহুর্ত পর্যন্ত মানুষের ভোগান্তির শেষ থাকবে না। আসলে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন গাড়ী শহরের রাস্তায় নামানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে কর্তৃপক্ষ খুব সহজেই বলতে পারবে না বর্তমান সময়ে ঢাকা শহরের মাঝে কতগুলো গাড়ী চলাচল করছে অথবা এই শহরের মাঝে কতগুলো গাড়ী থাকা উচিত। আমরা দিনে দিনে কোথায় যাচ্ছি এবং শহরটাকে কোথায় নিয়ে যাচ্ছি তা একমাত্র আল্লাহপাকই ভালো বলতে পারবেন!

কারন শহরের প্রতি মানুষের এতো বিতৃষ্ণা আমি আগে কখনো দেখি নাই। সেদিন বাসে একজন চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস এর সাথে পরিচিত হলাম, যখন আমি নিজে বললাম যে একটা চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস ফার্মে আমি জব করি তখন তিনি তার পরিচয় প্রকাশ করলেন এবং বললেন এই প্রফেশনে উনার লেখা কিছু বই রয়েছে, তখন বুঝতে পারলাম বেশ অভিজ্ঞ মানুষ উনি। কথা প্রসঙ্গে বললেন, তার মন চায় ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ীতে চলে যেতে, এই শহরের দূষিত পরিবেশের মাঝে থাকার চেয়ে গ্রামে গিয়ে কৃষি কাজ করা অনেক ভালো। সত্যি এই শহরের মাঝে থাকার বিন্দুমাত্র ইচ্ছে এখন আমার মাঝে নেই, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।

সুযোগ পেয়ে আমিও নিজের মনে কথা বলে দিলাম, হয়তো আগামী ছয় মাসের মাঝে ঢাকা শহর ছেড়ে দিবো। জমি কেনা হয়ে গেছে এখন বড় অংকের একটা লোন রয়েছে, সেটার একটা গতি হলেই আমি মুক্ত হাওয়ায় উড়ে ভাসবো। অন্তত শেষ জীবনের সময়টুকু সজীব ও সুন্দর পরিবেশে কাটাতে পারবো। শহরের জীবন আমাকে সুখি করতে ব্যর্থ হয়েছে তাই আমি প্রকৃতির মাঝে ফিরে যেতে ইচ্ছুক, ক্ষতিটুকু পুষিয়ে নেয়ার জন্য। যাইহোক, শহরের জীবন নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার অনুভূতিগুলোকে একটু ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আজ। চলুন কবিতার ছন্দে অনুভূতিগুলো পড়ি-

woman-g8687743fe_1920.jpg



জীবনটা আজ জ্যামময়, ভালোবাসাগুলো ধোঁয়া ধোঁয়া,
চারপাশটা অন্ধকারাচ্ছন্নময়-হতাশার চাদরে ঢাকা।
আহা জীবন, ঢাকা শহরের জ্যামে গাড়ী যেমন।

মায়ার শহরে থমকে গেছে জীবন, সময়গুলো ছিন্ন ভিন্ন,
গাড়ী আর দালানের ভিড়ে জীবন, হৃদয়ে বাড়ছে ক্ষত।
আহা জীবন, মুখোশের আড়ালে ঢাকা যেমন।

যান্ত্রিক শহরের হৃদয়টা অনুভূতিহীন-জাগ্রত নয় বিবেক,
দুর্বল হচ্ছে মানবতার দাবী-মানুষের পরিবচয় নিরর্থক।
আহা জীবন, হতাশার চাদরে লুকায়িত মুখ যেমন।

ক্ষমতার দাপটে লজ্জিত আইন, নিয়মের তোয়াক্কা নিষ্প্রভ
মানসিক চাপে কমজোর সবাই, নিরবে হারাচ্ছে বিক্ষোভ।
আহা জীবন, ল্যাম্পপোস্টের আড়ালে অন্ধকার যেমন।

স্বপ্নগুলো আলোকহীন হচ্ছে ক্ষীণ, আধাঁরে ঢাকা তারা
তবুও মানুষ ছুটছে শহরের পানে, অদৃশ্য সুখের মায়া।
আহা জীবন, মরুভূমির মাঝে জলের কনা যেমন।

অস্পৃশ্য মায়ার বিবর্ণ শেকড়, যন্ত্রনার ভারে নূহ্য দেহ
অসহায়ত্বের ফাঁদে জীবনের দ্বার, থকমে যাচ্ছে প্রবাহ।
আহা জীবন, অমবশ্যার রাতে চাঁদ যেমন।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

শেষ জীবনের সময়টুকু সজীব ও সুন্দর পরিবেশে কাটাতে পারবো।

দোয়া করি ভাই আপনার জন্য আপনি জেন শেষ জীবনের সময়টুক গ্রামেই কাটাতে পারেন।কি আর বলব ঢাকা শহর নিয়ে আমি তিক্ত। আমার কাছে লোকালয় মমরুভূমি মনে হয় চারিদিকে হাহাকার কেউ কাউকে কিছু বলার সময় পায় না। পরিচিত মানুষের সাথে দেখা হলে বলে পরে কথা হবে অফিসের সময় হয়ে যাচ্ছে। অথচ দুই ঘন্টা সময় হাতে নিয়ে বের হয় তারপর ও সময় থাকে না এটা এমনি এক জাদুর শহর।

 2 years ago 

ধন্যবাদ ভাই, শহরের জীবন সত্যি আর না অনেক হয়েছে, তাই চলে যেতে চাই প্রকৃতির মাঝে, নিজেকে আবার ফিরে পেতে।

 2 years ago 

শহর এবং গ্রাম দু জায়গায় থাকার অভিজ্ঞতা আমার আছে। আমি বলবো গ্রামটাই বেস্ট। শান্তিতে থাকা যায়। খোলা হাওয়া, যানজট বিহীন মুক্ত পরিবেশ। আমি আপনার আগের একটি পোস্ট এ খেয়াল করেছি তখনোও বলেছেন আপনি শহর ত্যাগ করতে চান। আসলেই এই সিদ্ধান্ত টি ভালোই হবে।

আর শহরের বিষাক্ত এ অবস্থা সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আসলেই অসাধারণ কবিতা।

 2 years ago 

আসলেই আপু শহরের থাকার স্বপ্নটা দিন দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, তাই সবুজ প্রকৃতির মাঝে নিজেকে সপে দিতে ইচ্ছে করছে।

 2 years ago 

এই যান্ত্রিক শহরে যে শহরে সত্যি বিতৃষ্ণা না এসে গেছে ভাইয়া। আপনি ঢাকা ছেড়ে চলে যাবেন প্রকৃতির মাঝে সবুজের মাঝে যেখানে প্রকৃতি নিরিবিল বাতাস আপনার মনকে শান্ত করবে। আপনি ঠিক বলেছেন গত কয়েকদিন নিউ মার্কেটের ঝামেলার কারণে অনেক সমস্যায় পড়তে হয় আমাকে বিশেষ করে নিউমার্কেটের ওইপাশে হল থাকে ক্যাম্পাসে আসা আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিল সে উপলক্ষে পোস্ট করেছি আজকে। তবে আমার সবথেকে চিন্তার বিষয় হচ্ছে আমি বাসায় যাব কিভাবে। রাস্তায় যে জ্যাম সে কথা ভেবে আমি আঁতকে উঠছি কত ঘন্টা তে থাকা লাগে জ্যামের ভিতর তা হয়তো নিজেও জানিনা। তার মধ্যে আবার রাস্তার কাজ সংস্কারের কাজ চলছে এটি আরও যন্ত্রণার। প্রতিবছর ঈদের সময় আমি অনেক আগে বাসায় চলে যাই কিন্তু এবার আটকে গেছি একদম শেষের দিকে যেতে হবে যা আমার জন্য সত্যি অসহ্যনীয় ।এদিকে গাড়ির টিকিট পাচ্ছিনা একটা পেয়েছি ঠিক পেছনের দিকে। আল্লাহ জানে কী অপেক্ষা করছে আমার জন্য। আপনি ঢাকায় থাকতে চান না ঢাকায় থাকা আসলেই কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। এখানকার জ্যাম ,দূষিত বায়ু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ফেলে,জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। জীবনটা অনেক সুন্দর হওয়া উচিত সুন্দরভাবে কাটানোর জন্য আমাদের নিরিবিলি পরিবেশে চাই। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি কখন ঢাকা থাকবো না। আমার কোন নিরিবিলি পরিবেশে চাই। আপনার পোষ্ট সাথে আমার অনুভূতির মিল দেখে আমার খুব ভালো লাগলো।

তবে একটা কথা বলা হয়নি আমি তো ফিরে এসেছি আপনাদের মাঝে ।
 2 years ago 

জ্বী বোন যে চলে আসছে সেটা কিন্তু ঠিক ঠিক টের পেয়েছি পোষ্ট দেখে, চেক করা হয় কিন্তু সময়ের অভাবে মন্তব্য করা হয় না। সম্মুখে নেই বলে হারিয়ে গেছি কিংবা আওয়াজ নেই বলে ভুলে গেছি সেটা কিন্তু ঠিক না হি হি হি।

 2 years ago 

শুনে খুব ভালো লাগলো ভাইয়া কিন্তু আমাকে একটু ঢাকা থেকে বের করে দেন আমি বাসায় যেতে চাই। 😭😭😭

 2 years ago 

ওরে বাবা মাফ চাই, এটা পারবো না। অধিকাংশ দিন মৌচাক হতে বংশাল পর্যন্ত হেঁটে যাই আমি।

 2 years ago 

এই হলো ভাইয়ের নমুনা।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

জীবনটা আজ জ্যামময়, ভালোবাসাগুলো ধোঁয়া ধোঁয়া,
চারপাশটা অন্ধকারাচ্ছন্নময়-হতাশার চাদরে ঢাকা।
আহা জীবন, ঢাকা শহরের জ্যামে গাড়ী যেমন।

মায়ার শহরে থমকে গেছে জীবন, সময়গুলো ছিন্ন ভিন্ন,
গাড়ী আর দালানের ভিড়ে জীবন, হৃদয়ে বাড়ছে ক্ষত।
আহা জীবন, মুখোশের আড়ালে ঢাকা যেমন।

ভাইয়া আপনি সময় উপযোগী একটা কবিতায় আমাদেরকে উপহার দিয়েছেন।আপনার কবিতার সবগুলি লিখনির বেশ বাস্তবতার মিল রয়েছে।সাধুবাদ জানাই আপনাকে একটা বাস্তবধর্মী কবিতায় উপহার দেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই কবিতাটি পড়ে আপনার ভালো লাগার বিষয়টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমি দেখলাম যে এটা কেউ ষড়যন্ত্র করে করছে ২/৪ জন লোক মারামারিটা বাধায় দিচ্ছে। আস্তে আস্তে মানুষ শহর থেকে গ্রামের দিকে চলে আসবে এটাই বাস্তব। আসলে শহরে টিকে থাকা অনেক কষ্টকর। আসলে গ্রামের পরিবেশে অনেক সুন্দর ভাবে বসবাস করা যায় যেমন শহরের পরিবেশ দূষণ কোলাহল থেকে মুক্তি পাওয়া যায়।আপনার যেন জমি কেনা টা হয়ে যায়। এই কামনাই করি। দ্রুত যেন গ্রামে সুন্দরভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন পরিবারকে নিয়ে।

জীবনটা আজ জ্যামময়, ভালোবাসাগুলো ধোঁয়া ধোঁয়া,
চারপাশটা অন্ধকারাচ্ছন্নময়-হতাশার চাদরে ঢাকা।
আহা জীবন, ঢাকা শহরের জ্যামে গাড়ী যেমন।

  • আসলে ঢাকা শহরে সবকিছুই ভালো লাগে ঘুরাঘুরির জন্য ঢাকা শহর বেস্ট। খাওয়া-দাওয়া কিন্তু এই জ্যামের কারণে সব থেকে বিরক্ত ও পরিবেশ দূষণের কারণে।
 2 years ago 

ভাই সত্যি বলছি আমার কাছে এখন কিছুই ভালো লাগে না, জ্যাম থেকে শুরু করে নানা ধরনের বিশৃংখলা বেশ যন্ত্রনাদায়ক হয়ে উঠছে।

 2 years ago 

যখন ছোট ছিলাম তখন শহরে মাঝে মধ্যে দালান কোঠা গুলো দেখে ভাবতাম কবে যে শহরে যাবো হয়তো শহরি গ্রাম থেকে সুন্দর। কিন্তু স্কুল পেরিয়ে যখন শহরে আবাস হলো তখন মনে হতো অই সন্ধ্যার ঝিঝি পোকার ডাক গবরের গন্ধ ওগুলোই যেনো সর্গ ছিল। গ্রামের তুলনা হয়না😍😍😍

 2 years ago 

আসলেই ভাই আমিও এটা ভাবতাম, ভাবতাম শহরের জীবন কত আনন্দের এবং শান্তির কিন্তু এখন বুঝতে পারছি সবটাই ভুল ছিলো।

 2 years ago 

স্বপ্নগুলো আলোকহীন হচ্ছে ক্ষীণ, আধাঁরে ঢাকা তারা
তবুও মানুষ ছুটছে শহরের পানে, অদৃশ্য সুখের মায়া।
আহা জীবন, মরুভূমির মাঝে জলের কনা যেমন।

ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সব সময় আপনার উপলব্ধিগুলো বোঝার চেষ্টা করি। আপনি শহরের এই কোলাহলপূর্ণ জীবনে মোটেও সুখী নয় এটা আমরা বুঝতে পেরেছি। জীবিকার তাগিদে আমরা আমাদের প্রিয় আবাসস্থল ছেড়ে দুর দুরান্তে শহরে বসবাস করি। আসলে শহরে বসবাস করে আমরা কতটুকু শান্তিতে থাকতে পারি সেটা শুধু আমরাই জানি। অর্থ উপার্জন করলেও মানসিক প্রশান্তি সেটা হয়তো ফিরে পাওয়া যায় না। আশা করছি আপনি আপনার সব সমস্যাগুলো কাটিয়ে উঠে আবারো সুন্দর স্বাভাবিক একটি জীবন ফিরে পাবেন। আপনি শহর ছেড়ে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে নিজের জীবন নতুন করে শুরু করতে সক্ষম হবেন। তবে যাই হোক আমরা স্বপ্ন দেখে এবং অনেক স্বপ্ন পূরণের আশায় শহরমুখী হচ্ছি। কিন্তু কতটা ভালো থাকতে পেরেছি সেটা শুধু আমরাই জানি। ঐ যে কথায় আছে শহরের জীবনে সুখের আশা করা মরুভূমির জলের মতো। অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।💖💖💖

 2 years ago 

মানুষ সত্যি অদ্যৃশ একটা সুখের মায়ায় ছুটে আসছেন শহরের পানে কিন্তু আদৌ কি তারা সুখের দেখা পাচ্ছেন, সত্যি বলতে একটা সময়ের পর তাদের মাঝেও গ্রামের ফিরে যাওয়ার আকাংখাটা তৈরী হয়ে যায়।

 2 years ago 

আসলে ভাই এই ঢাকা শহরের জ্যাম এর কথা যদি মনে পড়ে আর এর করুণ অবস্থা তাহলে মনে হয় যে এখনি এই ঢাকা শহর ছেড়ে যাই। আমি এখন গ্রামে আছি মনে হয় যে এই গ্রামে থেকে যাই। আসলে গ্রামের এই আবহাওয়া কতটা যে আমাদের জন্য ভালো এবং কতটা সুন্দর সেটা আসলে গ্রামে থাকলে বোঝা যায়। আর আপনার কবিতাটাও কিন্তু খুবই সুন্দর ছিল হয়।

 2 years ago 

ভাই শহরের সবচেয়ে বড় যন্ত্রণা এখন এই জ্যাম, বাকীগুলোর কথা নাই বা বল্লাম, কারণ বিবেক আজ নিরব নিস্তব্দ।

 2 years ago 

স্বপ্নগুলো আলোকহীন হচ্ছে ক্ষীণ, আধাঁরে ঢাকা তারা
তবুও মানুষ ছুটছে শহরের পানে, অদৃশ্য সুখের মায়া।
আহা জীবন, মরুভূমির মাঝে জলের কনা যেমন।

জীবন কে আপনি কত ভাবেই ইঙ্গিত করেছেন।তা আপনার কবিতা পড়ে বুঝা যাচ্ছে। আসলে মানুষকে স্বপ্নের পেছনে ছুটতে হয়।এক সময় মানুষ ক্লান্ত হয়। কিন্তু ফিরে আসতে পারে না।জীবন যেন ব্যস্ততার নিয়মেই চলে।
ভালো লাগলো কবিতা টি পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, আমিও সেই মানুষগুলো মতো অনেকটা ক্লান্ত আজ, তাই একটু বিশ্রাম খুঁজতে চাচ্ছি শহরের মাঝে না বরং প্রকৃতির মাঝে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66177.69
ETH 3483.33
USDT 1.00
SBD 3.16