আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা: কাব্যিক অনুভূতি। কবিতা লিখার এক বছর।|| Poetic feelings...

in আমার বাংলা ব্লগ10 months ago
আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা:
কাব্যিক অনুভূতি

ছবিটি কেনভা দিয়ে তৈরি

✍️ সুত্রপাত ✍️

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকের পোস্টটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের কাছে যারা নতুন করে কবিতা লিখবেন কিন্তু চিন্তা করে পাচ্ছেন না কিভাবে শুরু করবেন। আর আমার মতো ভুলো মনের মানুষের জন্য সংগ্রহশালা পোস্ট বরাবরই মূল্যবান। আমি আজ বিগত এক বছর আগের পোস্ট নিয়ে গবেষণা করতে গিয়ে রীতিমত অবাক, এই কবিতা আমি লিখেছি 😄
যাইহোক কেউ যদি চুরি করে তার কবিতা বলে চালিয়ে দিতো তবে ধরতেই পারতাম না।

আমি উচ্চস্বরে বলতে পারবো আমার কবিতার অনুপ্রেরণা #amarbanglablog, @hafizullah ভাই এবং @abb-fun অনু কবিতা উদ্যোগ। আমি বলছি না যে অনেক বড় কোন কবি হয়ে গেছি, তবে যতটুকু লিখতে পারছি তাতে আপনাদের সাপোর্ট আর কমিউনিটির সাপোর্ট ভীষনভাবে আমাকে অনুপ্রাণিত করে। আমার মনে আছে একদিন সারাদিন মিলিয়ে চারটা লাইন ভালোভাবে লিখতে পারিনি, যাইহোক এরপর ধীরে ধীরে চেষ্টা করতে থাকি। অবাক ব্যাপার কবিতাগুলো কেমন যেন সবার ভালো লাগতে থাকে আর কোন কবিতা এমন নেই যে সাপোর্ট বঞ্চিত। বিগত এক বছর ধরে টানা প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে চলেছি, এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরে আমি সত্যিই আনন্দিত। বলতে পারেন কবিতা লিখনীর বছর পূর্তি পালন করছি।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

✨ আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা ✨

কবিতা লিখার চেষ্টা :) কষ্টের ফেরিওয়ালা 😕

কষ্ট কিনবে কষ্ট
নাও না গো একটু কষ্ট ,
আমি যে এক কষ্টের ফেরিওয়ালা
ভালোবাসায় ব্যার্থ হতচ্ছাড়া।

হরেক রকম কষ্ট আছে
নীলাভ সবুজ যন্ত্রনাও আছে,
তুমি কি সুখি মানুষ?
নাও না গো একটু কষ্টের ভাগ।

মূলত এটাই ছিল আমার এক বছরের কবিতার ধারাবাহিকতার প্রথম কবিতা লিখার চেষ্টা। এটি লিখেছিলাম পুরো একদিন সময় নিয়ে, ভেতর থেকে লাইনগুলো কেমন যেন বারবার হারিয়ে যাচ্ছিলো আর এলোমেলো হয়ে যাচ্ছিলো সবকিছু। এরপর নিজেকে শান্ত করলাম এবং চোখ বুজে রইলাম। আহা দারুন ম্যাজিকের মতো লাইনগুলো ধরা দিচ্ছিল আর আমি ঝটপট লিখে চললাম।
এটা মূলত ভীষণ কষ্টের একটা কবিতা, বেশ হৃদয়ের গভীরত্ব থেকে লিখার চেষ্টা করেছিলাম। তো কি বুঝলেন? যখন কবিতার লাইনগুলো আসবেনা তখন কিছুক্ষণ চোখ বুজে হৃদয়ের ধুকপুক অনুভব করবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

কবিতা লিখার চেষ্টা :) ভোজনরসিক রামলাল।

ভোজনরসিক রামলাল
খাওয়া ছাড়া গোটা পৃথিবী গোলমাল,
সকাল বেলায় খিদেয় পড়লো টান
গোটা পৃথিবী যেন রুটির আধ খান।

গলা উঁচিয়ে ছাঁড়লেন এক হাঁক
নেতাই, ওহে নেতাই
বলি সকাল কি হয়নি তোমার ?
পেটের খিদেয় মরার যোগাড়।

এটা আমার কবিতা লিখার চেষ্টার দ্বিতীয় ফলাফল। এটা লিখতে গিয়ে আমাকে মোটামুটি একটা গল্প কল্পনা করতে হয়েছিল। গল্পের চরিত্র ছিল পেটুক রামলাল আর তার চাকর নেতাই। যাইহোক এটা লিখতে প্রথম কবিতার অর্ধেক সময় লেগেছিল। কবিতাটি শেষ করার পর নিজেই আপন মনে হেসেছিলাম। কারন নিজেকে কেমন যেন একটু একটু কবি মনে হচ্ছিল 😄 যদিও তখনো শেখার চেষ্টা করছিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

স্বরচিত কবিতা:- তুমি ছাড়া।

তুমি ছাড়া হৃদয়ে ফোটেনা শত গোলাপ
তুমি ছাড়া সুখেরাও করে বিলাপ,
তুমি নেই বলে কবিতার খাতা শূণ্য
তুমি নেই বলে মনে বড় অরন্য।

তুমি ছাড়া বিভীষিকাময় জোৎস্নাস্নাত রাত
তুমি ছাড়া নিরানন্দময় সকাল প্রভাত,
তুমি নেই বলে নিভু নিভু আকাশের তারা
তুমি নেই বলে ভীরু আজ হৃদয় বেচারা।

এই কবিতাটিতে আমার কবিতা লিখার বেশ মেচুরিটি আসে। সবথেকে বড় বিষয় লাইনগুলো চমৎকার সামনে এখটার পর একটা আসতে থাকে। আমি কিন্তু কৌশল সেই আগেরটাই রাখি আর তা হলো গভীর চিন্তায় হারিয়ে গিয়ে লাইনগুলো খুঁজে নিয়ে আসা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

স্বরচিত কবিতা :- মাতৃগর্ভ। || Poem Composed :- Mother's Womb.

মা ওগো মা, শুনতে কি পাও
ডাকি তোমায় সাড়া দাও,
যখন তোমার গর্ভে ছিলাম
কতই না আদর আর যত্নে ছিলাম।

মা ওগো মা, শুনতে কি পাও
রক্তের ধারা আর হৃদস্পন্দন,
শুনেছি তোমার আনন্দ আর ক্রন্দন
ছড়িয়ে যেন তোমার চাঁদবদন।

এটা চতুর্থ কবিতা তবে এতোটা গভীরভাবে চিন্তা করে লিখতে পারবো ভাবতেই পারিনি। পৃথিবীতে অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, ব্যাপারটা ভীষণ করুন একটা পরিস্থিতির সৃষ্টি করে। আমি মূলত সেই মায়ের সন্তানের অনুভূতি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍃পরিশেষ 🍃

এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা উপহার দিতে, সবার অনুপ্রেরণা আমার এগিয়ে যাওয়ার শক্তি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

💚 বিদায় নিলাম 💚

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

কবিতা সংগ্রহ ছাড়া দেখে খুব ভালো লাগলো আমার রামলাল এই কবিতাটা বেশ ভালো লেগেছে, একটু ব্যতিক্রমই ছিল সকল কবিতা থেকে।

 10 months ago 

ধন্যবাদ ভাই। রামলাল কবিতাটি আমার ভীষণ পছন্দের।

 10 months ago 

আমাদের কমিউনিটিতে সবাই খুব ভালো কবিতা লিখতে পারে। আপনি দীর্ঘ এক বছর দারুন কিছু কবিতা লিখে আমাদের মাঝে উপহার দিয়েছেন। তার কিছু সংগ্রহশালা শেয়ার করলেন যেটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ভালো লাগলো আপনার কবিতার সংগ্রহশালা পড়ে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ ভাই।
আমি চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা উপহার দেয়ার। আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছি ভাই।

 10 months ago 

প্রথমেই অভিনন্দন আপনাকে। কবিতা লেখার আপনার এক বছর হয়ে গেলো জেনে খুশি হলাম। কাব্যিক অনুভূতি গুলো সব সময়ই ভালো লাগে। বিশেষ করে আপনার কবিতা গুলো বাস্তব মুখি এজন্য আরো বেশি ভালো লাগে। চমৎকার চমৎকার কবিতা গুলো লিখে আমাদের কে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ লিমন। আসলে গতকাল হঠাৎ করেই খেয়াল করলাম কবিতা গত একবছর আগে থেকেই শুরু করলাম। চিন্তা করলাম এবার সংগ্রহশালা তৈরি করতে পারি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59317.93
ETH 2530.37
USDT 1.00
SBD 2.47