টেংরা মাছ দিয়ে চিচিঙ্গার রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

IMG20230508135503.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কষ্ট করে সবাই, কিন্তু ভালো থাকতে পারেন কজন? সেটা অবশ্য একটা বড় প্রশ্ন। আমরা সবাই যার যার অবস্থান হতে সেরা চেষ্টাটা করে যাই শুধুমাত্র ভালো থাকার জন্য। কিন্তু আমরা কি সবাই সেটা পারছি? না পারছি না কিন্তু তবুও আমাদের মাঝে একটা তৃপ্তি আছে কারন আমরা চেষ্টাটা সঠিক ভাবে করেছি। ঐ যে একটা কথা আছে না কষ্ট করে কিছু করতে না পারলেও মনকে একটা শান্তনা দেয়া যায়, আমি চেষ্টা করেছি। এই যে শান্তনাটা এর মাঝেও কিন্তু একটা সুখ আছে, আপনি যদি কোন ক্ষেত্রে সঠিকভাবে চেষ্টা না করেন তাহলে এই সুখটা বা এই সুখের প্রকৃত স্বাদটা কোন দিনও পাবেন না। আজকাল মানুষ অবশ্য কোন ক্ষেত্রেই প্রকৃত সুখ পায় না, কারন বর্তমান প্রজন্মের সবাই কষ্ট না করেই সুখী হতে চান, পরিশ্রম না করেই বড়লোক হতে চান।

এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করার কারনে প্রকৃত সুখের দেখা কেউ পান। আরো একটা বিষয় আছে সেটা হলো কষ্ট করে বা পরিশ্রম করে কিছু অর্জন করে না বলেই যেন তেন ভাবে সব কিছু উড়িয়ে দিতে পারে, সে ক্ষেত্রে কোন কার্পণ্য থাকে না, তাই টাকা খরচ করে কিছু অর্জন করতে পারলেও সেটাতে প্রকৃত সুখের অনুভূতি আসে না, এটাই বাস্তব। তাই কিছুর জন্য কষ্ট করুন, নিজের মনের মাঝে তৃপ্ত নামক বস্তুটির উপস্থিতি বৃদ্ধি করুন, কিছু আসুক বা না আসুক প্রকৃত সুখের অনুভূতিটা ঠিক আসবে। দেখুন না একটু চেষ্টা করে, পেয়েও যেতে পারেন অনুভূতিটা। যাক সেসব বিষয়, আজকের মূল বিষয়ে ফিরে আসি, সেটা হলো রেসিপি। আজকে আরো একটা স্বাদের রেসিপি শেয়ার করবো, এটা হলো টেংরা মাছ দিয়ে চিচিঙ্গা। আমরা অবশ্য কহি বলি এগুলোকে।

IMG20230508130148---.jpg

রেসিপির উপকরণঃ

  • টেংরা মাছ
  • চিচিঙ্গা
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • আদা রসুন পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • জিরা গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবণ
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20230508130229.jpg

IMG20230508130752.jpg

প্রথমে মাছগুলোকে পরিস্কার করে হালকা হলুদ, মরিচ ও লবন মাখিয়ে নিয়েছি। তারপর একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছি।

IMG20230508131754.jpg

IMG20230508131932.jpg

তারপর সেই তেল পেঁয়াজ কুচির সাথে সকল মসলাগুলো দিয়ে কষা করে নিয়েছি।

IMG20230508132535.jpg

IMG20230508132614.jpg

কষানো হয়ে গেলে তাতে টমেটো স্লাইস দিয়েছি, তার কিছুটা সময় পর চিচিঙ্গাগুলো স্লাইস করে তাতে দিয়ে মিক্স করে নিয়েছি।

IMG20230508133733.jpg

IMG20230508134859.jpg

তারপর হালকা পানি দিয়েছি তার সাথে উপর দিয়ে ভাজা মাছগুলো দিয়েছি। কিছুটা সময় পর ঝোলের জন্য আরো কিছুটা পানি দিয়েছি, এরপর কাঁচা মরিচ স্লাইস করে দিয়েছি। অল্প সময় পর নামিয়ে নিয়েছি।

IMG20230508135516---.jpg

হয়ে গেলো আমাদের আজকের স্বাদের রেসিপি, টেংরা মাছ দিয়ে চিচিঙ্গা। এই রেসিপিটি অবশ্য একটু ঝোল ঝোলই ভালো লাগে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

টেংরা মাছ দিয়ে চিচিঙ্গার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লাগছে ভাইয়া।এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমি চিচিঙ্গা ভাজি বেশী পছন্দ করি, তবে এবার তরকারি খেয়েও বেশ মজা পেয়েছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টেংরা মাছের রেসিপি খেতে খুবই মজাদার হয়। আর আপনি এই মাছের রেসিপি চিচিঙ্গার দিয়ে অসাধারণ ভাবে তৈরি করেছেন।রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আসলে আপনাকে রেসিপির ধাপগুলো দেখে আমিও খুব সহজে শিখতে পারলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

টেংরা মাছ আমারও খুব পছন্দ, যে কোন ভাবেই রান্না করলে বেশ স্বাদের হয়।

 last year 

প্রতি বছরের শেষে আমাদের পুকুরে পানি থাকে না ঠিক সেই সময় পুকুরে পানি নিষ্কাশন করে আমার নিজের পুকুরের টেংরা মাছ ধরে থাকি। আসলে ভাইয়া টেংরা মাছ খেতে খুবই সুস্বাদু। আপনি টেংরা মাছ চিচিঙ্গা দিয়ে রান্না করেছেন। আপনার রান্না দেখে বোঝা আছে খুবই সুস্বাদু হয়েছিল। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

শহরের মাঝে আমরা যেগুলো ক্রয় করে থাকি সেগুলো সবই চাষের মাছ ভাই, পুকুরের গুলোর স্বাদ আলাদা, বেশী মজার থাকে সেগুলো।

 last year 

আশা করি ভাইয়া ভালো আছেন ? আজকে আপনি খুবই দুর্দান্ত রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। টেংরা মাছ আমার খুব প্রিয়। আপনার রন্ধন প্রক্রিয়া অত্যন্ত দুর্দান্ত হয়েছে‌। প্রয়োজনীয় সকল উপকরণ পরিমাণ মতো দিয়েছেন দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে‌। ভাইয়া আপনি যেভাবে টেংরা মাছ রান্না করেছেন। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমাদের মাঝে এত সুন্দর রেসিপি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 last year 

দারুন রেসিপি ভাইয়া।টেংরা মাছ দারুন মজার মাছ।এই মাছ খাওয়া হলেও চিচিঙ্গা দিয়ে কখনও খাওয়া হয়নি।কিন্তু আপনার রেসিপি বেশ লোভনীয় লাগছে। খেতে খুব মজার হয়েছে এটা বলা যায়। আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা দারুন ছিল।ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

টেংরা মাছ দিয়ে চিচিঙ্গার রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। গরমের দিন এমন ঝোল ঝোল রেসিপি খেতে দারুণ লাগে। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে খেতে খুব ইয়াম্মি লাগবে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সবুজ সবজির মধ্যে চিচিঙ্গা নিঃসন্দেহে খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। টেংরা মাছের সাথে চিচিঙ্গা চমৎকার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে মশলাগুলোর সাথে পাকা টমেটোর ব্যবহারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার তৈরি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু ছিল।

 last year 

টেংরা মাছ দিয়ে চিচিঙ্গা রেসিপিটি দেখতে অসাধারণ লাগছে। খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। রেসিপির পরিবেশনটা অনেক সুন্দর ছিল এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04