RE: আবেগের কবিতা || আহা জীবন || Original Poetry by @hafizullah
স্বপ্নগুলো আলোকহীন হচ্ছে ক্ষীণ, আধাঁরে ঢাকা তারা
তবুও মানুষ ছুটছে শহরের পানে, অদৃশ্য সুখের মায়া।
আহা জীবন, মরুভূমির মাঝে জলের কনা যেমন।
ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সব সময় আপনার উপলব্ধিগুলো বোঝার চেষ্টা করি। আপনি শহরের এই কোলাহলপূর্ণ জীবনে মোটেও সুখী নয় এটা আমরা বুঝতে পেরেছি। জীবিকার তাগিদে আমরা আমাদের প্রিয় আবাসস্থল ছেড়ে দুর দুরান্তে শহরে বসবাস করি। আসলে শহরে বসবাস করে আমরা কতটুকু শান্তিতে থাকতে পারি সেটা শুধু আমরাই জানি। অর্থ উপার্জন করলেও মানসিক প্রশান্তি সেটা হয়তো ফিরে পাওয়া যায় না। আশা করছি আপনি আপনার সব সমস্যাগুলো কাটিয়ে উঠে আবারো সুন্দর স্বাভাবিক একটি জীবন ফিরে পাবেন। আপনি শহর ছেড়ে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে নিজের জীবন নতুন করে শুরু করতে সক্ষম হবেন। তবে যাই হোক আমরা স্বপ্ন দেখে এবং অনেক স্বপ্ন পূরণের আশায় শহরমুখী হচ্ছি। কিন্তু কতটা ভালো থাকতে পেরেছি সেটা শুধু আমরাই জানি। ঐ যে কথায় আছে শহরের জীবনে সুখের আশা করা মরুভূমির জলের মতো। অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।💖💖💖
মানুষ সত্যি অদ্যৃশ একটা সুখের মায়ায় ছুটে আসছেন শহরের পানে কিন্তু আদৌ কি তারা সুখের দেখা পাচ্ছেন, সত্যি বলতে একটা সময়ের পর তাদের মাঝেও গ্রামের ফিরে যাওয়ার আকাংখাটা তৈরী হয়ে যায়।